নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মোস্তাফিজুর ভালোবাসি গদ্য পড়তে এবং তাত্বিক আলোচনায় অংশগ্রহণ করতে।

আমি অমানবিক

আমি মোস্তাফিজুর ভালো বাসী গদ্য পড়তে

আমি অমানবিক › বিস্তারিত পোস্টঃ

এটাই কি শত্রুতা!!

২০ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৪৩

আমি একটু হট মেজাজি মাথা গরম টাইপের মানুষ। কিন্তু মানুষ কে বিপদে পড়লে যে কোন সময় সাধমত সাহায্য করার চেষ্টা করি। কিন্তু লক্ষ্য করেছি যখন নিজে বিপদে পরি খুব অল্প সংখ্যাক মানুষই পাশে এসে দাঁড়ায়। আমি ক্লাস ওয়ানের অ আ ক খ থেকেই মামা বাড়িতে থাকি এবং সেখান থেকেই পড়াশোনার হাত খড়ি। আমাদের নিজস্ব বাড়ি যে এলাকায় বাড়ি সে এলাকা খুবই অনুন্নত এবং শিক্ষার উপযুক্ত কা কাঠামো খুব একটা গড়ে ওঠেনি। তাই পঞ্চমশ্রেণীতে পড়লেই আপনাকে 5/7 কিমি দূরে কোন স্কুলে ভর্তি হতে হবে এবং হয় পায়ে হেঁটে নয়তো সাইকেল চড়ে আপনাকে স্কুলে পৌঁছাতে হবে। স্বভাবতই এলাকায় শিক্ষিত মানুষের সংখ্যা নগন্য। এলাকার মানুষের আর্থিক অবস্থায় খুব একটা ভালো না স্বভাবত শিক্ষার আলো থেকে দূরে সরিয়ে কখনো বা মুঠে মজুর বা দুটো খাবার আশায় ফাইফরমাশ খাটতে হয়। সেই কারণেই আমি ছেলে বেলা থেকেই মামার বাড়ি থেকে পড়াশোনা করি। আমার বন্ধু বান্ধব সব কিছুই গড়ে উঠেছে এই মামাবাড়ি কেন্দ্রিক। স্কুল জীবনে আমার কিছু বন্ধু বান্ধবের সাথে সাক্ষাৎ বিশেষত 12 ক্লাসের কিছু বন্ধুর।তাদের সংস্পর্শে এসেই আমি একটি বিশেষ রাজনৈতিক দলের সংস্পর্শে আসি এবং দলটির ব্লকস্তরের ভালো জায়গায় পৌঁছেও যায় এর পর আমি উচ্চশিক্ষার জন্য আলীগড় এ ইংরেজী সাহিত্য নিয়ে ভর্তি হয় এবং ধীরে ধীরে দলটির সাথে সংস্পর্শ কাটতেও শুরু করে। শুধু তাই নয় যাদের সংস্পর্শে দলে এসেছিলাম তারাও দূরে সরতে থাকে


গত কয়েকদিন আগে আমার 2 বছরের ফুটফুটে মামাতো বোন একসিডেন্ট
হয়ে মারা যায়। কিন্তু সেই বন্ধু গুলি আমার বাড়ির সামনে দিয়ে ঘোরাঘুরি করলেও মাটি দিতে আসার নৌবাত পাই নি। কিন্তু তার মা যখন অসুস্থ ছিল তখন আমি সুদূর কলকাতা থেকে বাড়ি পৌঁছে দিয়েছিলাম। তার মা এর অবস্থা খুব খারাপ ছিলতথাপি আমি যাওয়ার জন্য দ্বিধাবোধ করিনি। কিন্তু আমাদের বাড়িতে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল সমবেদনা জানানোর একটা শব্দ পর্যন্ত খুঁজে পেল না। এটাই কি শত্রুতা!!

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৫২

সাড়ে চুয়াত্তর বলেছেন: এর সমাধান হল মানুষের কাছে বেশী কিছু আশা করবেন না। তাহলে কষ্ট পাবেন না।

২০ শে জুলাই, ২০২০ বিকাল ৪:০৭

আমি অমানবিক বলেছেন: হ্যাঁ, সেটাই মানুষের কাছ থেকে কোন কিছু আশা করা উচিত না।

২| ২০ শে জুলাই, ২০২০ বিকাল ৪:০৭

রাজীব নুর বলেছেন: প্রচন্ড দুঃখজনক।

২০ শে জুলাই, ২০২০ বিকাল ৪:০৮

আমি অমানবিক বলেছেন: বোনটির মৃত্যু কত টা যন্ত্রণাদায়ক ব্লগে ভাষায় ব্যক্ত করার মতো শব্দ আমার কাছে নেই।

৩| ২০ শে জুলাই, ২০২০ রাত ৯:১০

নেওয়াজ আলি বলেছেন: বিপদে আসল নকল বন্ধুর পরিচয় । শুভ কামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.