নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাজ্জাদ এইচ হৃদয়ের আত্মকথা

সাজ্জাদ হৃদয়

আমি একজন বোকা মানুষ অযথাই হেঁটে যাই

সাজ্জাদ হৃদয় › বিস্তারিত পোস্টঃ

৫০০ টাঁকা দে

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৪

পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে আমাদের অনেকেরই জীবনের খরচা খুব ই কম। কেমন কম বুঝিয়ে বলছি। আমার এক বন্ধুকে একবার বলেছিলাম যে ওর মাসের হাত খরচ কত। উত্তরটা শুনে আপনিও অবাক হবেন। " এই প্রতিদিন ৫০ টাকা , তাও প্রতিদিন লাগে না। ফটোকপি করতে গেলে লাগে। আম্মা অবশ্য ১০০ টাকা দিয়ে রাখে। এই টাকায় ২-৩ দিন ত ভালোমতোই চলে যায় " কি? অবাক হলেন তো। এর থেকে কমেও অনেকে দিন পার করছে। যদিও দেখে চেনার উপায় নেই। এই পৃথিবীতে যাদের দেখে আপনার সবচেয়ে বেশি সুখি আর আমুদে মনে হবে তারাই আসলে সবচেয়ে বড় অভাবে আছে। ছোট্ট একটা গল্প বলি। আমার এক বন্ধু ছিল। চোখে সানগ্লাস, হাতে ঘড়ি। খুব হাঁসি খুশি। চায়ের দোকানে চা, ঠোঁট জুড়ে ধোঁয়া। বিশাল এক ভাব নিয়ে আয়েশ করছে। ঐদিন অবশ্য কলেজে টাঁকা জমা দেওয়ার শেষ দিন। আমি ভাবলাম কি মজাতেই না আছে ব্যাটা। আমি টাঁকা জমা দিয়েছি অনেক আগেই। এখন যাচ্ছি পড়াতে। মাসের শুরু। সব স্টুডেন্টদের কাছ থেকে টাঁকা তুলতে হবে। সরকারি কলেজ বলে খরচ নাম মাত্র। তাই মাসের শুরুতেও আমার হাতে কয়েক হাজার টাঁকা। এসব ভাবতে ভাবতে আমি রাস্তা পার হচ্ছি। পার হয়ে একটা গলিতে ঢুকতেই আমার সেই বন্ধুটা আমার হাত ধরে দাঁড়ালো। এখন তার সেই সানগ্লাস বা ভাবসাব কিছুই নেই। করুন আকুতি ! ৫০০ টাঁকা দে, বাকিটা আমি বেবস্থা করবো। নইলে বিপদ হয়ে যাবে। ও আবার জানত যে আমার কাছে কিছু না কিছু টাঁকা থাকে। অনেকেই ধাঁর টার নিয়েছে আগে। আমি অবাক হলাম। টাকাটা দিলাম। আমি জানি এই টাঁকা ও কখনও ফেরত দিবে না। সে আশাও করিনা। আমি চলে গেলাম পড়াতে। প্রায় ঘণ্টা দেড়েক পরের কথা। আমি চায়ের দোকানের সামনে দিয়ে যাচ্ছি। আমার সেই আমুদে বন্ধুকে আমি আবার আবিস্কার করলাম। আর হাসলাম। পৃথিবীতে মনে হয় ভাদাইমাদের আলাদা রক্তের গ্রুপ আছে। আমি আমার মত বাসায় চলে গেলাম। আজ আমি সেই টাঁকা পাইনি। আজও ছেলেটির পরিবর্তন হয়নি।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬

সুমন কর বলেছেন: পরের টাকায় ফুটানি করার চেয়ে খারাপ বিষয় আর নেই !!

টাঁকা < টাকা।

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:১৭

রায়হানুল এফ রাজ বলেছেন: খুব খারাপ ব্যাপার।

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২২

বিজন রয় বলেছেন: হা হা হা .....
এরকম পাবলিক আমাদের সমাজে অনেকেই আছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.