নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উল্টো পথিক

সয়ূজ

আমি কী তাই যা আমি হতে চেয়েছি? আমি কী তাই যা আমি হতে পেরেছি?

সয়ূজ › বিস্তারিত পোস্টঃ

রাস্তার গল্প

০৭ ই মে, ২০১৬ রাত ৩:৩৫

ছবিটি (জনৈক তপু সাহার তোলা) অন্তর্জাল (ইন্টারনেট) থেকে সংগ্রহ করা। আমার সংগ্রহে থাকা এই রাস্তার ছবিগুলো হাপিশ হয়ে গেছে। তা ছবি নিজের বা পরের হোক রাস্তাটার ভয়ংকর সৌন্দর্য বোঝাতে তার কোন সমস্যা হবার কথা না।
আপাতদৃষ্টিতে রাস্তাটির গন্তব্য নেত্রকোণার বিরিশিরি সুসং দূর্গাপুরের শিবগঞ্জ থেকে ভারত সীমান্ত পর্যন্ত। পথে নেমে হারিয়ে যাবার উপায় থাকেনা। তাই আমাদেরও গন্তব্য সেদিন মিলেছিল রাস্তার সাথেই।
ব্যাটারিচালিত মেশিন রিকশায় চেপে আমরা ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজছি আর অদ্ভুত সৌন্দর্য দেখে আহা-উহু করছি।
মেঘ যেন সেদিন আমাদের বোঝাতে চাইছে বৃষ্টির চেয়ে সেও কম উপভোগ্য নয়। রিকশার গতি হঠাৎ শ্লথ হয়ে আসে। ফাঁকা রাস্তায় যেন ফুঁড়ে উঠেছে সাদা মানুষের ঝাঁক। ধক করে ওঠা বুকটার শঙ্কা সত্যি হয় স্বজনের কাঁধে বয়ে চলা কাফনে মোড়ানো মৃতদেহ দেখতে পেয়ে।
শোকার্ত শবযাত্রীদের পেরিয়ে একটু সামনেই মাঠের পাশে সদ্য খোঁড়া কবর আর পাশেই অলস অপেক্ষায় থাকা গোরখোদকেরা।
রাস্তা থেমে থাকেনা। আমরাও এগিয়ে যাই গন্তব্যপানে।
ঘণ্টাখানেক বাদে আবার সেই পথ। একপশলা ধুন্ধুমার বৃষ্টিতে ভেজা রাস্তা সূর্যের আলোয় মরিচীকার মত চিকচিক করছে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৬ রাত ৩:৪০

কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম
সুন্দর লেখনি।

২| ০৭ ই মে, ২০১৬ রাত ৩:৫৯

সচেতনহ্যাপী বলেছেন: সদ্য খোঁড়া কবর আর পাশেই অলস অপেক্ষায় থাকা গোরখোদকেরা। শেষ গন্তব্যের সাথী এরাই।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.