নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উল্টো পথিক

সয়ূজ

আমি কী তাই যা আমি হতে চেয়েছি? আমি কী তাই যা আমি হতে পেরেছি?

সয়ূজ › বিস্তারিত পোস্টঃ

টাইগারদের জিহাদ!

৩১ শে মার্চ, ২০১৬ রাত ২:০৬

খুব ছোটবেলার একটা গল্প বলি। বিশ্বাসের জমিনে তখনো ভাঙ্গন ধরেনি। প্রতি শুক্রবারে বাবার সাথে উৎসবের আমেজে মসজিদে যেতাম জুম্মার নামায পড়তে। সাথে থাকতো কিশোর বয়সী চাচাতো ভাইয়েরা। পুরো রাস্তাজুড়ে খুনসুটি চলতো ভাইদের সাথে।
মসজিদের ভেতরে বড়দের কাতারে ছোটদের দাঁড়ানো নিষেধ ছিলো তাই নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও বাবাকে ছেড়ে ভাইদের সাথে পিছনের কাতারে গিয়ে দাঁড়াতে হোত।
বয়সের কারণেই হয়তোবা রাস্তার দুষ্টুমি রাস্তায় ফেলে এলেও ছেলে ছোকড়ার ফিসফিসানি বন্ধ হোতনা। সেই সাথে উঠতো হাসির দমক। আর তখনই আবির্ভাব ঘটতো টাইগারের।
এই টাইগার হলো এক মধ্যবয়সী মুদিদোকানি। মসজিদের ভেতর যার ত্রাসে কেঁচো হয়ে থাকতে হোত ছোটদের। সামান্য কথা কিংবা হাসির শব্দ কানে এলেই হলো। বাঘের মত টাইগার সাহেব ঝাঁপিয়ে পড়তেন ছোটদের ওপর। কানমলা বা বকুনি তো ছিলই চড় কিল থাপড় কোনটাই বাদ যেতনা। এ কারণেই তার পিতৃপ্রদত্ত নামটা বদলে হয়ে যায় টাইগার।
টাইগার সাহেবের ছিল ৩টি ছেলে এবং তারা যথারীতি তাদের বাবার নাম উজ্জ্বল করেছিল। তারা প্রত্যেকেই ছিল এলাকার ত্রাস।
আমার ধর্মবিষয়ক জ্ঞান অত্যন্ত সীমিত। তবু যতদূর জানি নবীজি মোহাম্মদ (সাঃ) নামাজ পড়ার সময় তাঁর নাতিদের অনেক দুষ্টুমি সহ্য করেছেন। এমন উদাহরণ ধর্মে ভুড়ি ভুড়ি।
তবুও টাইগারেরা উদারতায় বিশ্বাসী নন। অবিশ্বাসীদের চাপাতির কোপে সংহার করাই তাদের জিহাদ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৯:০৩

বিজন রয় বলেছেন: অবিশ্বাসীদের চাপাতির কোপে সংহার করাই তাদের জিহাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.