নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উল্টো পথিক

সয়ূজ

আমি কী তাই যা আমি হতে চেয়েছি? আমি কী তাই যা আমি হতে পেরেছি?

সয়ূজ › বিস্তারিত পোস্টঃ

ইমরান খানের পাকিস্তান এবং জেব্রা বচন

২৭ শে জুলাই, ২০১৮ রাত ১০:২২

ইমরান খান পাকিস্তানের মসনদে বসছেন। ক্রিকেট থেকে রাজনীতির মাঠ এবং সেখান থেকে নানা কাঠখড় পুরিয়ে অবশেষে পাক গদিতে মানে, পাকিস্তানের রাজগদিতে আর কি।
চারদিকে নানা মত আর হিসেব-নিকেষের ফুলঝুড়ি। খান সাহেব পাক মসনদে এলে হ্যান হবে ত্যান হবে টাইপ ঘ্যানঘ্যান প্যানপ্যান।
'প্লেবয় থেকে প্রধানমন্ত্রী' দেশের একটি অন্যতম প্রধান পত্রিকার শিরোনামটা চোখে লেগেছে। দুনিয়াতে যেন আর কোন প্লেবয় প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হয়নি। প্লেবয়রা প্রধানমন্ত্রী হয়, রাষ্ট্রপতি হয়, স্বৈরাচার হয় আবার ভোল পাল্টে কত কিছু-ই যে হয় তার ইয়ত্তা নেই।
যাই হোক, ইমরান খানের ক্ষমতারোহণ নিয়ে এসব কচকচানি হলো জেব্রার গায়ে 'সাদার ওপর কালো ডোরা' না, 'কালোর ওপর সাদা ডোরা' এ নিয়ে তর্কের মত।
কাজেই ইমরান খান বা পাকিস্তান বাদ দিয়ে বরং জেব্রা নিয়েই গল্প হোক।
পরীক্ষার প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, দুনিয়ার আদি পশু কোনটি?
এক ছাত্র লিখে বসলো, জেব্রা।
তার কাছে কারণ জানতে চাওয়া হলে সে বললো, দুনিয়ার সাদা-কালো সব বস্তুই রঙ্গীন হয়ে গেছে একমাত্র জেব্রা ছাড়া।
যুক্তি অকাট্য। তর্কের কিছু নেই। তো, এই জেব্রা একবার ফটো স্টুডিওতে গেল পাসপোর্ট সাইজ ছবি তুলতে। ছবি ডেলিভারির দিন স্টুডিওর মালিককে মেরে তক্তা বানিয়ে দিল জেব্রা।
কারণ? জেব্রা টাকা দিয়েছে রঙ্গীন ছবির। কিন্তু তার ফটো উঠেছে সেই সাদা-কালো।
জেব্রা দিয়েই শেষ করা যাক।
এক খামার মালিক শখ করে একটা জেব্রা কিনে এনেছে আফ্রিকা থেকে।
এক ভোরে জেব্রাটা বেরিয়ে এলো তার আস্তাবল থেকে। খামারের ভেতরে ঘুরতে লাগলো সে, আর ভাবতে লাগলো, এখানে তার কাজ কী হতে পারে।
প্রথমে তার দেখা হলো একটা মুরগির সাথে। ‘সুপ্রভাত।’ বললো জেব্রা। ‘তুমি এখানে কী করো?’
মুরগি জবাব দিলো, ‘সুপ্রভাত। আমি আমাদের মালিকের খাবারের জন্যে ডিম পাড়ি।’
এরপর তার দেখা হলো একটা গরুর সাথে। ‘সুপ্রভাত' জানিয়ে গরুকেও একই প্রশ্ন করলো সে।
গরু জবাব দিলো, ‘আমি আমাদের মালিকের খাবারের জন্যে দুধ দিই।’
তারপর দেখা হলো একটা শুয়োরের সাথে।
শুয়োর ঘোঁতঘোঁত করে জানান দিলো, ‘মালিক আমাকে মেরে আমার মাংস খায়।’
জেব্রা কিছুটা ঘাবড়ে গিয়ে সামনে এগোলো।
এবার তার দেখা হলো একটা ষাঁড়ের সাথে।
- ‘সুপ্রভাত।’ তুমি এখানে কী করো?’
ষাঁড় জেব্রাকে আপাদমস্তক দেখে মুচকি হেসে জবাব দিলো, ‘সুপ্রভাত। তুমি তোমার পাজামাটা খোলো, আমি তোমাকে দেখাচ্ছি আমি এখানে কী করি।’
ইমরান খান ষাঁড় থুক্কু সেনাবাহিনীর কবল থেকে নিজেকে ছাড়িয়ে নেবেন এই কামনাই করি। আমিন।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১০:২৮

