নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উল্টো পথিক

সয়ূজ

আমি কী তাই যা আমি হতে চেয়েছি? আমি কী তাই যা আমি হতে পেরেছি?

সয়ূজ › বিস্তারিত পোস্টঃ

মশার রাজ্যে তরুণীর প্রশ্নবাণ

০১ লা মার্চ, ২০১৬ রাত ১২:৩৩

জীবনটা প্রশ্নময়। বছর দেড়েক আগে এক নাছোড়বান্দা রমণী প্রশ্ন করেছিল, ‘তাকে আপনি কেন ভালবাসেন?’
- সে কথা তোমায় বলতে হবে কেন?
কেন’র বিনিময়ে কেন’র খেলা। তেঁতে উঠে সে।
- প্রশ্ন করেছি উত্তর দেবেন। আমার সাথে খেলার চেষ্টা করবেননা।
বড়ই বিপদ। খেলাধূলায় আমি বরাবরই পিছনের সারির। তার ওপর কোন রূপসীর সাথে খেলা করার প্রশ্নই আসেনা। হেরে যাওয়ার সমূহ সম্ভাবনা।
- এই রাত-বিরেতে তোমার সাথে খেলার কোন শখ নেই আমার। ঘুম পাইসে। শুভ রাত্রি।
- খবরদার। ফোন রাখবেননা। ফোন রাখলে খবর আছে। কথা ঘোরাবেননা। প্রশ্নের উত্তর দেন।
- কী প্রশ্ন?
- আবার! ওকে আপনি কেন ভালবাসেন?
বিপদ বাড়ছে। নৈব্যত্তিক প্রশ্ন সৃজনশীল হয়ে গেছে।
- ওকে না তাকে? তুমি কার কথা বলছো?
- ফাইজলামি করবেননা বললাম। কয়টা প্রেমিকা আপনার?
- হা হা হা। আমি যখন যার সাথে কথা বলি সেই আমার প্রেমিকা।
- আমি আপনার প্রেমিকা? (গলার স্বর জানান দিচ্ছে রাগের পারদ উর্ধ্বমুখি)
- ইচ্ছে আছে নাকি?
- এখনও এত দুর্দিন আসেনি আমার। আপনার মত...
বল আমার কোর্টে। প্রশ্নের লেজ ঘুরিয়ে দিয়েছি।
- তাহলে তো চুকেবুকেই গেল। আমার ভালোবাসাবাসি নিয়ে তোমার এত আগ্রহ কেন?
- আপনি হলেন মাগুর মাছের মত পিছলা। আপনাকে ধরতে হলে ছাই দিয়ে হাত গন্ধ করতে হয়। থাকেন আপনি আপনার মত। লাগবেনা আমার উত্তর।
কণ্ঠের হতাশায় এবার আর্দ্রভাব- প্লিজ বলেননা।
- কী বলবো?
- ঐ আপুকে কেন ভালোবসেন?
- ও মশারি পছন্দ করেনা বলে।
- মশারি?
- হুম। জানোনা বিয়ের পর মশারি টাঙানো নিয়েই দাম্পত্য কলহের শুরু হয়। আর এই কলহ-ই পরে বিবাদে রূপ নেয় আর বিবাদ থেকে সোজা বিচ্ছেদ।
রুপসী নিরুত্তর, নিশ্চুপ। তার দীর্ঘশ্বাসের সাথে শোনা যাচ্ছে ফোঁসফোঁস শব্দ। এবার প্রশ্ন সিলগালা করে দেবার পালা।
- আমারও মশারি পছন্দ না। কাজেই আমাদের মাঝে গ্যাঞ্জামের প্রশ্নও উঠবেনা। সুখী জীবন। ঘুম পাইসে। শুভরাত্রি।
ভাবিনি ওটাই হবে তার সাথে শেষ কথা। অন্তত গতকাল পর্যন্ত। দেড় বছর পর হঠাৎ সাক্ষাৎ ‘বাংলাদেশ মেডিকেল’র সামনে।
হাড় জিরজিরে এক তরুণি দাঁড়িয়ে আছে। তার ডান হাতে খুব সম্ভবত স্যালাইনের সূচের ক্ষত ঢাকতে লাগানো সাদা ব্যাণ্ডেজ।
জিজ্ঞাসু দৃষ্টিতে এগিয়ে যেতেই ঠোঁটে হাসি। তার পাশের যুবকটি ততক্ষণে সিএনজি অটোরিক্সা থামাতে কিছুটা সামনে এগিয়ে গেছে।
প্রশ্ন করতে হোলনা। তবুও ফিসফিসিয়ে তরুণীর উত্তর- মশারি ছাড়া থাকার অভ্যাস করতে গিয়েছিলাম। ঢাকার মশাগুলো খুব খারাপ... আপনার চেয়েও...

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৬ রাত ১:২৮

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: খুব ভাল লাগলো।

ভাল থাকবেন।

০১ লা মার্চ, ২০১৬ রাত ১:৫৪

সয়ূজ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.