নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাজ্জাদ এইচ হৃদয়ের আত্মকথা

সাজ্জাদ হৃদয়

আমি একজন বোকা মানুষ অযথাই হেঁটে যাই

সাজ্জাদ হৃদয় › বিস্তারিত পোস্টঃ

অন্য ভাবে নিবেন না

০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:০২

একটা সময় মেয়েদের অনেক অবহেলা অনাদর এর কথা শুনেছি। সেই সময় থেকে তাদের প্রতি শ্রদ্ধা সম্মান আমার একটু বেশী ই। বাসের সিট ছেরে দেওয়া, রিক্সা ছেরে দেওয়া আর কত কি। কিন্তু বর্তমান চিত্র টা ভিন্ন।আজকাল দেখতে পাই বন্ধুতিকে তার বান্ধবি ই মন মত ঝারতেসে। জামাই কনে বেড়িয়েছে, ব্যাগ এবং নানা কিছু ছেলেতিই বহন করছে। একটি ছেলে বেকার মেয়েকে বিয়ে করছে। কিন্তু মেয়ে বেক্লার কোন ছেলেকে প্রেম করার জন্যও ডাকছে না। মেয়েরা কেদে দিয়েই সকল দোষ মাফ। সকল পাপ যেন ছেলেদের জন্যই তৈরি। সমাজে একটি মেয়ের কথা এখন যতটুকু গুরুত্ত দেওয়া হয় ছেলের কথা তার কানা করিও দেওয়া হয় না। বিশ্ববিদ্যালয় বাসে কোন বন্ধুর জন্য যদি একটা হাত এগিয়ে যায় কোন সুন্দরি মেয়ের জন্য পারলে বাস টাই থেমে যায়। বিবাহিত জিবনে ত নির্যাতন আছেই ফ্রি। সব শেষে বলতে চাই নারি পুরুষ দুজনই সমান গুরুত্বপূর্ণ। তবে এখন জা অবস্থা ছেলেদের নামতে হবে মাঠে নিজেদের অধিকার আদাইয়ের জন্য। তাই সম্মান সকল নারিদের প্রতি এবং নিজ নিজ অধিকার নিয়ে সচেতন হবার আহবান সকল পুরুষদের প্রতি।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৮

বিজন রয় বলেছেন: দিন বদালাচ্ছে। অনেক নতুন কিছু ঘটছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.