নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উল্টো পথিক

সয়ূজ

আমি কী তাই যা আমি হতে চেয়েছি? আমি কী তাই যা আমি হতে পেরেছি?

সয়ূজ › বিস্তারিত পোস্টঃ

হায়রে খিচুড়ি, হায়রে প্রেম

০৮ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪৮

মাঝরাতে হঠাৎ খিদে পেলে পেটের মোচড়ের থেকে মাথার পোকাগুলোর যন্ত্রণা সামলাতেই বেশি হিমশিম খেতে হয়। ‘খিদে পেয়েছে’ এর চেয়ে খাবার না থাকার হাহাকারটাই পেট টা বেশি পোড়ায়।
এই যেমন এখন। খিচুড়ি খেতে বড্ড ইচ্ছে করছে। ঢাকার হোটেলগুলোর ভুনা খিচুড়ি নয়। ঘরে বানানো পাতিলের তলায় কিছুটা পোড়া লেগে যাওয়া খিচুড়ি। পানি বেশি হলো কি নরম হলো তাতে কিছু এসে যায়না। আগুন গরম ধোঁয়া ওঠা খিচুড়ির সাথে দু চামচ ঘি আর চারপাশ থেকে চিড়ে বেসনে ডুবিয়ে ডুবো তেলে ভাজা বোঁটা সহ ছোট্ট ছোট্ট আস্ত বেগুন।
এই খিচুড়ির জন্য মাঝে মাঝে আমার বেঁচে থাকতে বড় ইচ্ছা করে। মৃত্যুর পর খিচুড়ির ডেক পাবো কিনা এটা নিয়ে মাঝে মাঝে আমার মধ্যে বেশ টেনশন কাজ করে। মরণের পরেও যেন আমার খিচুড়ি ভাগ্য বহাল থাকে এ আশায় মাঝে মধ্যেই নাম না জানা ঈশ্বরের প্রতি আকুতি জানাই।
আমার খিচুড়ি প্রেম সেই ছোটবেলা থেকে। ব্যাচেলর জীবনে সে প্রেম আরও গাঢ় হয়েছে। আর অর্থসংকট এবং বুয়ার নিষ্ঠুরতা সে প্রেমকে দিয়েছে পরিণতি। আমি শুধু খিচুড়ি খেতেই পারিনা রান্নাটাও বোধহয় বেশ ভালোই পারি। নয়তো কি রাত-বিরেতে পুরানো প্রেমিকাদের কেউ ইনবক্সে খিচুড়ি রান্নায় সাহায্য চায়। আর তাকে খিচুড়ির আদ্যোপান্ত শেখাতে গিয়ে আমায় ভুগতে হচ্ছে খিদের যন্ত্রণায়।
হায়রে খিচুড়ি, হায়রে প্রেম...

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ১২:০২

মহা সমন্বয় বলেছেন: পুরাই লোল.. একটু আগে আমিও তে খিচুরী খেলাম। :D
আর আমার কাছে অন্তত পক্ষে পাঁচটা পদ্ধতি আছে খিচুরী রান্নার।

০৯ ই মার্চ, ২০১৬ রাত ৩:২৩

সয়ূজ বলেছেন: আমি ভাই একটাই জানি। শেখাবেন আশা করি।

২| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ২:৫৭

ফেরদৌসা রুহী বলেছেন: এটা কি আপনার রান্না খিচুড়ি :)

০৯ ই মার্চ, ২০১৬ রাত ৩:২৩

সয়ূজ বলেছেন: জ্বি

৩| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৩৮

বিজন রয় বলেছেন: খান বেশি করে খান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.