নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাজ্জাদ এইচ হৃদয়ের আত্মকথা

সাজ্জাদ হৃদয়

আমি একজন বোকা মানুষ অযথাই হেঁটে যাই

সাজ্জাদ হৃদয় › বিস্তারিত পোস্টঃ

কবিতা নয়, তোমাকেই চাই

২২ শে মার্চ, ২০১৬ রাত ১০:৫২

এই যে মেয়ে,
ভালবাসা কেন এতটা কষ্ট দেয়?
তুমি আমায় কেন পুড়াও বেথার শিতল আগুনে।
আমিতো চাই সুখের পাখি হতে,
একটি ডালে তুমি আমি পাশাপাশি।
আমার তো চাই তোমার নরম ঐ হাত দুটো,
চাই জরিয়ে ধরবে পরম আদরে।
আমি আরও চাই লাল টুকটুকে ঠোঁটের আলতো ছোঁয়া,
যা নিয়ে যাবে আমায় অসম্ভবের পথে।
প্রেমের দহনে পুড়ে পুড়ে আমার অস্তিত্ব ছাই হয়ে যাচ্ছে,
আর তুমি বলছো কিনা সে ছাই গুলই নাকি আমার লেখার সম্বল।
আমিতো চাইনি লিখতে,
চেয়েছি তো তোমায়।
সেই তুমিই চলে গেলে,
রেখে গেলে কবিতা।
আর অনেক কথা বলার ছিল,
কথাগুলো তুমি জানো।
তবু কবিতাকে মাধ্যম ধরে
আবার বলছি,
ভালবাসি তোমায় চিরদিন......
সব স্বার্থপরতাকে পেছনে ফেলে কি নিঃস্ব আমাকে নিয়ে বাঁচা যায় না?
আমার মরুর বুকে তুমি সেই রানী ই হবে.........
এর থেকে বেশী কিছু বলার সাহস পাচ্ছি না..................
সাহসি হলে আবার বসব লিখতে...............
তোমায় হারানোর ভয় আজও আমাকে নিস্তেজ করে দেয়......

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১০:৫৯

বিজন রয় বলেছেন: ভাল লিখেছেন।

প্রেম হতেই তো অনেক কবিতার জন্ম হয়।

২| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১১:১৮

সাজ্জাদ হৃদয় বলেছেন: ধন্যবাদ। যাকে নিয়ে লেখা সে কখনই বঝেনা। তাইত কবিদের জিবনে বার বার প্রেম আসে, কনতা কেই ধরে রাখতে পারেনা। আক্রে রাখে স্মৃতি। সৃষ্টি হয় শিল্পের। এতাই দ্রুব সত্য মনে হয়।

৩| ২৩ শে মার্চ, ২০১৬ রাত ১২:১৮

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: খুব সুন্দর কবিতা ভালো লাগলো।কবিকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.