নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাজ্জাদ এইচ হৃদয়ের আত্মকথা

সাজ্জাদ হৃদয়

আমি একজন বোকা মানুষ অযথাই হেঁটে যাই

সাজ্জাদ হৃদয় › বিস্তারিত পোস্টঃ

#কে_জানে_মেয়েটি_হয়তো_এখন_কারোর_হৃদয়ে_ঠোকর_মারে !

২৮ শে জুলাই, ২০১৭ রাত ১:৩২

অনেক দিন আগের কথা। কলেজে উঠেছি মাত্র। সরকারি কলেজ। ঝায়-ঝামেলা কম। আড্ডা মারার জন্য রয়েছে পর্যাপ্ত আলো বাতাস, সাথে বড় দুইটা মাঠ। তবুও খুব বেশী সময় নাই হাতে। পেয়ে গেছি এক ছাত্রী। সপ্তাহে ৫ দিন পড়াতে হবে। হাতে একদম সময় নাই। বাচ্চা মেয়ে। পড়ানো শুরু করলাম। চাপার জোর ভাল থাকায় ডাবল শিফট এ পড়ানোর জন্য ধরল। আগে ছিল অঙ্ক, ইংলিশ, বিজ্ঞান। এখন পড়াতে হবে সব। আরেক মাস্টর সাবের চাকরি নট। বেচারা ৫ বছর ধরে পরাচ্ছেন এই মেয়েটাকে। টাকা দরকার। রাজি হলাম। ফার্স্ট গার্ল। বাবা মার ত মেয়েকে নিয়ে সেই গর্ব। পড়াচ্ছি। খুব ভালো করছে। মাঝে সাঝে আমার পায়ে গুতা মারছে। মেয়ের মা দরজার সামনে সবজি কাটছে, পাহারা দিচ্ছে। মাঝে মাঝে বাবা এসে মেয়ের নামে কি কথায় জমা তার কথা আমাকে বলছেন, আমি বলদ মার্কা হাসি দিচ্ছি। অবস্থা সেই বেগতিক। আমি ছাত্র খোঁজা শুরু করলাম। এই ভদ্র মেয়েটাকে বাদ দিতে হবে। একদিনের কথা। মেয়ের মা জিজ্ঞেস করছে, বাবা তোমরা কয় ভাই বোন? আমি কইলাম খাইসে রে। বললাম , ১২ ভাই-বোন। মহিলার মুখে মেঘ নেমে এল। মেয়েকে পড়তে বলে চলে গেলেন। তখনও মাঝে মাঝে পায়ের ঠোকর খাচ্ছি। হুট করে একদিন মোটা বেতনের পড়ানো পেয়ে গেলাম। বন্ধ হল অনাকাঙ্খিত ঠুকরা ঠুকরি।এই সেদিন অবশ্য হটাত ওই ছাত্রীর সঙ্গে দেখা। মায়ের চেয়েও বেশী লম্বা হয়েছে। সামনে দাঁড়ালে আমাকেই ছাত্র মনে হবে। কে জানে, মেয়েটি হয়তো এখন কারোর হৃদয়ে ঠোকর মারে !

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৪২

প্রোলার্ড বলেছেন: আপনার হৃদয়ে কি ঠোকর মারার চান্স নেই তার ?

২৮ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩৯

সাজ্জাদ হৃদয় বলেছেন: অবস্থা দেখে মনে হচ্ছে কোন সুযোগ নেই, ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.