নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাজ্জাদ এইচ হৃদয়ের আত্মকথা

সাজ্জাদ হৃদয়

আমি একজন বোকা মানুষ অযথাই হেঁটে যাই

সাজ্জাদ হৃদয় › বিস্তারিত পোস্টঃ

#ভালোবাসা_ও_একটি_দুঃস্বপ্ন!

১১ ই জুলাই, ২০১৭ রাত ১:১২

আমরা কখনও সুখি হতে পারবো না। আমাদের সফলতা আসবে কিন্তু সার্থক জীবন কখনওই জুটবে না। কারণটা উদাহরন এর মাধ্যমে বলি। একবার আমার এক মেয়ে বন্ধু বলছিল যে তার কেমন ছেলে চাই বিয়ের জন্য। আমি আগ্রহ নিয়ে শুনছিলাম। মানুষ নিয়ে আগ্রহ বরাবর ই আমার বেশি। " আসলে কবি রা প্রেমিক হিসেবেই ভাল, বিয়ে করতে হবে #Banker কে। টাকা দরকার, টাকা, বুঝছ সাজ্জাদ। " আমি মাথা নাড়লাম। মেয়েটি আরও উত্তেজনা নিয়ে বলতে শুরু করলো, " পান পাতার ভালবাসা টাকা না থাকলে চুনে পড়ে পুড়ে যায় রে। আমার জামাই হবে লাখ লাখ টাকা কামাই করা লোক। যেদিকে যাবে টাকা উড়াবে।" আমি বললাম, লাখ টাকা বেতনের ব্যাংকের লোক হলে তো কোথাও যেতেই পারবেনা। টাকা উড়াবে কি করে? ও বলল, " সে ই যদি সময় পাবে তবে আমি আছি কি জন্য, খরচ তো করব আমি, বুঝলিনা। বাড়ি , গাড়ি সব ই হবে আমার নামে। ছেলেদের বশে রাখাটাও একটা শিল্প। " আমি বললাম , চমৎকার বলেছিস। এরপর হটাত আমাকে একজন ডাকলে আমি চলে গেলাম। আজ কেন জানি মনে হয় #Banker না হলেই ভাল। আর হা, যা বলছিলাম। আমরা কিন্তু আমার বন্ধুটির ভবিষ্যতে শুধু সুখ ই দেখতে পাচ্ছি। কি বলেন ! আমি ই যে কেন বুঝতে পারিনা বিষয়গুলো। আমার বারবার কেন জানি মনে হয় আমার প্রিয়তমা কে আমি কবিতার দু"লাইন শুনিয়েই সুখি করতে চাই। বেঁচে থাকলে না খেয়ে মরবো না এটাও মনে হয় নিশ্চিত। আমার কাছে এই ই ভালবাসা।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৭ রাত ১:৪৫

চাঁদগাজী বলেছেন:


লেখার পর, পড়েছেন? কেমন লাগলো আপনার কাছে? ভেতরে কিছু আছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.