নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাজ্জাদ এইচ হৃদয়ের আত্মকথা

সাজ্জাদ হৃদয়

আমি একজন বোকা মানুষ অযথাই হেঁটে যাই

সাজ্জাদ হৃদয় › বিস্তারিত পোস্টঃ

আমরা কি সুখী?

১৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১:০৩

আমরা কি সুখী? না, আমরা সুখী থাকার চেষ্টা করি অসুখী হউয়ার পথ ধরে। আপনি যখন জন্ম নিয়েছেন তখন থেকে আপনার যা কিছু করনীয় ছিল তাঁর কিছুই করা হচ্ছেনা, তাই তো? সবার ই এক অবস্থা। জন্মের পর থেকেই দেখছি জীবন নামের এক পথ যেখানে আমি আপনি শুধু দৌড়েই যাচ্ছি। এই দৌড়ের উদ্দেশ্য, কারন, উপকারিতা বুঝার সময় কোথায় বলুন ! চোখ কান বন্ধ করে দৌড়ে যাওয়াতেই যত কৃতিত্ব। একটাই জীবন, নিজের অহমিকাকে টিকিয়ে রাখার জন্য বা অন্য কাউকে পেছনে ফেলার জন্য যে আমার জন্ম হয়নি আমি বা আমরা এই জীবন দৌড়ে অংশগ্রহণ করার পর ই ভুলে যাই। আমরা ভুলে যাই টাকার, ক্ষমতার লড়াইয়ে জিতে নিজেকে সুখী করা যায় না। কারন? কারণটা হচ্ছে কখনও জিততে না পারা। আপনি যতই ধনী হন না কেন আপনার চেয়েও বেশি সম্পদশালী আছে, আছে আর বেশি ক্ষমতাধর অনেকে। সম্পদ আর ক্ষমতার দৌড়ে যতই উপরে উঠতে চাইবেন জীবন ততই হয়ে উঠবে যন্ত্রণার। তাহলে কি কেউ রাজনিতি করবেনা, টাঁকার পাহার বানাবেনা বিভিন্ন উপায়ে? আরে ভাই, রিজিক বলতে একটা বিষয় আছে। ভরসা করুন না সৃষ্টিকর্তার উপর। চালিয়ে যান চেষ্টা। মরিয়া হবার তো কারন নেই। চলুন একটু অঙ্ক অঙ্ক খেলা যাক। ধরা যাক, শান্তি হল ১ এবং বাকি যত টাকা পয়সা, বাড়ি গাড়ি ইত্যাদি হল ০। তো ভাই, আসুন আগে ১ তাকে বসাই সবার আগে, তারপর যতটুকু পারি ০ বসাবো। কিন্তু যদি আগে অনেক অনেক শূন্য বসাই তবে পৃথিবীর বুকে বড্ড অসহায় যে হয়ে যাবো আমরা। তাইতো আমি আমার এক কবিতায় বলেছিলাম,

"এভাবে চললে মানুষ রবে,
রবেনা মনুষ্যত্ব।
ভালোবাসা ভুলে হানাহানি হবে,
টাকা পাবে প্রভুত্ব।"

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৩১

অতঃপর হৃদয় বলেছেন: ভাল লাগল লেখা। আমরা কজনই বা মানিতে পারি।

২| ১৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

মোহাম্মদ সোহেল আহমেদ বলেছেন: শান্তি হল ১ এবং বাকি যত টাকা পয়সা, বাড়ি গাড়ি ইত্যাদি হল ০। তো ভাই, আসুন আগে ১ তাকে বসাই সবার আগে, তারপর যতটুকু পারি ০ বসাবো। কিন্তু যদি আগে অনেক অনেক শূন্য বসাই তবে পৃথিবীর বুকে বড্ড অসহায় যে হয়ে যাবো আমরা।
কথাগুলো ভাল লাগলো। আল্লাহ আপনাকে শান্তিতে রাখুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.