নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাজ্জাদ এইচ হৃদয়ের আত্মকথা

সাজ্জাদ হৃদয়

আমি একজন বোকা মানুষ অযথাই হেঁটে যাই

সাজ্জাদ হৃদয় › বিস্তারিত পোস্টঃ

কুয়াশা রোদের লুকোচুরি

১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১২

একটা দেশ, বাংলাদেশ। সাথে আছে ছয়টি ঋতু। ভিন্ন ভিন্ন তাদের সাজ, আছে বৈচিত্র্যের শত ভাজ। ধরা যাক শীতকালের কথা। কুয়াশা রোদের সে এক অন্য রকম লুকোচুরি যেন কুয়াশার ভাজে ভাজে রোদ ঘাপটি মেরে আছে। আর মোড়ে মোড়ে ঘাপটি মেরেছে নানা শ্রেণি – পেশা – বয়সের মানুষ । খেজুর গাছে ঝুলছে রসের হাড়ি। উনুন জ্বলছে, চলছে পিঠা খাওয়ার বাড়াবাড়ি। এই বাড়াবাড়ি গ্রামের দিকেই বেশি দেখা যায়। শহুরে মানুষজনও নিজেদেরকে এই আমেজ থেকে বঞ্চিত করতে চায় না। তাই শহরের মোড়ে মোড়েও বসে পিঠার দোকান, বিশেষ করে ভাপা পিঠার দোকান । শীতের হাওয়া গায়ে মাখতে চাদর গায়ে গুটি গুটি পায়ে নামে শহুরেরা, হাত পাতে পিঠার দোকানে মিঠা উষ্ণতার খোজে। গ্রামের চিত্রটা একটু ভিন্ন। ঘরে ঘরে পিথা তৈরি হয় এখানে, দোকানও বসে কম বেশি। দোকানে ভির করে মানুষজন। এই মানুষগুলো খুব ছুটাছুটি করে না। পিঠা নিয়ে বসে, খেতে খেতে আড্ডা দেয়। এদের প্রত্যেকে প্রায় প্রত্যেককে চেনে। তাই আলোচনাও হয়ে উঠে সাবলীল। শীতের দাপট কমানোর জন্য থাকে একটি আগুন জ্বালানর জায়গা। পিঠা নিয়া সবাই ওটার পাশেই বসে। যারা এখন পিঠা পায় নি তারা লাইন ধরে উনুনের পাশে। তবে কারোর ই কন কাজ থেমে থাকেনা, হোক না সে গ্রাম্য বা শহুরে কেউ। রাখাল গরু নিয়ে হেটে চলে, রাজনীতিবিদ বড় বড় কথা বলে, চাষে মন দেয় কৃষক, গৃহিণীরও থাকে কর্মভার। কারোর অবসর নেই। পেটের দায়ে কম্বলের আরাম ছেড়ে নেমে পড়েছে ভিক্ষুক , হিম শীতে রিক্সার চাকা রয়েছে গতিশীল। উপায় কি ! চাকা থেমে গেলে যে জীবনও থেমে যাবে। ধিরে ধিরে সুরজের দাপট বাড়ে, কেটে যায় কুয়াশার আধিপত্য। পুরোপুরি কেটে যায় না। থেকে যায় রেশ অনেকটা সময় জুড়ে। যার যার কাজে নেমে পড়ে সবাই। এক মুহূর্ত দাঁড়াবার অবসর নেই কারোর। এই চলাচলের ভিড়ে যে উষ্ণতার তৈরি হয় তাতে শীত বেচারা একটু ভয় ই পায়। তবে আবার জেকে বসে বিকেলের ঠিক পরপর। কাপাকাপির খেলায় নামিয়ে দেয় সবাইকে। যাদের বস্ত্র নেই তারা কাপে কম। তারা সয়ে যায়। কাপাকাপির বিলাসিতা তাদের জন্য নয়। তাদের জীবন কাটে অন্য কারোর দয়ায়। যেন স্রষ্টার দয়া যথেষ্ট হচ্ছে না ! এও যে বিধাতার এক খেলা, এও যে রঙেরই মেলা ।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.