নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

জেগে আছো কি

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৪:৫২


ছবিঃ গুগল

সাকুলেণ্ট গুলোর গরমের মধ্যে বাস করতে করতে
প্রত্যেকদিন শীতের স্বপ্ন;
আরেকটা শীতের দিন না আসা পর্যন্ত
টবের পানি শুকায় শুধু শুধু
চোখ ছল ছল সুখে থাকো ভালো থাকো সব,
এ জীবন মায়াজাল।

এই ষড় ঋতুর দেশে শূন্য ডিগ্রি তাপমাত্রা
কখনো কি হবে না?
এক সাথে শত শত জোসনা দেখতে কেমন?
উত্তর দক্ষিন পূর্ব পশ্চিম
পূর্ণিমা অমাবস্যা
জোয়ার ভাটার টান ব্যাপারটা?

কখনো কি স্বাধীন পাখির মত মুক্ত উড়তে পারে মানুষ?
কখনো কি জানতে পারে তারা
তাদের জীবন মানেই একেকটা কারাগার?
টিকটিক টিকটিক ঘড়ির কাঁটায়
চলতে থাকা বয়স!
জানালা দিয়ে রোদ আসে ভেতরে
ভারী পর্দার আবরনে ঢাকা ইচ্ছে গুলো।

মানুষ প্রকৃতি থেকে কোথায় পালাবে
সব চেষ্টা ব্যর্থ একেকটি জীবনের অন্তিমে।
তবু প্রকৃতি না ভালবাসা ইট কাঠ পাথরের দেয়াল
অদ্ভুত মরীচিকায় আক্রান্ত স্বপ্নিল আকাশ।
নিশ্চুপ রাত শুধু কথা বলে একা।
দেয়ালে দেয়ালে সাদা রঙ
সাদা রঙ দেয়ালের ওপাশে
আচ্ছা তুমি
জেগে আছো কি?

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৮:০৬

মায়াস্পর্শ বলেছেন: অন্যরকম সুন্দর। হয়ত জেগে থাকে।
ভালো লেগেছে অনেক পড়তে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৩

সামিয়া বলেছেন: থ্যাংক ইউ সো মাচ ডিয়ার

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:০৩

এম ডি মুসা বলেছেন: বহুদিন পরে কবিতার পাতায় পড়েছি চুপচাপ নিরবতায়। ফালগুণে পাতা ঝরা দিনেে
নিজেকে আরেকবার নেন না চিনে। শাড়ির আঁচলে হৃদয়ের তালে
নতুন পৃথিবীর অভিমুকে নেমে যাই চলেন দলে দলে।



কখনো কি স্বাধীন পাখির মত মুক্ত উড়তে পারে মানুষ? কখনো কি জানতে পারে তারা তাদের জীবন মানেই একেকটা কারাগার আপনার কবিতা গভীর হৃদয়ে জাগা দেয়।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৪

সামিয়া বলেছেন: ভালো লেগেছে কবিতার পঙক্তিগুলো, অনেক ধন্যবাদ।

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:০৫

এম ডি মুসা বলেছেন: বানান ভুল হয়েছে কমেন্ট এই জন্য দুঃখিত।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৫

সামিয়া বলেছেন: ইটস ওকে টাইপ মিস্টেক তো হতেই পারে

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৪৬

শায়মা বলেছেন: আপুনি

অনেক সুন্দর শান্ত শীতল একখানা কবিতা! :)

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৭

সামিয়া বলেছেন: এটা কোন কবিতা হলো!!! ;) অনেক দিন পর কথা, দোয়া ও ভালোবাসা রইলো।

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫৭

জ্যাক স্মিথ বলেছেন: রাত জাগা ভালো না, তবে কবিতা ভালো হয়েছে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৮

সামিয়া বলেছেন: আর রাত জাগলে এলোমেলো চিন্তা মাথায় ভর করে, অনেক ধন্যবাদ।

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৭

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৮

সামিয়া বলেছেন: তাই! ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.