নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

পঞ্চম বিবাহ বার্ষিকী

১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:০৩



ঘটনা-১ সুপার শপের বিল কাউন্টারের মেয়েটি বিল রেডি করতে করতে এজ ইউজাল বললো যে মেম্বারশিপ কার্ড আছে কিনা, শুনে আমি মোবাইল ব্যাগ থেকে বের করে খুব নাম্বার খোঁজাখুঁজি করছি বলার জন্য, মেয়েটি খানিকক্ষণ অপেক্ষা করে বলল মেম্বারশিপ কার নাম্বারে? সাধারণত সবাই নিজের নাম্বার দিয়েই মেম্বারশিপ কার্ড করে ভেবে মেয়েটির মনে হলো নিজের নাম্বার মনে নেই এটা কেমন কথা!
বললাম হাজবেন্ডের নাম্বার দিয়ে করা, বলেই ডায়াল কলে তার নাম্বার খুঁজে পেয়ে নাম্বার বলতে যাবো তখন সেই শুকনো মিষ্টি চেহারার চতুর মেয়ে ভ্রু নাঁচিয়ে হালকা খোঁচা মেরে ইশারা করে একটু নিচু গলায় চক্রান্ত করার মতন করে বললো
-স্যার জানে??
-কি?
ফিসফিস করে
- নাম্বার মনে নেই যে!!
-না
-কতদিন!?
-১৭ তারিখে পাঁচ বছর হবে!
মেয়েটা এইবার আকাশ থেকে পড়ার অভিনয় করে বলল যে পাঁচ বছর কিন্তু বেশি হয়ে গেল ম্যাডাম? বিল করা শেষ করে বাজারের ব্যাগগুলো আমার হাতে ধরিয়ে দিতে দিতে আর একবার খোঁচা দিয়ে জানালো যে স্যারের নাম্বারটা স্যার জানবার আগেই যেন মুখস্ত করে নিই,কি নিদারুন কষ্টটাই না পাবে হাজবেন্ড বেচারা।
সুপার শপে ঘটে যাওয়া এই আকস্মিক ঘটনা উনাকে জানাতেই, উনি বললেন তুমি বানিয়ে বলে দিতে যে এটা আসলে তোমার স্যারের রেগুলার নাম্বার না। আরেকটা নাম্বার আছে সেটাই মনে রাখা হয়। তার উদার যুক্তি আর নেভার মাইন্ড মনের ভাব দেখে খুশিতে ডগমগ করতে করতে বললাম ওগো তুমি কি আমার মোবাইল নাম্বার না দেখে বলতে পারবে??

উনি কাল বিলম্ব না করে সত্যি কথা বললেন যে উনি আমার নাম্বার না দেখে বলতে পারবেন না।
এইবার আমার মুচকি হাসি প্রসারিত হতে যাচ্ছিল দেখে উনি সাথে সাথেই বললেন যে ১৮১৯ সালের কোন একদিন তুমি বলেছিলে যে যত ঝড় তুফান আসে আসুক কিন্তু তোমার মোবাইল নাম্বার যেন মনে না রাখি।
ঘটনা -২
গত নভেম্বরে একটানা বেশ কিছুদিন বৃষ্টির দিনে উনি উদাস হয়ে অনেকটা থেমে থেমে বললেন, একবার আমার এক বন্ধু একটা মেয়েকে ফুল দিয়ে ভালবাসার প্রপোজ করবে বলে ঠিক করেছিল, যথারীতি সেটা নিয়ে নানা রকম প্ল্যান পরিকল্পনা, ঠিক যেদিন প্রপোজ করার কথা তার আগের দিন থেকে শুরু হলো বৃষ্টি,
একটানা সাত দিন সেই বৃষ্টি হলো; না থেমে। এই পর্যন্ত বলে সে উদাস হয়ে কিছুক্ষণ চুপ করে রইলেন,

