নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উল্টো পথিক

সয়ূজ

আমি কী তাই যা আমি হতে চেয়েছি? আমি কী তাই যা আমি হতে পেরেছি?

সয়ূজ › বিস্তারিত পোস্টঃ

লিখন বৃত্তান্ত

২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:০০

ঊর্ধ্বতন কর্মকর্তাকে বললাম, 'স্যার আমি লিখতে চাই।'
উনি বললেন, 'লিখতে চান? লিখবেন, লিখবেন। তা কী বিষয়? কী বৃত্তান্ত?'
- বিষয় ঠিক করিনি স্যার। তাই বৃত্তান্তও ঝাপসা।
- প্রেম ট্রেম নিয়ে লেখেন।
- স্যার, বউকে একটু ভয় লাগে। পুলিশের বউ তো।
- ওহ্, তাইলে প্রেম থাক। অন্যকিছু?
- স্যার, বাঁশ দিতে বড় মন চায়।
- অ্যাই না, এক্কেবারে না। অন্যকিছু অন্যকিছু।
- স্যার, বাঁশের তৈরি কোন বস্তু?
- যেমন?
- যেমন ধরেন মই।
- মই দিবেন ক্যামনে? পাকা ধানে মই দেয়া কিন্তু কইলাম বাঁশের থেকেও ভয়ংকর কেস।
- না না স্যার। মই আমি দিবোনা। মই তো স্যার উনারাই দিয়ে রেখেছেন। তাও আবার কাঁচা ধানে।
- বুঝিনাই। উদাহরণ দিয়ে বুঝান।
আমি একগাল হেসে গল্প ফাঁদি-- একবার এক স্কুল শিক্ষক শ্রেণিকক্ষে ঢুকেই দেখেন ইয়াব্বড় এক মই। উনি হুঙ্কার দিলেন, অ্যাই, ক্লাসে মই এনেছে কে?
সবার চোখ আর আঙ্গুল ঘুরে গেল ক্লাসের সবচাইতে ত্যাদড় ছেলেটির দিকে। সে হেসে উত্তর দিল, আমি আনছি স্যার।
স্যার রাগে কাঁপছেন। মুখ দিয়ে গর্জন বের হলো, কেন রে উজবুক?
ছেলেটির হাসি আরো চওড়া হলো। সে বললো, স্যার আমার বড়ভাই উচ্চশিক্ষা সম্পন্ন করেছে। আমিও স্যার আজ থেকে মই এর মাথায় মানে উচ্চে উঠে আমার শিক্ষা কার্যক্রম পরিচালনা করবো।
গল্প শেষ হবার আগেই সেই স্যারের মত আমার স্যার গর্জে উঠলেন, এই গল্প দিবেন কই?
- ঐ যে স্যার পরীক্ষার সময় যেটা বন্ধ থাকবে তাতে।
- না না হবেনা। বাতিল বাতিল। মই বাঁশ সব ক্যানসেল। অন্য কিছু কন্ মিঞা।
- স্যার, যিনি উল্টো পথে চললেন তাকে নিয়ে...
স্যার কটমট করে চাইলেন।
- উনাকে চেনেন?
- ব্যক্তিগত পরিচয় নাই স্যার। তবে সাংবাদিকতা যেহেতু করেছি তার উছিলায় আর উনার কার্যকলাপ বা আলাপের দু একটা স্ক্রিনশট এর সুবাদে অল্প-বিস্তর চেনা হয়ে গেছে।
- অফ যান। উনার ঢাকঢোল বাহিনী কইলাম...
দীর্ঘশ্বাস ছেড়ে বলি, জানি স্যার। শাহবাগে উনাদের ও পরিচয় পাইসি।
-তাইলে আর কী। লিখালিখি বাদ দেন। ঘুমান। সকাল সকাল উঠতে হবে। তবে, আপনার বিশ্ববিদ্যালয় নিয়ে লিখতে মন চায় না? সারাদিন যা হলো...
- না স্যার।
- ক্যান ক্যান?
- একটা ধাঁধাঁ দেই স্যার। যদি পারেন তাহলে উত্তর দেব। "বদনার মত দেখতে হলুদ রং এর একটা জিনিস। বলেন তো জিনিসটা কী?"

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৯

রাজীব নুর বলেছেন: ধাধা টার উত্তর জানার অপেক্ষায় রইলাম।

২| ২৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৯

বিজন রয় বলেছেন: উত্তরটি জানতে চাই।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৮

সয়ূজ বলেছেন: হলুদ রং এর বদনা

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৯

সয়ূজ বলেছেন: হলুদ রং এর বদনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.