নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

এক গ্লাস চা ও কবিতা

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:১২


ছবিঃ আজ বিকেলে তুলেছি,

কবিতাঃ এক

স্বপ্নরা মাথায় ঘোরে না আর

শীত যায় যায় এমন বিকেলে
সোনালী আলো রোদের
গাছের পাতায় পাতায়;
লোকজনের ব্যস্ত আসা যাওয়া
পথেঘাটে।
বাচ্চাদের ছোটাছুটি
ক্রিকেট;ব্যাটমিনটন; ফুটবল সহকারে।


কত কিছু খেলতাম শৈশব বেলায়
মনেহয় কয়েক মুহূর্ত আগেও তো
ছোট ছিলাম।
এখন তবে এত দায়িত্ব কবে এলো দুই কাঁধে!
কত রকম অসুখ সারাক্ষন।

ভালমন্দের মাঝামাঝি ঝুলন্ত জীবন,
এখন স্বপ্নেরা মাথায় ঘোরে না আর
শুধু বাঁচতে হবে এই এক শপদ
প্রত্যেকদিন।

কবিতাঃদুই

তুমি আসলে কখনো ছিলে না

তোমাকে চাইতে চাইতে জীবনের
কোটি কোটি মূহুর্ত হারালাম।
সুখ স্বপ্ন বিসর্জন দিলাম।
খাওয়া দাওয়া ঘুম ও নির্ঝঞ্ঝাট দিন রাত্রি হারালাম।
আপনজন হারালাম, শান্তি হারালাম,বয়স হারালাম।
রূপ রং হাসি আনন্দ স্বাভাবিক জীবন
সমস্তটাই হারালাম।

তুমি রাজনৈতিক নেতাদের মতন
বক্তব্য দিলে আমি আছি আমি আছি;
আমি সেই বক্তব্য
পদ্মা মেঘনা যমুনার জলে
বিসর্জন দিতে চাই।
তুমি আসলে কখনো ছিলে না
কোথাও নাই কোথাও নাই।


কবিতাঃতিন

নিজের অভিবাসন

আমার জীবনে কিছু নেই
স্বজনহীন বন্ধুহীন নিঃসঙ্গতা ছাড়া
শিশির ভেজা একমুঠো শিউলি ফুল ছাড়া
আমার জীবনে আর কি আছে!

একটা গাছ কিনবো বলে
সুদীর্ঘ বছর হারাই
মায়ের কাছে যাবো ভেবে
আশায় কাটে কয়েক যুগ
তীর্থের কাকের মতন
তাকিয়ে থাকি আকাশ পানে।
আমার জীবনে আর
নতুন কিছু হলো না ।

শিশুদের দৌড়াদৌড়ি খেলাধুলা
আমার ভালো লাগে,
আমারো অবুঝ শিশু হতে ইচ্ছে করে
যে রকম অবুঝ ছিলাম
মুখোশের আড়ালের
সকল মানব কূলকে
ভালোবেসে; ভালো চেয়ে।

বট বৃক্ষের
শীতল ছায়ায় নির্লিপ্ত নদী
ধীরে বয়ে যায়,
এ পাড়ে কেউ নেই;
ও পাড়ে সব আমোদ প্রমোদ উৎসব।

আমি কাউকে দোষ দেই না
এ জীবন আমার;
এই সোনালী বিকেল আমার;
এই আবেগ ভরা কষ্ট আমার।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:২৭

এম ডি মুসা বলেছেন: তিনটি কবিতা প্রথমটি আমার কাছে সেরা লাগছে তবুও তিনটি পড়লাম ভালো লাগছে আপু।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:০৩

সামিয়া বলেছেন: ধন্যবাদ ভাই ❤️

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৩৮

করুণাধারা বলেছেন: কবিতার কথাগুলো হৃদয় ফেড়ে বের হয়ে এসেছে! +++

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:০৪

সামিয়া বলেছেন: ধন্যবাদ আপু, প্লাসে অনুপ্রাণিত হয়েছি।।

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:২০

নয়ন বড়ুয়া বলেছেন: যদিও আমার এই কথা বলার অধিকার নাই...
তবুও জিজ্ঞেস করলাম, একসাথে তিনটা কেন কবি?
নিশ্চয় এর মধ্যে বিশেষ কোন কারণ আছে!
কেননা, তিনটা তিন রকমের কবিতা...
সুন্দর কবিতা...

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:০৮

সামিয়া বলেছেন: তেমন কোন কারন নেই, ব্লগে এসে দেখলাম, এম ডি মুসা আমার পুরানো একটা কবিতায় মন্তব্য করেছে, সে কারনেই কবিতা পোষ্ট করেছি আসলে, আর তিন রকম কবিতা হবার কারন এগুলো অন্য এক কবিতার সাইট থেকে নিয়েছি, নিয়মিত কবিতা লেখা হয় সেখানে আমার। ধন্যবাদ, ভালো থাকুন।

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:২৬

আহমেদ জী এস বলেছেন: সামিয়া,



এক গ্লাস চা যেমন কয়েক চুমুকেই ফুরিয়ে যায়, জীবনটাও তেমনি টানতে টানতেই ফুরিয়ে যায়! ঝুলন্ত জীবনটাও একদিন টুপ করে খসে পড়ে।

কেউ থাকেনা কোথাও। সুখ-স্বপ্ন, নির্ঝঞ্ঝাট দিনরাত্রি, বয়স কেড়ে নিয়ে কেউ না কেউ বিবাগী হাওয়া হয়ে যায় শুধু!

দিন শেষে মানুষ একা। শুধু বটের ছায়া, নদীর জল, সোনালী বিকেল তার সঙ্গী থেকে যায়!

ভালো লিখেছেন।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:১৪

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন।

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৪:৪৪

মিরোরডডল বলেছেন:




আমি কাউকে দোষ দেই না
এ জীবন আমার;
এই সোনালী বিকেল আমার;
এই আবেগ ভরা কষ্ট আমার।


কবিতায় ভালোলাগা সামিয়া।

শিরোনাম মজার হয়েছে, এক কাপ না, এক গ্লাস চা।
এই চা এরকম স্বচ্ছ গ্লাসে ভালো লাগে :)


১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:১৪

সামিয়া বলেছেন: হুম হুম হুম
অনেক ধন্যবাদ ডিয়ার

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৮

নিবারণ বলেছেন: তিন নাম্বার কবিতাখান ভাল্লাগছে। লিখতে থাকেন আমরাও পড়বার থাকি।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:১৫

সামিয়া বলেছেন: আচ্ছা আচ্ছা :) ধন্যবাদ

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৮

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:১৫

সামিয়া বলেছেন: আচ্ছা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.