আমি নেক্সট কি বলে সেটা শুনবার অপেক্ষা করতে করতে বললাম তারপর??
তারপর আর কি! প্রস্তাবই দেওয়া হলো না, বলেই চাঁপা দীর্ঘশ্বাস ছাড়লো, আমিও তার সাথে চাঁপা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম- এই জন্যই আমি আজকে তোমার বউ।
সে হকচকিত হয়ে বোকা বোকা চোখে তাকিয়ে রইলো কিছু বললো নাহ, আমিও আর কথা বাড়ালাম নাহ, একটু নিজের মত থাকুক, এত পুরানো কষ্ট, সহজে কি ভোলা যায়!!! :)

এই হলো আমাদের আন্ডাস্ট্যান্ডিং লেভেল। যাকে বিয়ে করেছি সে এই ব্লগে ব্লগিং করতো, ব্লগিং করার সময়টা আমি ছিলাম নিজেকে নিয়ে ব্যস্ত, অনলাইনে আসতাম লেখা দিতাম, কমেন্ট রিপ্লাই দিতাম, ভালো লেখা চোখে পড়লে পড়তাম, আর নিজের জীবন, চাকরি বাকরি এটা
ওটা নিয়ে ব্যস্ত থাকতাম।
এই ব্লগের একজনের সাথেই আমার বিয়ে হবে সে আমার জীবন সঙ্গী হবে এবং তার সাথে এতগুলো দিন কেটে যাবে কখনোই ভাবি নাই। আসলেই জীবনটা অদ্ভুতরকম বিচিত্রতায় ভরপুর। ইয়ে বলতে একটু লজ্জা লাগছে আজ আমাদের পঞ্চম বিবাহ বার্ষিকী।

মন্তব্য ৩৭ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:২৭

নয়ন বড়ুয়া বলেছেন: শুভ বিবাহ বার্ষিকী আপু...

১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪০

সামিয়া বলেছেন: ধন্যবাদ ভাই

২| ১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩৯

নাহল তরকারি বলেছেন: একটা প্রশ্ন করবো। মনে কিছু নিবেন না। বৈবাহিক জীবন বোঝা মনে হয় না? কারন বিবাহ মানেই তো নারীদের স্বাধীনতার হস্তক্ষেপ।

১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪৩

সামিয়া বলেছেন: আজকাল মানুষ বিবাহিত দম্পতিদের ভেতরে ভেতরে সম্পর্ক খারাপ! খুব খারাপ!! এরকম ভাবতে কেন এত ভালোবাসে আল্লাহ মালুম!! কি কিউট জাতি আমরা!!! :)

৩| ১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫৬

খায়রুল আহসান বলেছেন: অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা, উভয়ের জন্য।

১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪১

সামিয়া বলেছেন: ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন।

৪| ১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:১০

ক্রেটোস বলেছেন: বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানবেন। সহমানুষকে নিয়ে সুখে বসবাস করুন এই আশীর্বাদ করি!

১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪১

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ

৫| ১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:১৬

মিরোরডডল বলেছেন:




এই ব্লগের একজনের সাথেই আমার বিয়ে হবে সে আমার জীবন সঙ্গী হবে এবং তার সাথে এতগুলো দিন কেটে যাবে কখনোই ভাবি নাই।

সত্যি অদ্ভুত! কি করে হলো? :)

সামিয়াকে পঞ্চম বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভকামনা।
দুজনের একসাথে আগামীর পথচলা আরো অনেক আনন্দময় হয়ে উঠুক।


১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪৩

সামিয়া বলেছেন: কিভাবে হলো সেটা তো একটা ইতিহাস, এখানে ওপেন বলাও যাচ্ছে না,:)
অনেক ধন্যবাদ, ভালো থাকুন।

৬| ১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৩৩

কামাল১৮ বলেছেন: বাকি জীবন সুখে কাটুক এই কামনা।

১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪৩

সামিয়া বলেছেন: আন্তরিক ধন্যবাদ

৭| ১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:০৭

করুণাধারা বলেছেন: শুভ বিবাহ বার্ষিকী! যুগল জীবন যেন সুখ - শান্তিতে কাটে আজীবন, প্রার্থনা করি।

যুগলের আরেক জন অনুপস্থিত কেন ব্লগ থেকে? আগে তো তাকে নিয়মিত দেখা যেতো!! @ ব্লগার শাহরিয়ার কবির।

