নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মোস্তাফিজুর ভালোবাসি গদ্য পড়তে এবং তাত্বিক আলোচনায় অংশগ্রহণ করতে।

আমি অমানবিক

আমি মোস্তাফিজুর ভালো বাসী গদ্য পড়তে

আমি অমানবিক › বিস্তারিত পোস্টঃ

LGBT কি সমাজের পক্ষে ক্ষতিকর?

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৬

রাষ্ট্র যন্ত্রের অত্যাচার এ মানুষ যখন বিপর্যস্ত হয়ে যায় তখন রাষ্ট্রের সমাজ জীবনে নেমে আসে চরম আধ:পতন। বর্তমান পোস্ট ট্রুথ যুগে কোন কিছুই যে অসম্ভব নয় তা বর্তমান সমাজে ব্যবস্থার দেখে একটু চোখ খুলে তাকালেই তা পরিস্কার হয়ে যাবে। পোস্ট ট্রুথ এর একটি বিশেষ বৈশিষ্ট্য হল যে কোন মিথ্যা কে জোর করে বলুন ,দেখবন আস্তে আস্তে জনগন সেটাকেই সত্য হিসাবে মেনে নিতে শুরু করেছে।আমি আজকে যে বিষয়ে লিখযে বসেছি সেই বিষয়ে একটি কথা বলে দি, যারা ডারউইনের তত্ব কথায় বিশ্বাস করেন তাদের কাছে হয়ত বা এই বিষয় টা আহামরি কিছুই নয়, কারন তারা আজও সুন্দরবনের জঙ্গলে অর্ধেক বানর রূপী মানুষের খোঁজ করেন। সম্প্রতি ভারতবর্ষের সুপ্রিম কোর্ট LGBT দের নিয়ে রায়ে জানিয়েছে সেই দেশ এখন LGBT দের জন্য আর কোন সমস্যা থাকলো না। ভারতীয় সংবিধানের 377 নং ধরা অনুসারে সমকামিতা দণ্ডনীয় অপরাধ ছিল। এই বিষয়ে শুধু ভারতবর্ষ নয় এর আগে 27 টি দেশে এল জি বি টি দের অধিকার দিয়েছে। কিন্তু প্রশ্ন উঠতে পারে এল জি বি টি কি সমাজের পক্ষে ক্ষতিকর? হয়তবা তথাকথিত ধর্ম নিরপেক্ষ রা বলবেন এ ক্ষেত্রে নৈতিকতার অবনমন হয়না সুতরাং সমাজের পক্ষে তা ক্ষতিকর নয়। কিন্তু আমরা যদি একটু সচেতন মন নিয়ে ভাবি তাহলে বুঝতে পারব এল জি বি টি ইস্যু কত মারাত্মক আকার ধারন করতে পারে সমাজের পক্ষে। এই এল জি বি টি সমস্যা দেশকে দুর্ভিক্ষে দিকে ঠেলে দেবে, অর্থনৈতিক ব্যবস্থা ধংস হয়ে যাবে রোগের প্রকোপ বাড়বে। এবং পরবর্তীতে এটাই দেখা দিতে পারে ব্যাড রিলিজয়ন টু ব্যাড গভর্নমেন্ট হিসাবে।

তথাকথিত সভ্য সমাজের দাবিদার আমেরিকার দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা বুঝতে পারব এই সমস্যা আস্তে আস্তে কত প্রকট আকার ধারন করেছে। আমেরিকার 2% মানুষ এই সমস্যা তে আক্রান্ত এবং দেশের 61% এইডস রোগী এদের অন্তর্ভুক্ত। ইংল্যান্ডের অবস্থা ও একই রকম দেশের 25% এইডস রোগী এল জি বি টি দের অন্তর্ভুক্ত।এবং আমেরিকা সরকারের রিপোর্ট এ বলা হয়েছে এরা শুধু নিজের জীবন শৈলীতেই প্রকোপ ফেলছে তা নয় এর সমাজ ব্যবস্থা কেও ধংস করছে।এইডস রোগে আক্রান্ত 40000 মানুষের জন্য আমেরিকা কে প্রতিবছর 12.1 বিলিয়ন ডলার খরচ করতে হয়, কানাডা প্রতিবছর খরচের পরিমান 1.2 বিলিয়ন ডলার।কিন্তু ভারতের মতো উন্নয়ন শীল দেশের পক্ষে কি এই ব্যয় ভার বহন করা সম্ভব? এই ব্যয় ভার বহন করতে গিয়ে ভারবর্ষকে আবার হয়তো বা finacial drain এর সম্মুখীন হতে হবে।এই এল জি বি টি সমস্যা সমাজে সবচেয়ে ক্ষতিকর প্রভাব ফেলবে বিবাহ ব্যবস্থার উপর। এবং পরবর্তীতে সমাজের কাঠামো যে কুঠারাঘাত করবে। কারন এই বিবাহ ব্যবস্থা সমাজের মধ্যে ভারসাম্য বজায় রেখে ছে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: হ্যা। প্রায় প্রতিটি ধর্মই সমকামিতার বিপক্ষে।
সমকামিতার ফলে সামাজিক সিস্টেম্যাটিক কোড ব্রেক করার সম্ভাবনা বাড়বে। & সমস্যাদি বাড়বে।

ব্লগে লিখালিখির পাশাপাশি মন্তব্য প্রতিমন্তব্য করার চেষ্টা করুন। তাড়াতাড়ি সেফ হতে পারবেন। শুভ কামনা।

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৫

আমি অমানবিক বলেছেন: ধন্যবাদ কমেন্ট করার জন্য

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৭

সনেট কবি বলেছেন: শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.