নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাজ্জাদ এইচ হৃদয়ের আত্মকথা

সাজ্জাদ হৃদয়

আমি একজন বোকা মানুষ অযথাই হেঁটে যাই

সাজ্জাদ হৃদয় › বিস্তারিত পোস্টঃ

অস্তিত্ত

০৯ ই মে, ২০১৬ বিকাল ৩:০৭

দুটি ছেলে মেয়ে একই বর্ষে ভিন্ন দুটি বিশ্ববিদ্যালয়ে পড়ে। দুজনের মদ্ধে ভালোলাগার ব্যাপারটাও নেহাত কম নয়। তাই গল্পের স্বার্থে এটাকে ভালবাসা ধরে নিচ্ছি। যেহেতু সমবয়সী ছেলে মেয়েদের মদ্ধে মেয়েরা একটু আগেই বাস্তববাদী হয় সেহেতু মেয়েটি বুঝতে পারল এই ছেলেকে নিয়ে হয়তো সংসার করা হবেনা। তাই সে কেটে পরার উপায় খুজল। স্বাভাবিকভাবেই ছেলেটিও র কিছু না ভেবে নিজের জীবন গুছাতে শুরু করল। এবার আর পিছুটান নেই। গাড়ি চলছে ১০০/১০০। বছর ৫-৭ পরের কথা। ছেলেটি বি সি এস পরিক্ষা দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আকাঙ্খিত চাকরি পেল। বাবা মা বিয়ে নিয়ে খুব ধরেছে। বিয়ে ঠিক হল ছেলের এলাকার সবচেয়ে প্রভাবশালী বেক্তির একমাত্র মেয়ের সাথে। দেখতে সুন্দরি, মেডিকেল এ পরছে। বিয়ের দাওয়াতে আগের ঐ মেয়েটি এসেছে। ছেলের সম্পরকে খজ খবর নিয়েছে মেয়েটি। দেখা হলে মেয়েটি বলল যেঁ সে ভেবেছিল যেঁ ছেলেটি ভেঙ্গে পরবে, হতাশ হবে। ও আচ্ছা, এত দিনে মেয়েটি ২ বাচ্চার মা। স্বামী কোন একটা অফিছের দিতিয় স্রেনির কর্মকর্তা। মেয়েটি ছেলেতাকে প্রস্ন করল যেঁ মেয়েতিকে ছাড়া সে কিভাবে নিজেকে এত উপরে নিয়ে গেল। তখন ছেলেটি শুধু একটা কথাই বলল।তা হল, সেদিন তোমার অস্তিত্ত আমাকে ঘিরে ছিলনা বলেই আজকে এখানে আসতে পেরেছি।।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৬ বিকাল ৩:১৭

হাসান জাকির ৭১৭১ বলেছেন: ভাল গল্প, চালিয়ে যান............

০৯ ই মে, ২০১৬ বিকাল ৩:৩৬

সাজ্জাদ হৃদয় বলেছেন: ধন্যবাদ.।.।.।.।.।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.