২০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৭

সামিয়া বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপু, আসলে বিয়ের পর অনেক রেস্পন্সাবিলিটি চলে আসে তো, এখন আর আগের মতো সময় পায়না, আমিও অনলাইনে আসি অনেক চেষ্টার পর মাঝেমাঝে, তাকে বলবো আপনার কথা।

৮| ১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪৮

বিজন রয় বলেছেন: অনেক অনেক শুভকামনা সামিয়া ইতি!
এমন সজহ সরল বোঝাপোড়ায় জীবন কাটুক।

আচ্ছা ১৮১৯ সাল কি?

আরো একাট জুটি আছে যারা এই ব্লগ থেকে...... জীবনসঙ্গী হয়েছে।
বলতে পারবেন?

২০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৯

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ, ১৮১৯ কথাটা ফান করে লিখেছি, আসলে উনি বোঝাতে চেয়েছিল আমার বলা অনেক অনেক দিন আগের কথা সে স্মরণ রেখেছে। আর কোন ব্লগার জুটি আছে আমার জানা নেই। আপনার জানা থাকলে অবশ্যই জানাবেন, জেনে ভালো লাগবে।

৯| ১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:২২

শেরজা তপন বলেছেন: এত লজ্জার কি আছে? এটা তো মহা আনন্দের খবর যে, আমাদের প্রানপ্রিয় এই ব্লগের কাউকে আপনার জীবনসঙ্গী করেছেন।
পঞ্চম বিবাহ বার্ষিকীর শুভেচ্ছে।

২০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৯

সামিয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই

১০| ১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:০৯

ঠাকুরমাহমুদ বলেছেন:



সর্বনাশ! ছেলে ধরা আছে জনতাম। ব্লগার ধরা আছে জানা ছিলো না। ভয়ংকর বিষয়! - সুদর্শন পুরুষ ব্লগারগণ সাবধান। সাবধান হয়ে যান। নয়তো পাঁচ বছর পর জানতে পারবো শাদি মোবারক শুভ হয়ে গিয়েছে। - মজা করেছি।




২০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:১১

সামিয়া বলেছেন: হাহাহা সুদর্শন ব্লগাররা সুন্দরী মেয়েদের পিছনে ঘুরে পায় না কুল!!! বরঞ্চ সুন্দরী ব্লগারদের সাবধান থাকা উচিত।

১১| ১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:৩৪

জ্যাক স্মিথ বলেছেন: স্বামী স্ত্রী দুজনেই ব্লগার ওয়াও!! এতো মহা খুশির সংবাদ। :D আমার মনে হয় আপনারাই এই ব্লগের প্রথম এবং একমাত্র জুটি।

আপনাদের সংসার জীবন সুখময় হউক পঞ্চম বার্ষিকীতে এ প্রত্যাশাই রাখছি।

২০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:১১

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ডিয়ার জ্যাক

১২| ১৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:০২

নতুন বলেছেন: বিবাহবার্ষিকীর শুভেচ্ছা, ভালোবাসার মানুষদের নিয়ে জীবনের সময় কাটানোর চেয়ে সুখের কিছু নাই।

২০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:১২

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ,

১৩| ১৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৩

জাহিদ অনিক বলেছেন: ওয়াও! মনে হয় যেন এই সেদিনের কথা --
দেখতে দেখতে পাঁচ বছর হয়ে গেলো। আপু, তোমাদের জুটিটা আসলেই দারুণ হয়েছে। সেই সময়ে সেই ব্লগারভাইয়ার কি যে বুক দুরু দুরু ছিল।। উফ! সাচ্চি বাত!

