নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাজ্জাদ এইচ হৃদয়ের আত্মকথা

সাজ্জাদ হৃদয়

আমি একজন বোকা মানুষ অযথাই হেঁটে যাই

সাজ্জাদ হৃদয় › বিস্তারিত পোস্টঃ

সবুজের বুকে লাল

১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১১

সবুজে ভরা একটি দেশ, আকাশে টকটকে লাল সূর্য। পাখিদের অবাধ স্বাধীনতা আকাশ জুড়ে উড়বার। ঘরে ঘরে বিজয়ের উৎসব , নৌকার পালে পালে আনন্দের সমারোহ। ভাবতে গেলেই কেমন স্বপ্ন স্বপ্ন লাগে। রিক্সা চলছে, বালিকার চুল খোলা, পড়নে লাল শাড়ি, হাত রাখা আছে প্রিয়জনের হাতে, চোখে আছে ঘর বাধার স্বপ্ন, সেই স্বপ্নে তারা আছে মগ্ন। ভরসার জায়গা হল এই যে কেউ তাদের এই ভাবনাকে মিথ্যা প্রমাণ করতে আসবেনা। কারণ, তারা একটি স্বাধীন দেশে বাস করে। এখানে বাঁচবার স্বাধীনতা আছে, চোখে চোখ রাখবার প্রশ্রয় আছে, আছে অভিমান ভেঙ্গে কাছে টেনে খোঁপায় বেলি ফুল জরানোর রোমান্স। এ দেশে রয়েছে অভাব, রয়েছে দারিদ্র। তবুও সবার মুখে হাঁসি, পরিপূর্ণতার হাঁসি। যে জাতি যুদ্ধ করে বিজয় ছিনিয়ে আনতে পারে তাদের আবার কান্না কিসের। সুখ – দুঃখ, অভাব – অনটন সব ই যে জয়ের সুতোয় গাঁথা। এ দেশে মানুষজন বড্ড বেশি। তাই হয়তো বিজয় দিবসে সবুজে সবুজে ছারখার হয়ে যায় পথ প্রান্তর। সবাই যে স্বাধীন দেশের পতাকা হাতে দাপরে বেড়াচ্ছে। হারানোর হাজারও ক্ষত জমে থাকা বুকে বয়ে নিয়ে চলছে লড়াই করে যাওয়ার শক্ত দম। বিজয় সুনিশ্চিত হবে এ দেশের মানুষের এই খবর তো পুরো পৃথিবী জানতো। কিন্তু এখনকার সময়টার কথা ভাবো। দেশটাকে তো বুক দিয়ে আগলে রাখতে হবে। হাতে হাত রেখে গড়ে তুলতে হবে এই সোনায় ভরা স্বদেশ। এ দায়িত্ব যে আমাদেরই। এ দেশের যোগ্য সন্তান হয়ে ফুলে – ফলে এ দেশকে ভরিয়ে তোলা যে আমাদের ই কর্তব্য। এ দেশের সবুজ প্রান্তর যখন তার অবারিত বাহু মেলে ধরে তখন তো বলতেই প্রান ব্যাকুল হয়, ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.