নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাজ্জাদ এইচ হৃদয়ের আত্মকথা

সাজ্জাদ হৃদয়

আমি একজন বোকা মানুষ অযথাই হেঁটে যাই

সাজ্জাদ হৃদয় › বিস্তারিত পোস্টঃ

ভাল_করে_ভালোবাসাই_হলনা

০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩৭

লেখকঃ সাজ্জাদ এইচ হৃদয়
কপিরাইটঃসাজ্জাদ এইচ হৃদয়

you can read it on somewhereinblog.net

মাসের শুরু। তবুও মন খুব খারাপ। কারণটা বুঝতে পারছিনা। বয়স বাড়ছে ঠিক বুঝতে পারছি।আজ সকাল সকাল ঘুম ভাঙল। চারপাশ কেমন থমথমে। আমি বিছানা ছেড়ে বারান্দায় গিয়ে বসলাম। পাশের বারান্দা থেকে মেয়েলি কণ্ঠ ভেসে আসছে। আমি কিন্তু তাকাচ্ছিনা।পুরুষ মানুষ বইলা কথা। ধৈর্য ধরে আছি কান পেতে। হটাত একটি ছেলে আসলো বারান্দায়। বুঝতে পারলাম নতুন এসেছে ফ্লাট এ। নবদম্পতি এতাও বুঝতে পারলাম । মনের অজান্তেই চোখ চলে গেল। দুজন ই পাটি বিছিয়ে বসে আছে। মেয়েটির কোলে ছেলেটির মাথা। মেয়েটি ছেলেটির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে।

শুনছো?
হ্যাঁ, বল।
না, তুমি শুনছো না।
শুনছি তো বাবা !
তাইলে আমার দিকে তাকাও
এই যে তাকালাম, এইবার হল?
না হল না, এভাবে তাকালে আমি কথাই বলব না
আরে বাবা, বল বল। কি যে করনা তুমি বাচ্চাদের মত!
আমি কি বুড়ো হয়ে গেছি নাকি?
আরে, আমি কি সে কথা বলেছি নাকি!
আমাদের বিয়ে হয়েছে মাত্র সাত দিন, কিছুই তো হল না, আর এখনই তুমি চলে যাবে অফিস এর কাজে ঢাকার বাইরে!
কি করার বল!
ইচ্ছে থাকলে সব ই হয়
কি করতে বল?
ছুটি নাও আরও
ছুটি তো সাত দিন কাটালাম।
আরে ধুর, সাত দিনে কিছু হয় নাকি!
আর কি হউয়া দরকার তোমার বলতো শুনি!
যা দুষ্টু!
তুমি তো এমনটাই চাও, তাই নয় কি?
চুপ, একদম চুপ, খুন করে ফেলব।
আমিতো খুন হয়েছি প্রথম রাতেই,হাহাহাহাহ !
তারপর মেয়েটি গান ধরল, ভাল করে ভালোবাসাই হলনা......!
আমি চুপ করে কীর্তি দেখছিলাম। হটাত আমার চোখে চোখ পরল মেয়েটির। মাথা নিচু করে ফেলল সে। আমি উঠে আসলাম। নতুন সংসার। এইতুকু তো হতেই হবে।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.