নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাজ্জাদ এইচ হৃদয়ের আত্মকথা

সাজ্জাদ হৃদয়

আমি একজন বোকা মানুষ অযথাই হেঁটে যাই

সাজ্জাদ হৃদয় › বিস্তারিত পোস্টঃ

জীবনের_পথ_কখনও_দৌরে_শেষ_হয়_না

১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৯

একটা জীবন। যার নিয়ন্ত্রন ১% আপনার হাতে, ৯৯% বিশেষ কারোর হাতে। কি ! ভুল বলছি তো ! আপনি তো ভাই প্রমান করবেন উল্টাটা। নাকি ! ভাগ্য গড়ে নিতে হবে, এই সেই। আরও কত কি ! ভাই রে, আমার কথাই কই। জীবনের কোন বিষয় নিয়েই তো মনযোগী ছিলাম না কখনও। তবুও জীবন যা দিয়েছে আমাকে তার জন্য স্বস্তি না থাকলে সুখ আর কখনও আসবেনা। ক্লাস ৯ এ এক পরিক্ষায় অঙ্কে ০ পেয়েছিলাম। ০ আমি অনেকবার ই পেয়েছি জীবনে। এ আর নতুন কি ! কিন্তু, বিষয় হল আমি কিন্তু ঠিক ই প্লাস ঘরে তুলেছি বোর্ড পরীক্ষায়। সরকার এর টাকায় পড়ে অভ্যাস। তাই একটু এরকম হয়তো! জীবনে বহু মেধাবীদের হারিয়ে যেতে দেখেছি আমি। কেন জানেন! অহঙ্কারের কারনে। জীবন আপনাকে কোথায় নিয়ে ছেড়ে দেবে ভাবতেই পথায়ন না। তাই বলছি, জীবন একটা পথ। এ পথে হাটতে হবে। দৌড়াতে নয়। মারা পড়তে পারো। দৌড় ঝাপ করা মানুষ এত বেড়েছে সংখ্যায়। বড্ড ভয় হয়। জীবনের পথ কখনও দৌরে শেষ হয় না। একটাই জীবন, চল উপভোগ করি। এক জীবনের জন্য যা দরকার তা সৃষ্টিকর্তা দিয়েই পাঠিয়েছেন এ ধরণিতে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৪

শাহিন-৯৯ বলেছেন: আমি জীবন উপভোগ করার পক্ষে তবে তা ধমীয়, সামাজিক, রাষ্ট্রীয় নিয়ম নীতি লঙ্ঘণ করে নয়.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.