নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

অসমান জীবন

১৭ ই আগস্ট, ২০২০ দুপুর ১:১২



জীবন নিয়ে এখন আর কোন অভিমান অভিযোগ করিনা, জীবন এমনই এক ঠুনকো জিনিস যা কাঁচের গ্লাসের মতন নানানরকম থালাবাটি ধোঁয়ার ফাঁকে ভিমবারের তৈলাক্ত জেল দিয়া ধুতে গিয়ে অসাবধানে, সাবধানে, অনিচ্ছায়, প্রচুর আফসোসের সাথে, দীর্ঘশ্বাসে, অবিশ্বাস্যভাবে পরে খান খান হয়ে ভেংগে ধ্বংস হয়ে যায়। ধ্বংস হবার পর মনে হতে থাকে এটা কি হলো! কেন হলো! এটা হবার কথা ছিল না, ইশ আর এক মূহুর্ত আগে যদি বুঝতাম।
জীবন এইরকমই; যেন ভাংগা রাস্তা, যেনো চাকচিক্য মোড়ানো শহর, বিদ্যুত চলে যাওয়া গুমোট অন্ধকার রাত, কখনো ঝকঝকে রোদ, নানান রঙের লাইটিং করে সাজানো বিয়ে বাড়ি, উড়ন্ত মেঘ, রাস্তায় রাস্তায় অপেক্ষমান মানুষের ভীড়। একটা দুঃখ দুর্দশার পেইন্টিং ছাড়া আর কি।

চারদিন আগে এক ড্রাইভার সকালে উনার ঘর থেকে বাইরে বের হয়ে অফিসের ডিউটি করতে করতে বুঝতে পারেন তার শরীরটা ভালো না, এখন এই কথা কি করে তার স্যারদের বলবেন। উনারা তার অসুস্থ ফিল হবার কথা শুনলেই বলবেন; তোমাকে তো দরকার এমনভাবেই যে যদি কেয়ামত হয়, যদি আকাশ ভেংগে ভেংগে পড়তে শুরু করে, যদি সূর্য মাথার উপর নেমে আসে, যদি পৃথিবী হাশরের ময়দান হয়ে যায়, তবু তোমাকে গাড়ি চালাতেই হবে। অতএব অসুস্থ লাগার পর ও সে কাউকে কিছু না বলে গাড়ি চালিয়ে অফিস টাইম পুরা করার পর------------

স্যার আমার খুব খারাপ লাগতেছে, এখুনি হাসপাতালে যাওয়া দরকার, সারাদিনের বলতে না পারা কথা গুলা বলার পর; উনাকে উনার স্যার বোঝায়; হাতের কাছে যে হাসপাতাল আছে সেইটা খরচের জায়গা, তুমি বরং গরীবদের হাসপাতাল খুঁজে বের করো, অথবা ঘুমের ওষুধ খেয়ে ঘুম দাও, লেবু পানিও খেতে পারো, স্যারদের কথার তো ভুল নাই, স্যার হচ্ছেন দেবতা, তারা যা বলেন নির্ভুল বলেন এই চিন্তা থেকে উনি আরো তিরিশ মিনিট পর দুঃসাহস দেখিয়ে আবার ফোন করেন।

এইবার তার স্যারকে বলেন তার পরামর্শে চলেছেন কিন্তু ভালো কিছু মনে হইতেছে না কাজেই সে গরীবদের হাসপাতালের খোঁজে গাড়ি স্টার্ট করতে করতে জীবন নামক খাঁচার ভেতর থেকে তার আত্মা বাহির হয়ে যায়।

আমি ভাবছি আমাকে একটু বাঁচতে দেন খেতে দেন আমাকে একটু ছুটি দেন, প্লিজ স্যার, সরি স্যার, ইয়েস স্যার, নো স্যার এই সকল কিছুর উর্ধ্বে চলে যাওয়াটা হয়তো উনার জন্য ভালো হলো।



মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০২০ দুপুর ১:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: বড় দু:খজনক কথাগুলো, জীবন এমন কেন, এত উচু নিচু :( ভাল্লাগে না মানুষ কেন মানুষ না :(

১৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৫৯

সামিয়া বলেছেন: আমারও এই কথা ভেবে ভেবে মন খারাপ হচ্ছে।

২| ১৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:২৭

রাজীব নুর বলেছেন: মানব জীবন এই এরকমই। মেনে নিতে হয়।

১৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:০০

সামিয়া বলেছেন: আহারে জীবন,,,

৩| ১৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:২৪

নেওয়াজ আলি বলেছেন: হৃদয় ছোঁয়া লিখনী ।

১৭ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫৫

সামিয়া বলেছেন: মনটা খারাপ ছিল

৪| ১৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৩১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হায়রে জীবন - এখানে কত মানুষ আছে, কত বস আছে ভীষণ ভীষণ খারাপ ---অথচ দুই দিন আগে বা পরে সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে

