নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উল্টো পথিক

সয়ূজ

আমি কী তাই যা আমি হতে চেয়েছি? আমি কী তাই যা আমি হতে পেরেছি?

সয়ূজ › বিস্তারিত পোস্টঃ

বিবাহিত কালিদাস, অবিবাহিত আমি

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১৯

কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ের এক আঁতেল টাইপ ছোট ভাইয়ের সাথে ফেইসবুক সংলাপ :
- ভাই, আজকের প্রথম আলো পড়সেন?
- আমি প্রথম আলো পড়িনা। ‘প্রথম আলু’ পড়ি। (প্রমাণ হিসেবে তাকে প্রথম আলু’র ওয়েবসাইটের লিংক পাঠালাম)
- (হাসি মুখের ইমোজি। আমি শতভাগ নিশ্চিত মনে মনে আমার চৌদ্দগুষ্টি উদ্ধার করছে) হা হা হা। রস-আলো আজ বিয়া নিয়া আইটেম করসে। হেব্বি হেইসে।
- (হারামজাদা, প্রথম আলো___দিলেও তোদের হেব্বি লাগবে) তাই নাকি?
- হ ভাই। সেই মগা (moga)
- (সাধে কি আর ডিপার্টমেন্টে তোরে মগা কইতাম) থাম্পস্ আপ সাইন।
- আপনি বিয়া করতাসেন কবে?
- করবোনা।
- ক্যান ভাই???
- ফ্রঁসোয়া-মারি আরুয়ে নিষেধ করসেন।
- এইডা আবার কে?
- (ঘুঘু এবার ফান্দে) কি কও মিঞা? হ্যারে চিনোনা? তোমাগো ফরাসি বিপ্লবের উৎসাহদাতারে চিনোনা?
- মনে পড়তাসেনা। ভুইল্লালাইসি মনে হয়।
- অঁ, ভলতেয়ার নামটা শুনসো? ভলতেয়ারের আসল নাম ফ্রঁসোয়া-মারি আরুয়ে।
- হেইডা কইলেই হয়। ( এবার সে মনে মনে ফরাসি ভাষায় গালি দিচ্ছে আমি নিশ্চিত। ফরাসি ভাষার ওপর ৬ মাসের শর্ট-কোর্স করা পাবলিক) তা, উরু সাহেবে কি কইসে?
- ধুর মিঞা। উরু না আরুয়ে।
- হইলো তো রে ভাই। হ্যাতে কইলো টা কী?
- কি আবার? 'Marriage is the only adventure open to the timid'
- তো?
- পাগলা কুত্তায় কামড়াইসে আমারে, না? বিয়া কইরা ভীতু বইনা যাই আর কি!
- আপনে না ভাই! খালি মজা লন।
- (অবাক মুখের ডল)
- ভাই, বাসর রাতের বিড়াল মারার কাহিনী জানেন?
- ক্যান তোমাগো প্রথম আলো জানায় নাই?
- আরে আপনি জানেন কি না কন্?
- হঁ জানি। শুনবা?
- বলেন দেহি।
- বোকাচণ্ডী কালিদাসরে চিনো?
- আরে ভাই গল্পটা কন্ না।
- হুমম। কালিদাস ছিল চরম বোকা আর ভীতু। তো সেই বলদে ভাগ্যের ফেরে বিয়া করে দেশের রাজার কন্যারে। কালিদাসের ছিল Ailurophobia
- খাড়ান খাড়ান। কী ছিল?
- অ্যাইলুরোফোবিয়া। বিড়ালরে ডরাইতো খুব। বিড়াল দেখলেই প্যালপিটিশন উইঠা যাইতো তার। তো কালিদাসের বউয়ের আবার ছিল একটা পোষা বিড়াল। খুউব আদরের। বাসর রাতে কালিদাস যেই বউয়ের ঘোমটা তুলবো অমনি বিড়াল ম্যাঞ কইরা বিছানায়। কালিদাস লাফ দিয়া খাট থাইকা নাইম্মাই হাতের কাছে পাইলো দেয়ালে ঝোলানো তলোয়ার। বোকচন্দরে হেইটা দিয়াই দিল বিড়ালরে কোপ।
- কন কী? তারপর।
- বিড়াল খতম। আর বউয়েও তো ভয়ে আধমরা। ভাবে, কী হ্যাডম ওয়ালা জামাইরে বাবা। সামান্য ম্যাঞতেই বিড়াল মাইরা দিল। সেই থাইকাই এই বিড়াল মারা কাহিনী।
- ধুর আপনের খালি আজগুবি গল্প। পাইলেন কই এইটা?
- তোমাগো বাৎসায়ন মুনী বিয়া না কইরা আর জীবনেও কাম না কইরা যেইখানে কামশাস্ত্রের ফর্মুলা পাইলো সেইখানে।
- এইটা আবার কোন স্টোরি?
- অফ যাও মিঞা। আইজ আর না...

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৯

বিজন রয় বলেছেন: হা হা হা ভাল লিখেছেন।
++++++

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৯

সয়ূজ বলেছেন: ধন্যবাদ ভাই

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: :)

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৪

বাল্মিকী জেনার বলেছেন: বালা লিখছুইন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.