নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাজ্জাদ এইচ হৃদয়ের আত্মকথা

সাজ্জাদ হৃদয়

আমি একজন বোকা মানুষ অযথাই হেঁটে যাই

সাজ্জাদ হৃদয় › বিস্তারিত পোস্টঃ

নিশ্চিত হন, ভালবাসা নাকি মায়া?

১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৩৮

নিশ্চিত হন, ভালবাসা নাকি মায়া?
এতে যখন সে চলে যাবে তখন হার্ট অ্যাটাক এর ঝুকি কমবে অথবা তাকে ধরে রাখতে শিখবেন...
মায়া এবং ভালবাসার মধ্যে পার্থক্য আছে। আমরা অধিকাংশই এই ব্যাপারটা নিয়ে দ্বিধায় আছি। আপনার প্রতি হয়তো কারও মায়া আছে, আর আপনি ভাবছেন সে বুঝি আপনাকে ভালবাসে। আবার আপনি কাউকে ভালবাসেন, সে হয়তো ভাবছে তার প্রতি আপনার মায়া আছে অথবা এটা নিছক ভাললাগা। এই নিছক ভাল লাগার অনুভূতি বেশী দিন টিকে থাকে না। এই অনুভুতিতে কোন অধিকার নেই। অপর পাশ থেকে কোন কষ্ট, বেথা পেলে মনে শুধু একটা কথাই আসে এই যে আমি তোকে এত আদর যত্ন করলাম, আর তুই কিনা আমাকেই কষ্ট দিলি। যা তবে, চোখের সামনে থেকে দূরে যা। অন্যদিকে ভালবাসায় থাকবে অধিকার, চাওয়া পাওয়া। কারও অভিমান হবে , কেউ ভেঙ্গে দেবে। থাকবে ঝগড়া। থাকবে হটাত করে কল কেটে দিয়ে কয়বার সে কল দেয় দেখা.........।।কল না দিলে তাকে ইচ্ছা মত ঝাড়া।। খুব যখন রাগ মাথায়, তখন তার ভালর কথা ভাবা। ভালবাসি না বলে বারবার বুঝিয়ে দেওয়া আমি তোমাকেই ভালবাসি। বাক্তিগত ভাবে আমি কিন্তু ভালবাসার কথা সরাসরি জানাতেই ভালবাসি। কোন ঝুকি নিতে চাই না। যদি ভালবাসাকে সে মায়া ভেবে বসে। ভালবার মানুষ কে চাইলেও ভোলা যায় না। আর ভুলে যাওয়া যে কতটা কঠিন টা বুঝা যায় যখন সে অনেক দূরে থাকে।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:৩৫

দিয়া আলম বলেছেন: ল্যাবরেটরিতে নিয়ে পরীক্ষা করে দেখতে হবে মায়া নাকি ভালোবাসা :(

১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১৬

সাজ্জাদ হৃদয় বলেছেন: দায়িত্ব টা আপনিই নিতে পারেন.।.।.।.।।

২| ১৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৪৯

গোল্ডেন গ্লাইডার বলেছেন: চিন্তায় পইরা গেলাম ভাই :|

১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১৭

সাজ্জাদ হৃদয় বলেছেন: ভাবেন.।.।.।। চিন্তার দরজা উন্মুক্ত।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.