নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাজ্জাদ এইচ হৃদয়ের আত্মকথা

সাজ্জাদ হৃদয়

আমি একজন বোকা মানুষ অযথাই হেঁটে যাই

সাজ্জাদ হৃদয় › বিস্তারিত পোস্টঃ

ভাগ্যিস

১৯ শে মার্চ, ২০১৬ রাত ৯:২৩

ভাগ্যিস ভালবাসা কেজি দরে পাওয়া যায় না,
তাইত তোমায় এতটা ভালবাসতে পারি।
যদি স্বর্ণ অলংকার হত পরিমাপের একক,
তবে এই অসহায় ছেলেটা কতটা ই বা ভালবাসতে পারত তোমায়?
আর তুমিই বা কতটা ভার বইতে পারতে হিরা মনি মুক্তমার।
আমার কি কপাল তুমি উচ্চাভিলাষী নউ,
তা যদি হতে তবে তোমায় ৫ টাকার গোলাপ কিনে দেওয়ার আনন্দ চুলায় যেত।
আমার এও ভেবে ভাল লাগছে যে আমি হিসেবি,
না হলে অর্থ সম্পদ ফুরানোর সাথে সাথে ভালোবাসাও বিলিন হয়ে যেত।।
তুমি অনেক ভালবাস তো তাই মিষ্টি করে কিপটা বল আমায়,
আর আমি হাঁসি এই ভেবে যে ভালবাসা তো টাকায় কেনার নয়।
ভালবেসে নাহয় এই কবিতা টাই দিলাম উপহার,
আরও না হয় লিখে দিবো যদি চাও।।
তবু টাকার পাল্লায় প্রেম মেপনা প্রিয়া।।
ভালবেসে না হয় এক রাশ মেঘলা হাওয়া দিয়ে দিবো।
হিরের আংটি নাইবা জুটল কপালে,
তবুও তো তোমাকেই ভালবাসি সীমাহীন।।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ৯:৩০

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: খুব চমৎকার হয়েছে।বিশেষ করে শেষের দিকে । ধন্যবাদ কবিকে।

২| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ৯:৩৬

সাজ্জাদ হৃদয় বলেছেন: শুনে ভাল লাগলো। ধন্যবাদ আপনাকেও।

৩| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ৯:৪৮

আব্দুল্লাহ তুহিন বলেছেন: চমৎকার... ভালো লাগল

৪| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ৯:৫৭

সাজ্জাদ হৃদয় বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.