নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

শখে তোলা চিত্র

১৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:৩৬


সূর্য ডোবার পর ইদানিং প্রত্যেকটা দিন পশ্চিম আকাশ জুড়ে একটা গোলাপী আভা ছড়িয়ে থাকা দৃশ্যের মতন স্তব্ধ মূহুর্তের মধ্যে; শান্তির জন্য মন অতীতে দৌড়ায়, যেহেতু বর্তমান কঠিন অনেক।, এটা আরো ভারী করে দেয় পরিস্থিতি, যারা অতীত নিয়ে পড়ে থাকে তাদের নাকি এক চক্ষু অন্ধ, আর অতীতকে যারা ভুলে যায় তাদের নাকি দুই চক্ষুই অন্ধ রাশিয়ান প্রবাদ ওটা। আসলে রোলার কোস্টারের গতিতে অন্তর পুড়ে ছাই করে দিতে পারে এই
অতীত জিনিসটা, অতীতের মানুষ গুলো অতীতের মধ্যেই আবদ্ধ। তাদের ধরতে চাইলে শুভংকরের ফাঁকি জোটে কপালে।
অতীতে শান্তি নাই অতীত নিয়ে পড়ে থাকা মানুষদের এক চক্ষু অন্ধ, আবার বর্তমান কেন্দ্রীক থাকাও লস প্রজেক্ট; ভবিষ্যতের সুন্দর দিন হবে ভাবাও বোকামি, এইরকম হাত পা লোহার শেকল দিয়ে বাঁধার কোন দরকার ছিল মাটির মানুষ গুলার!! একটু লুজ করে বাঁধলে তো হতো!!

দুঃখবোধ যখন হয় তখন তা কর্কশ কাকের মতন ঘন্টা ব্যাপী কানের মধ্যে কা কা করতে করতে করতে মোবাইলে অসময়ে ফোন আসা হাই ভলিউমের রিংটোনের মতন ধৈর্য্যের বাঁধ ভেংগে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ভাংগা কাঁচের মতন, মাড়িয়ে গেলেই পা কেটে রক্তারক্তি।



চুপটি করে নাটক দেখো, অল্প আঁচে জ্বলতে নেই,
সবকিছু যে তুমিও বোঝো প্রকাশ্যে তা বলতে নেই ।

ডিভাইস ক্যানন Eos 6D























মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: কিন্তু ফেসবুকের গুলো বেশী সুন্দর ছিলো, এডিটের মাত্রা একটু বেশী হয়ে গেছে আপি।

১৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪২

সামিয়া বলেছেন: আচ্ছা

২| ১৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:০০

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: মনোমুগ্ধকর দৃশ্য ধারণ।

১৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:১০

সামিয়া বলেছেন: বাস্তবে আরো সুন্দর

৩| ১৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:০৫

রাজীব নুর বলেছেন: শখের তোলা কত জানেন?
৮০ টাকা।

১৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:১০

সামিয়া বলেছেন: মাত্র!! :)

৪| ১৮ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৮

চাঁদগাজী বলেছেন:



মাঝখানের ছবি, এটা ঘর, নাকি অফিস?

১৮ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৪

সামিয়া বলেছেন: অফিস

৫| ১৮ ই নভেম্বর, ২০২০ রাত ৮:১৪

চাঁদগাজী বলেছেন:



কিসের অফিস? অনেক সুন্দর মনে হচ্ছে!

১৮ ই নভেম্বর, ২০২০ রাত ১০:৪৪

সামিয়া বলেছেন: এটা United Group ,এর head office.. আমাদের web page আছে Google এ‌ search দিলে পেয়ে যাবেন, আপনি আগ্রহ দেখিয়েছেন তাই অফিসের আরো ছবি add করেছি।

৬| ১৮ ই নভেম্বর, ২০২০ রাত ৯:০৬

ঢাবিয়ান বলেছেন: বাহ খুব সুন্দর ছবিগুলো। আর শেষের লাইনদুটি অসাধারন

১৮ ই নভেম্বর, ২০২০ রাত ১০:৪৪

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.