১৭ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫৫

সামিয়া বলেছেন: জীবন ঠুমকো কাঁচের গ্লাস হাত থেকে পড়ে গেলে ভেঙে চুরমার

৫| ১৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:২৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: স্যার মনে হয় ভালো উদ্দেশ্যেই তাকে কম টাকার হাসপাতালে যেতে বলেছিলেন তার আর্থিক সঙ্গতির কথা বিবেচনা করে। উনি বুঝতে পারেন নাই যে ড্রাইভারের অবস্থা বেশী খারাপ। রোগ লুকিয়ে রাখলে বিপদ। শেষ মুহূর্তে কিছু করার থাকে না।

১৭ ই আগস্ট, ২০২০ রাত ৮:০১

সামিয়া বলেছেন: আমি উনার স্যারকে দোষ দিইনি, তাকে আমি চিনি সে ভালো মানুষ, অবস্থা বর্ণনা করেছি, ছুটিছাটা চাইলে কারোরই কিছু করার থাকেনা। অনেকে মিথ্যা অসুস্থতার কথা বলেও ছুটি নেয়, কে সত্যি কে মিথ্যা সব সময় তো বোঝা যায় না।

৬| ১৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৩৫

ক্লে ডল বলেছেন: কথাগুলো নির্মম কিন্তু বাস্তব।

১৭ ই আগস্ট, ২০২০ রাত ৮:০২

সামিয়া বলেছেন: জীবন মানেই নির্মম বাস্তবতা

৭| ১৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৪১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: জীবন সৃষ্টিই হয় মৃত্যুর জন্য।এর মাঝে যতটুকু সময় পাওয়া যায় আনন্দে থাকার চেষ্টা করা এবং মানুষের জন্য,সমাজের জন্য কিছু করা।

১৭ ই আগস্ট, ২০২০ রাত ৮:০২

সামিয়া বলেছেন: ভালো বলেছেন।

৮| ১৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৫৩

ওমেরা বলেছেন: দুনিয়াতো এমনই কেউ বস হবে কেউ পিছন,ড্রাইভার হবে। তবে আমার শরীর আমার সমস্য আমাকেই বুঝতে হবে। সারাদিন কাজ করার পর কেউ যদি বলে আমার শরীর খারাপ তাহলে সাধারনত কেউই মনে করবে না তার শরীর খুব বেশী অসুস্থ্য। ড্রাইভার তার তো অনেক টাকা নেই তাই হয়ত বস এরকম পরামর্শ দিয়েছেন। এটা খারাপ ভাবে নেয়া কি ঠিক হবে, জানি না।
যে কোন মৃত্যুই কষ্টকর।

১৭ ই আগস্ট, ২০২০ রাত ৮:০৩

সামিয়া বলেছেন: আমি তার বসের দোষ দেইনি, সে নিতান্তই ভালো মানুষ, সিচুয়েশন বর্ণনা করেছি , প্রতিটি মৃত্যুর পেছনে থাকে এক একটি হৃদয়বিদারক ইতিহাস।

৯| ১৭ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:০৭

অজ্ঞ বালক বলেছেন: জীবন খুবই খারাপ জিনিস। খুব।

১৭ ই আগস্ট, ২০২০ রাত ৮:০৪

সামিয়া বলেছেন: অতিরিক্ত খারাপ ভাই রে

১০| ১৭ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:২০

শেরজা তপন বলেছেন: বিষয়টা নিঃসন্দেহে চরম দুঃখজনক! কিন্তু আমি ভাবছি; স্যারের ওইখানে আমাকে বসিয়ে, আমি হলে কি করতাম??


১৭ ই আগস্ট, ২০২০ রাত ৮:০৫

সামিয়া বলেছেন: এরকম কিছুই করতেন হয়তো, হঠাৎ বিপদ এলে দেখা যায় পরিবারের লোকজনও সঠিক সিদ্ধান্ত নিতে পারে না।

১১| ১৮ ই আগস্ট, ২০২০ রাত ১০:৫২

মা.হাসান বলেছেন: মৃত্যু ছাড়া এই ইয়েস সার , ভেরি গুড সার, শুকরিয়া সার -- জীবন থেকে নিস্তারের অন্য কোনো পথ আছে কি?

খুব ভালো লেগেছে।

আপনিই কি হ্যালুসিনেশন বইটির লেখক?

১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ১:১৫

সামিয়া বলেছেন: জীবন হল একটি লোহার খাঁচা মৃত্যুর আগ পর্যন্ত এসব থেকে বের হবার কোন পথ নেই।

হুম বইটা আমি লিখেছি। আগাছা টাইপ লেখা ভালো হয়নি তেমন।

১২| ২২ শে আগস্ট, ২০২০ রাত ৩:২২

মা.হাসান বলেছেন: হ্যালুসিনেশন আমার খুব ভালো লেগেছিলো। গল্প গুলোর কয়েকটা বেশ চমকে দিয়েছিলো।
বই বের করা বেশ ঝামেলার। প্রকাশনা সংস্থা থেকে বের না করুন, ইবুক আকারে বের করতে পারেন। খলিল মাহমুদ (সোনাবিজ) ভাই এরকম কয়েকটা বই বের করেছেন।
অনেক শুভকামনা।

২২ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:১৭

সামিয়া বলেছেন: আপনি খুবই ভালো পরামর্শ দিয়েছেন। আমি ভেবে দেখবো , ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.