নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাজ্জাদ এইচ হৃদয়ের আত্মকথা

সাজ্জাদ হৃদয়

আমি একজন বোকা মানুষ অযথাই হেঁটে যাই

সাজ্জাদ হৃদয় › বিস্তারিত পোস্টঃ

মা

৩০ শে মার্চ, ২০১৭ রাত ৯:০৫

মাত্র বাসায় ফিরলাম। ঘুরে এলাম বেশ খানিকটা শহর। কত রঙ ! কত আলো ! দিনের আলো আর রাতের আলোর মধ্যে কত পার্থক্য। তবুও মানুষ সমান তালে ছুটছে, ছুটবে। বেশ খানিকটা হাটা পড়েই গেলো। বাসায় ফেরার জন্য লেগুনায় উথে বসলাম। মানুষজন হুরমুরিয়ে উঠছে। খুব তাড়া তাদের। যেমন কামাই করায় তাড়া, তেমনি জোছনা দেখায় তাড়া। এর মাঝেই বাচ্চা এক ছেলে উঠছে, পেছনে তার মা। ছেলে তো উঠেই একদম ভিতরে চলে যাচ্ছে। কয়েকজন কে চাপিয়ে মা বসেছে একদম শুরুর দিকে সিটের। বেশ মোটা সোটা ছেলেটা মায়ের পাশে বসতে কষ্ট করে হলেও আসছে। বসে থাকা সবাই জায়গা করে দিচ্ছে। এসে বসেছে একেবারে আমার সামনে। বোকা বোকা চেহারা দেখে আমারও হাসি পাচ্ছিলো সবার মত। ছেলেটি মায়ের পাশে বসলো। ছেলেটি বাবার সাথে আসলে কখনোই হয়তো এভাবে সামনে এসে বসতে পারতো না। এমন যখন অবস্থা তখন ছেলেটি ঘেমে থই থই কাণ্ড। বেচারি মায়েরও খুব ধকল গেছে। তারপর ছেলের মুখ মুছতে মুছতে বলছিলেন, "তুমি একটু আস্তে হাঁটলেই পারতে, বাবু"। ছেলেটি কোন কথা বলছিল না। আমি দেখলাম মায়ের মমতা। মনে পড়লো যে আমার মা কিন্তু আমাকে এর থেকে কম আদরে বড় করেন নি। নামলাম এলাকায়। নিজেকে খুব অপরাধী অপরাধী মনে হয় মাঝে মধ্যে !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.