উম্মু আবদুল্লাহ বলেছেন: সেনাবাহিনীর কবল থেকে অনেকেই নিজেকে ছাড়িয়ে নিয়েছিলেন কিন্তু টিকতে পারেন নি। আশা করি ইমরান পারবেন।

২৭ শে জুলাই, ২০১৮ রাত ১১:৩৪

সয়ূজ বলেছেন: দেখা যাক

২| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১০:৩৬

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, আপনি জেব্রা বিশেষজ্ঞ?

২৭ শে জুলাই, ২০১৮ রাত ১০:৪৪

সয়ূজ বলেছেন: ভাই, আমি হলাম লবডঙ্কা যে সব বিষয়ে বিশেষ অজ্ঞ।

৩| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: ব্লগে এমন পোস্টের ও প্রয়োজন আছে। একের ভিতর তিন।

৪| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১১:২৪

আশরাফুল অ্যাস্ট্রো বলেছেন: বাহ,অনেক হাঁসির মাত্রাটা ধরে রাখতে বাধ্য হলাম।ভালবাসা নিবেন।বেশ লিখেছেন

২৭ শে জুলাই, ২০১৮ রাত ১১:৩২

সয়ূজ বলেছেন: ধন্যবাদ

৫| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১১:৩০

আবু তালেব শেখ বলেছেন: নিচের গল্পটা হাজারবার শুনেছি

২৭ শে জুলাই, ২০১৮ রাত ১১:৩৩

সয়ূজ বলেছেন: অধিকন্তু ন দোষায়

৬| ২৮ শে জুলাই, ২০১৮ ভোর ৬:১৯

নিভৃতেনৈঃশব্দে বলেছেন: খুশি হয়েছি যে আপনি দেশ নিয়ে এই জেব্রা গল্প বলেননি দেখে ...আমাদেরও যা অবস্থা !

৭| ২৮ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৪৪

রাজীব নুর বলেছেন: পোষ্ট টি মনোমুগ্ধকর না।

৮| ২৮ শে জুলাই, ২০১৮ দুপুর ২:২৮

টারজান০০০০৭ বলেছেন: এই দেখেন গাধারে জেব্রা বানানোর খবর !

চিড়িয়াখানায় গাধাকে রং দিয়ে করা হলো জেব্রা

ইমরান গাধা না জেব্রা সময় বলিয়া দিবে !

৯| ২৮ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

ক্স বলেছেন: বিশ্বের রাজনীতি নিয়ে আমি আসলেই হতাশ। এক অপদার্থ গবেট মূর্খকে আমেরিকানরা বানিয়েছে প্রেসিডেন্ট। এক রক্তলোভী পিশাচ হায়েনা - যাকে গুজরাটের কসাই বলা হয়, ভারতীয়েরা তাকেই সবচেয়ে উপযুক্ত মনে করেছে। পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক, যার রাজনৈতিক ক্যারিয়ারে সাফল্যের চেয়ে ব্যর্থতাই বেশি - প্লেবয় হিসেবে যার কুখ্যাতি আছে, এরকম একজনকে ভোট দিয়ে বানানো হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী

১০| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১০:৪০

চেংকু প্যাঁক বলেছেন: ইমরান খানের নির্বাচিত হওয়ায় শাহবাগিরা তাদের পিছনে একটা ষাড়ের অস্তিত্ব ফিল করছে না তো? এই লেখাটায় কিন্তু সুক্ষ ভাবে সেটাই বুঝা যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.