নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাজ্জাদ এইচ হৃদয়ের আত্মকথা

সাজ্জাদ হৃদয়

আমি একজন বোকা মানুষ অযথাই হেঁটে যাই

সাজ্জাদ হৃদয় › বিস্তারিত পোস্টঃ

জোছনায় তুমি আমি

১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৫২

খুব সুন্দর একটা চাঁদ উঠেছে নাকি ! দেখতে খুব ইচ্ছে হল। বারান্দায় গিয়ে তাকালাম আকাশের দিকে। চাদের দেখা পাওয়া গেল না। গোল গলা একটা ফতুয়া পরলাম। বুঝতে পারলাম শীত শীত লাগছে। গোছান চাদরটা এলোমেলো করে জড়িয়ে নিলাম শরীরে। পকেটে কিছু টাকা , হাতে চাবি। সোজা মেইন রোড এ যাব। এক কাপ চা হাতে দেখব চাঁদ। রাস্তার মাঝামাঝি চোখ চলে গেল আকাশে। খানিকটা বেকুব এর মতই চাঁদ দেখা শুরু করলাম। একমাত্র বোকারাই সৌন্দর্যকে চরমভাবে উপভোগ করতে পারে। পেছন থেকে একটা গাড়ি হর্ন দিচ্ছে, এই যে কবি ! মারা পরবেন তো । আমি পেছনে তাকালাম। মেয়েটা পরিচিত। গাড়ি থেকে নেমে জোর করেই গাড়িতে উঠানোর চেষ্টা। ড্রাইভার লোকটা খবিস খবিস চেহারা করে তাকিয়ে আছে। আমি বললাম, কোথায় যাব? সায়লা বলল, আমার বাসায়, ছাদ ফাকা। চাঁদ দেখার সুবর্ণ সুযোগ। কি বিপদ! তাকে গাড়িতে উঠিয়ে দিয়ে বললাম যে আমি আসছি।মেয়েটা কলেজে পরে। আমার কাছে কিছুদিন ইংলিশ পড়েছিল। বিরাট বাবার সুন্দরি মেয়ে। যাইহোক, সায়লা গাড়িতে উঠে চলে গেল। খুব সান্তি লাগছে মনের মধ্যে। যাচ্ছি বাবলু মামার চা এর দোকানে। আমি প্রায় সবসময় অখানে চা খেয়ে বাসায় ঢুকি। আকাসের দিকে তাকিয়ে হাঁটছি, গেল জুতার বলটু ছিরে। খুরিয়ে খুরিয়ে চা এর দকানের কাছে গেলাম। জেতে না জেতেই মামা এক কাপ চা ধরিয়ে দিল। মনে হল, অন্য কারর চা আমাকে খালাস করে দিল। দোকানের পাশেই একটা ছোট গলি আছে। অখানে গিয়ে আমি চা খাই। গলিটার ভেতর দিকে একটা প্রসস্ত রাস্তা। এখান থেকে চাঁদ টা খুব ভাল করে দেখা যাচ্ছে। অবাক বেপার, সায়লা একটা চা এর কাপ হাতে পাশে দাড়িয়ে। আমি অবাক হলাম।মেয়েটা সারি পরে এসেছে এই জছনা ভেজা অন্ধকারে। আমি তাকিয়ে আছি। সায়লা খালি পায়ে। আমার হাত টা ধরে হাঁটতে লাগলো।আমিও নির্বাক, বাধ্য হয়ে খালি পায়ে সর্বনাশের পথে হাঁটছি । একটু হেটে আমরা থামলাম, আমি চাঁদ দেখছি। হতাথ সায়লা কেদে উথল। বলল, হৃদয় ভাইয়া আপনি কিছু কি বুঝেন না? আমি তার বেপারটা বুঝতে পারলাম। বললাম, ভাইয়া ডাকলে বুঝার সুযোগ কোথায়?
সায়লা হাহা করে হেসে উথলো, আমি মুচকি হাসলাম। দুজনের হাসিতেই হয়ত চাঁদটা এত স্বচ্ছ দেখাচ্ছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.