পঞ্চম বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা সামিয়া আপু আর ব্লগার ভাইয়াকে।
ওনাকে অনেকদিন ব্লগে দেখা যায় না-- ভাইজান কে একটু বলবেন ব্লগে আসতে মাঝেমাঝে। আমি আমার পোষ্টে একটা করে মন্তব্য কম পাচ্ছি B-)

সানামনিকে আদর রইলো আপু। সেও একদিন ব্লগে এসে এই পোষ্টে নিজের নিক দিয়ে মন্তব্য করে যাবে অপেক্ষা করছি।

২০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:১৭

সামিয়া বলেছেন: তুমি মনিরা আপু সায়মা তোমরা যে কত কাছে সে সময় ছিলে তার! বলতে গেলে তোমরাই তো এই ষড়যন্ত্রের আসল নায়ক

২০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩৭

সামিয়া বলেছেন: অনিক তুমি বাসায় বেড়াতে এসো, তুমি তো আমার পারিবারিক ভাই, তোমার ভাই সময় পায়না অনলাইনে আসার, আমি বলব তাকে অনলাইনে আসার জন্য, হ্যাঁ সানাবাবু দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল কদিন পর সেও ব্লগিং করবে ইনশাল্লাহ ,ভালো থেকো, দোয়া করো।

১৪| ১৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অভিনন্দন। ভাইয়াকে বলবেন মাঝে মাঝে কবিতা পোস্ট দিতে। আপনারা দুজনিই অনিয়মিত হয়ে গেছেন ব্লগে। বাবুটা কেমন আছে ? অনেক আদর রইল তার জন্য।

২০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩৮

সামিয়া বলেছেন: আচ্ছা বলবো আপনার ভাইয়া কে, বাবু আলহামদুলিল্লাহ ভালো আছে, অনেক অনেক ধন্যবাদ।

১৫| ১৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:১৯

মোহামমদ কামরুজজামান বলেছেন: সং ;) ষার নামক কারাগারে জেলার ও কয়েদিকে (বোন সামিয়া ও তাহার স্বামী :P ই মোর ভাইজান ) তাদের পঞ্চ বার্ষিকী উপলক্ষে রইলো কাকর-বালি মেশানো শুকনা রুটির সাথে ডায়রিয়ার :(( মত ডালের পানির শুভেচছা।

দোয়া ও চাওয়া রইলো আমৃত্যু এই কারাগারে যেন একসাথে থাকতে পারেন মশার কামড়-দ্রব্যমূল্য-মান-অভিমান-জ্যাম-ঘাম সহ সকল প্রতিকূলতাকে পাশ কাটিয়ে।

জানবার মুনচায় :(( - ভাইডি (আসামী) কোন জন?

অফটপিক- পুরোটাই মজা হিসাবে বলা।রাগ ন করি।

২০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৮

সামিয়া বলেছেন: হাহাহা না না রাগ কেন করবো, মজার ছিল মন্তব্য টি, ধন্যবাদ ভাই।

১৬| ১৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৮

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন। সুস্থ থাকুন। জীবন হোক আনন্দময়।

২০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৯

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

১৭| ১৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৮

মোস্তফা সোহেল বলেছেন: ফোন নাম্বার আমারও মনে থাকে না ।
ভাইয়াকে বলবেন সামুতে যেন মাঝে মাঝে লেখেন।

২০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫০

সামিয়া বলেছেন: আচ্ছা তাই! মোবাইল নাম্বার মনে রাখা নিয়ে আমার একটা ব্যক্তিগত কুসংস্কার আছে। আচ্ছা আপনার ভাইয়া কে বলো। ধন্যবাদ ভাই।

১৮| ২০ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:২৫

জাহিদ অনিক বলেছেন: লেখক বলেছেন: অনিক তুমি বাসায় বেড়াতে এসো, তুমি তো আমার পারিবারিক ভাই, তোমার ভাই সময় পায়না অনলাইনে আসার, আমি বলব তাকে অনলাইনে আসার জন্য, হ্যাঁ সানাবাবু দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল কদিন পর সেও ব্লগিং করবে ইনশাল্লাহ ,ভালো থেকো, দোয়া করো।

হ্যাঁ নিশ্চয়ই আপু, দোয়া সবসময়েই থাকে।
ওকে, একদিন ব্লগার ভাইয়াকে ধরে চলে আসব বাসায়। :)

থ্যাংকিউ আপু।

২৮ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪০

সামিয়া বলেছেন: আচ্ছা ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.