নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাজ্জাদ এইচ হৃদয়ের আত্মকথা

সাজ্জাদ হৃদয়

আমি একজন বোকা মানুষ অযথাই হেঁটে যাই

সাজ্জাদ হৃদয় › বিস্তারিত পোস্টঃ

জেতার_নামে_হেরে_যাচ্ছি_প্রতিদিন

০৪ ঠা মে, ২০১৭ রাত ১২:৩৪

অনেকদিন পর স্কুল এ গেলাম। সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাই স্কুল। কাছেই। ফার্মগেটে। গেট দিয়ে ঢুকার আগে ভয়ে ছিলাম ঢুকতে দিবে কিনা। দারোয়ান মামা বসে আছে। হিহি মার্কা হাসি দিয়ে জিজ্ঞেস করলাম, কি খবর তোমার? " হয়, মামা, ভালা।" আমি হাসি মেখেই ঢুকে গেলাম। বুকটা খুব হুহু করছিল। স্কুলে পড়া সেই সময়, সেই দেয়াল, ক্লাস রুম, মাঠ, লাইব্রেরি, চারপাশ। ভেতরের অনেকেই আমাকে চেনেন না, আমি কিন্তু চিনি। তবে সবাইকে না। অনেক লোকজন পালটেছে। অনেক বেশি উন্নত হয়েছে প্রতিষ্ঠান। যে জায়গাটাতে একদিন আমার বন্ধু আমাকে ঘুসি মেরে ফেলে দিয়েছিল সে জায়গাটা এখন ক্লাস শেষ হলে থাকে বন্ধ। বেচারা ফার্স্ট বয় ছিল। ভুল করে আমি একবার হয়ে গেলাম। আর কি ঘুসি মাটিতে পড়ে। বেচারা এখন বুয়েটে পড়ে। হটাত বেরিয়ে গেলাম। একটু কাজ আছে। পথ দিয়ে যাচ্ছি আর দেখছি ছেলে মেয়ের ঢল। গিজগিজ করছে কোচিং গুলো। গোল্ডেন পাওয়ার ক্রিত্তিম স্বপ্নে বিভর জীবন। যে যেখানে আছে সেখানেই যত সাফল্য। এভাবে করে আমরা সফল হতে হতে পড়াশোনা শেষ করি জীবনের অর্ধেক শেষ করি, কিন্তু কৈ সে সোনার হরিণ সফলতা। চাকরি বাকরি যা জোটে তাতে পেট চলে। লাখ টাকা বেতন ই বা কয়জনের, এই রকম পদ ই বা কয়টা !তবুও আশা এই যে একদিন সুখি হবো। আসলে কি সুখি হচ্ছি ! অবাধ চাহিদা, বেতন সামান্য। তাই নেমে পড়া যাক যাচ্ছেতাই কামাই করার। আমার যে গাড়ি, বারি দরকার। দেশটা নাহয় গোল্লায় যাক, এত ভেবে বাকি চুলগুলো হারানর কোন মানে হয় না। আমি বাবা পণ্ডিত নই। মাল কামাই, সুখে থাকি। এইটুকু অধিকার তো আমার আছে, হাহাহাহ!

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.