নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাজ্জাদ এইচ হৃদয়ের আত্মকথা

সাজ্জাদ হৃদয়

আমি একজন বোকা মানুষ অযথাই হেঁটে যাই

সাজ্জাদ হৃদয় › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা_ও_কিছু_বাকবিতণ্ডা

১৫ ই মার্চ, ২০১৭ রাত ৮:৫৩

আগে অনেক ছোট ছিলাম, এখন একটু কম ছোট হয়েছি। এভাবে করেই বড় হচ্ছি। আগে বুঝে না বুঝে মানুষের মনে কষ্ট দিতাম। আর এখন ইচ্ছা না থাকা সত্ত্বেও মানুষ কষ্ট পাচ্ছে আমার কারনে। কষ্ট পাচ্ছি আমি নিজেও। ভেতর ভেতর পুড়ে যাচ্ছি প্রতিনিয়ত। তবে সবার জন্য নয় কিন্তু ! কিছু মানুষ কষ্ট পাবে এমনটাই হয়। আমি কারোর কারনে অজথাই কষ্ট পাই, কেউ আমার জন্য। তবে আমরা কেউ ই কাদতে রাজি নই। তবুও অন্ধকার শুনতে পায় আমাদের আর্তনাদ। আলোর সে আর্তনাদের কাছে পুঁছবার ক্ষমতা নেই। অধিকাংশ মানুষ জীবনে যে পরিমাণ ই কাঁদুক না কেন তাঁর প্রধান কারন কিন্তু প্রথম জীবনে ভালবাসা এবং না পাওয়া। অনেকে পেয়েও কাঁদে। সেটাকে বলে, ভালবাসা পরবর্তী সঙ্ঘাত। তবুও তো ভাল, ভালবাসাটা তো ঠিক ঠাক। কিন্তু আজ এ কি দেখছি ! এখন তো এই পুজিবাজার এর যুগে ভালবাসা মানে এক কানামাছি খেলা। কুয়াশায় ঢাকা শহরে বোকার মত অপেক্ষায় থাকা। এই ভালবাসার রাজ্যে কারোর লুট হয়, কেউ হয় লুটের সম্রাট। এর মুল কারণও কিন্তু বিশ্বাস, যাকে আমরা বলে থাকি ভালবাসার মুল ভিত্তি। তবে, তা কি অন্ধ বিশ্বাস ? মনে হয় না। আরেকটা শ্রেণীও আছে কিন্তু ! এরা বড়ই ভয়ানক। এদের কবলে পড়ে আলাভোলা ছেলেমেয়েগুলো। আজ কারোর হাতে হাত রাখা দেখলেই মনে হয় এ তো আর দেখবনা কয়েকদিন পর। এরাই তো একজন আরেকজনকে গালাগাল দেবে হরহামেশা। আমাদের চেয়ে মনে হয় আদিম , বর্বর জাতিও ভাল ছিল। আরে এসব বলছি কেন ! আমি তো কারোর হাত ধরার অযোগ্য, আমি তো যথেষ্ট ছেঁচরা নই, আমিতো মুহূর্তেই হাত জোর করে ক্ষমা চেয়ে পরেক্ষনেই তাঁর জীবনে কালিমা লাগাতে পারবোনা। আমি তো অযোগ্য, আমি তো বোকা! হাহাহাহাহ ! তবে এখনও ভাল হৃদয়ের মানুষ আছে, সেটুকুর ওপর ভর করে হয়তো আজও সূর্য উঠছে, ডুবছে। কিন্তু এভাবে আর চলবে কত কাল !

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ১০:০৫

অতঃপর হৃদয় বলেছেন: কতকাল চলবে সেটা কেবল বিধাতাই বলতে পারে।

২| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ১১:৪৩

ওমেরা বলেছেন: কেউ এগিয়ে আসবে না সংস্কারের জন্য তাই চলবে অন্ততকাল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.