নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মোস্তাফিজুর ভালোবাসি গদ্য পড়তে এবং তাত্বিক আলোচনায় অংশগ্রহণ করতে।

আমি অমানবিক

আমি মোস্তাফিজুর ভালো বাসী গদ্য পড়তে

আমি অমানবিক › বিস্তারিত পোস্টঃ

সত্যি মানুষ বড়োই স্বার্থপর

২০ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৩৫

পুরো পৃথিবীটাই স্বার্থের। সবাই শুধু নিজের স্বার্থে মানুষ কে ব্যবহার করতে জানে। তার ব্যবহার শেষ হয়ে গেলে তোমায় ছুঁড়ে ফেলে দিতে তোমায় কিঞ্চিৎ দ্বিধাবোধ করবে না। যে জাতি স্বার্থহীন হতে শেখেনি সে জাতি পতন অনিবার্য। আজকের সমাজের দিকে যদি তুমি তাকাও তাহলে তুমি দেখতে পাবে সমাজে এমন মানূষের অভাব নেই যারা মুখের সামনে একরকম কথা বলে আর আপনার পেছনে গিয়ে একরকম কথা বলে। আরো এক শ্রেণীর মানুষ আছে যারা আপনাকে এমন ভাব দেখাবে যে আপনি যেন তার আপনজন কিন্তু কোন বিপদে পড়লে আপনি তার টিকিটিও দেখা পাবেন না। সে তখন ডুমুরে ফুলেম মতো কখন গৌৰ হয়ে যাবে কিঞ্চিৎও বুঝতে পারবেন না।

এরকম আমার সাথে হরহামেশাই ঘটে। আমায় বিপদে কোন মানুষ সাহায্য চাইলে সব সময় চেষ্টা নিজের সবচাইতে বেস্ট টা দেওয়ার। কিন্তু আমার কিছু বন্ধুজন আছে যারা সত্যিকারের বিপদের সময়েও তারা মানুষের পাশে থাকতে জানে না। তারা শুধু নিতে জানে দিতে জানে না।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:২১

চাঁদগাজী বলেছেন:



আপনি কাদের সাথে চলছেন, মিলিয়ে দেখবেন।

২| ২০ শে জুলাই, ২০২০ রাত ৮:২৫

রাজীব নুর বলেছেন: দুনিয়াতে দুই শ্রেনীর মানুষ আছে। ভালো আর খারাপ।

৩| ২০ শে জুলাই, ২০২০ রাত ৯:২৯

নেওয়াজ আলি বলেছেন: হতাশায় পড়া ভালো না

৪| ২০ শে জুলাই, ২০২০ রাত ১০:৪৩

কানিজ রিনা বলেছেন: কারো জন্য কিছু করতে পাড়া অনেক সুখ
আনন্দ,তারপর ভাবুন আরও অনেক করার
ছিল কিন্তু পারলাম কই। দেখবেন আপনার
ভাবনার সাথে সুখ মনে হবে।
আমার একই ভাবনা কি দিতে পেরেছি, অল্প
কিছু আরও বেশী দিতে পারলে আমি নিজে
অনেক খুশি হতাম। কিন্তু জীবনের বেলা গরে
যাচ্ছে আর কিছুই পারলাম না। দুবেলা দুমুঠো
খাওয়া বেঁচে থাকার জন্য, ছোট কালের মত
খেলার শিশু পুতুল নিয়ে ব্যাস্ত থাকি এর থেকে
বেশী কিছু আশা করি নাই।
জানিনা আপনি কত কষ্টে এমন লিখেছেন,
ভাল থাকুন। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.