নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উল্টো পথিক

সয়ূজ

আমি কী তাই যা আমি হতে চেয়েছি? আমি কী তাই যা আমি হতে পেরেছি?

সয়ূজ › বিস্তারিত পোস্টঃ

লাল সময়!

১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৯

বিশ্ববিদ্যালয় জীবনের প্রথমবর্ষে সমাজতন্ত্রের পাঠ পড়ানো কমরেড আমাকে দেখে বেশ অবাক-ই হলেন। আমাকে দেখে নয়, বলা চলে আমার বেশভূষা দেখে।
যে আমি দু পায়ে দু রঙের স্পঞ্জের স্যান্ডেল পড়েও ক্লাস করেছি, তাকে স্যুটেড-বুটেড দেখা উনার জন্য যেন কালচারাল শক্।
- ভালো আছেন ভাই?
প্রশ্নের সাথে আমার বাড়িয়ে দেয়া হাত ধরতে তার অনীহা প্রবল। তবুও হাতটা মেলালেন।
-তুই এখানে? মানে এখান থেকে?
পেছনে হেডকোয়ার্টার্সের দিকে কমরেডের চোখ।
বিস্তারিত জানাতেই কমরেডের চোখে অন্য আগুন। শ্রেণিশত্রুকে কথার বাণে খতম করা বড়ভাই তেঁতে উঠেছেন।
-শেষ পর্যন্ত তুই-ও পুঁজিবাদের পোষা লাঠিয়াল বাহিনীতে?
হাসি ছাড়া কিছুই বলার থাকেনা। যে আদর্শ ভুল জেনে ছেড়ে এসেছি তার ঝান্ডাধারী কাউকে বোঝানো আমার কম্ম নয়।
-কী করছেন ভাই?
- আছি একটা এনজিওতে। মানুষের জন্যই কাজ করছি।
কমরেডের পরণে সেই একঘেঁয়ে পাজামা-পাঞ্জাবি। তবে চাদরের শানদার ভাঁজ তার আভিজাত্য জানিয়ে দিচ্ছে সাথে দামের আন্দাজটাও। পায়ের স্যান্ডেলটাও নির্ঘাত কোন নামী ইতালিয়ান ব্র্যান্ডের। হাতের ঘড়ি...
-চা খাবিতো?
সামনের ফুটপাতের টঙের দোকানের দিকে তার ইঙ্গিত। সুপিরিওরিটি কমপ্লেক্সে ভোগা কমরেড বিরুদ্ধমতের সবাইকেই শ্রেণিশত্রু ভাবেন। উনাকে প্রোটোকলের গল্প বলাই বৃথা। তাই সংক্ষেপেই বলি, ভাই এখানে নয়।
-বাহ্, বুর্জোয়া আচরণ দেখি তোকে এর মধ্যেই বেশ পেয়ে বসেছে। আমাদের সময় কিন্তু আসবেই। তখন তোরা পালাবার পথ পাবিনা।
আমি আবারও হাসি। হাসতে হাসতে-ই বলি, ভাই আপনার হাতঘড়ির দাম আমার পুরোমাসের বেতনের চাইতেও বেশি। সময়তো আপনাদের-ই চলছে। শুধু জিএমটি-র থেকে ছয়ঘন্টা এগিয়ে আসুন, তাহলেই বুঝবেন। আমদানি করা ঘড়িতে ফ্রান্স, রাশিয়া বা চীনের দম দিলে কিন্তু দেশিয় অ্যালার্ম বাজবেনা ভাই।
কমরেডকে হঠাৎ-ই যেন শীত জেঁকে ধরেছে। উত্তর না দিয়ে চাদরে শরীর ঢেকে উনি উল্টো পথে পা চালালেন, বরাবরের মত-ই উল্টোপথে।
কমরেডরা নাকি কথায় হারেনা। অবশ্য কারো হার-জিতে আমাদের মত লাঠিয়ালদের কী-ই বা এসে যায়!

মন্তব্য ৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৬

মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহা দারুন দিয়েছেন দাদা :P

২| ১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪০

সয়ূজ বলেছেন: ধন্যবাদ

৩| ১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:১৩

সচেতনহ্যাপী বলেছেন: সময় এলে, এরা ঠাই পাবে যাদুঘরে!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.