নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাজ্জাদ এইচ হৃদয়ের আত্মকথা

সাজ্জাদ হৃদয়

আমি একজন বোকা মানুষ অযথাই হেঁটে যাই

সাজ্জাদ হৃদয় › বিস্তারিত পোস্টঃ

আমি_আসলে_কোন_মুহূর্তের_স্বপ্ন_দেখি

১২ ই মার্চ, ২০১৭ রাত ১০:১৬

একটা প্রশ্ন আমি কিছু ভিন্ন ধরনের মানুষদের করেছিলাম। তুমি কোন মুহূর্তটার স্বপ্ন দেখো? উত্তরে ৫ বছরের একটা বাচ্চা বলেছিল যে তার একটা পুতুল খুব দরকার, চোখ নড়ে এমন পুতুল নিয়ে সে মজা করে খেলতে চায়। একজন ব্যাংকার বলেছিলেন যে তিনি একটু স্বস্তিতে বাকি জীবনটা কাঁটাতে চান। আমার এক ছাত্রীকে জিজ্ঞেস করেছিলাম। বলেছিল যে সে নাকি সাদা অ্যাপ্রন পড়ে সরকারি টাকায় পড়াশোনা শেষ করতে চায়। এই একই প্রশ্ন আমি নিজেকেও করেছি বারংবার। স্পষ্ট জবাব পাই নি অনেক বার। তবু একটা কথায় আসতে পেরেছি শেষমেশ। আমি কি চাই? আসলে, এক জীবনে চাওয়া তো অনেক। তার তালিকা করে পৃষ্ঠা ফুরানোর কোন মানে হয় না। তবে একটা মুহূর্তের স্বপ্ন তো দেখি ই। ধরেন, সম্মান দেখিয়ে নামাজের কাতারে আমাকে এগিয়ে দেওয়া হল, আমি আমার বদলে এগিয়ে দিলাম আমার বাবাকে, কারন তিনি আমার চেয়েও আরও অনেক বেশি শ্রদ্ধার পাত্র। ধরেন, গাড়ি কিনেছি, নিজের টাকাতেই। তবুও, এই গাড়িতে করেই ঈদ এর নামাজে, বাবার বন্ধুদের আড্ডায় পাঠালাম বাবাকে। দামি গাড়ি থেকে বাবা নামলেন, সবাই অবাক চোখে দেখল। আমার বুক ভরে গেলো। আর একটু বলি। এমন কিছু যদি করা যেত যে আমার কোন কাজে আমার বাবা মায়ের সত্যিই মনে হবে যে আমাকে জন্ম দিয়ে তাদের কোন ভুল হয়নি, বরং আমার পুরো জীবনের সৎকর্মের ফলে তাদের মাথা একটু হলেও উঁচু হয়েছে। হ্যাঁ, আমি এই দিনটির কথাই ভাবি।
হে খোদা, তুমি আমাকে এমন মা বাবা দিয়েছ, তাদেরকে একটু সম্মানিত করার মত কিছু করার সুযোগ দাও, এর বেশি আর কি ই বা চাওয়ার থাকতে পারে !

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৭ রাত ১০:৩০

সাদাত তানজির বলেছেন: আল্লালাহ আপনার ইচ্ছাকে পুরন করুন... আমিন...

২| ১২ ই মার্চ, ২০১৭ রাত ১০:৩৪

মিঃ আতিক বলেছেন: আপনার আশা পূর্ণ হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.