নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাজ্জাদ এইচ হৃদয়ের আত্মকথা

সাজ্জাদ হৃদয়

আমি একজন বোকা মানুষ অযথাই হেঁটে যাই

সাজ্জাদ হৃদয় › বিস্তারিত পোস্টঃ

একটি_সাক্ষাৎকারের_আত্মকথা

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১:৫৮

'ভাই, কেমন আছেন?'
'এইতো চলছে।'
'সামনে বই মেলা, বেশ লেখার চাপ যাচ্ছে তাই না?'
'তেমন টা না।'
'মানে?'
'আমি আসলে চাপ নিয়ে লিখি না, ভাই। এমনিতেই মানুষ গালাগালি করে লেখা পড়ে। লিখে যদি মনের সুখ টা না হয় তবে গালি খাওয়ার জন্য তো আর লিখা যায় না!'
'কি যে বলেন!'
'আপনারা যা করেন !'
'মানে?'
'মানে আপনারা তো বই টা পড়েন ই গালাগাল দেবার জন্য। আমার মত নয়া পাপী হলে তো কথাই নেই। জল ঘোলা করে নেমে পড়েন সাহিত্য গুণ খুজতে।'
'তার মানে কি এবার বই মেলায় বই আসছেনা? সহজ কথা বলুন!'
'না, আসছে না!'
'প্রথম বই ই ফ্লপ খাওয়ায় সোজা হয়ে গেলেন দেখছি।'
( মুচকি হাসলাম)
'হাসছেন কেন?'
'বাজে লেখার দায়ে কি হাসতেও দিবেন না নাকি! এ যে আমার অধিকার।'
'আচ্ছা বলুন তো, আপনার লেখা মানুষ কেন পড়বে?'
'পড়তে হবেই যে সে কথা কেউ বলেছে নাকি!'
'ভুলভাল লেখা পড়ার জন্য মানুষকে বলেন, এটা কি খারাপ কাজ নয়?'
'অবশ্যই খারাপ কাজ। তা আপনার কাছে কতগুল বই ঘচালাম তার হিসাব রাখেন!'
'আমি কিন্তু আপনার একটা বই মেলা থেকে কিনেছিলাম। আপনি ছিলেন না তাই অটোগ্রাফ তা নিতে পারি নাই।'
'কেন যে টাকাগুলো নষ্ট করলেন, খুব খারাপ লাগছে।'
'কবিতা যে আপনি খুব খারাপ লিখেন ঠিক তা নয় ।'
'তবে!'
'তবে আরও গভীরে যাওয়া উচিৎ।'
'আপনি বলছেন বলে !'
'আমি কিন্তু আপনার একটা সাক্ষাৎকার নিচ্ছি, উত্তরগুলো সোজাসুজি দিলেই ভালো হয়। '
'যা বলেছি সব ই শুনেছেন, বাকিটা মাখিয়ে দেবেন। পাবলিক পড়ে মজা পাবে। আপনারও সুনাম হবে।'
'আমি সুনামের কথা ভাবি না।'
'আমি যে ভাবছি সে কথা আপনাকে কেউ কি বলেছে।'
'আপনার সাথে কথা এখানেই শেষ করছি। তবে হে, লেখালেখি টা ছাড়বেন না। সৃষ্টির জগতে আপনাদের প্রয়োজন রয়েছে।'
(আমি আবার মুচকি হাসলাম)

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ৩:১৬

জাহিদ অনিক বলেছেন:

পড়লাম আপনার স্ব-সাক্ষাৎকার।

লেখালেখিটা ছাড়বেন না। অন্তত নিজের জন্য হলেও--

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০১

সাজ্জাদ হৃদয় বলেছেন: ধন্যবাদ ।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সকাল ৯:১০

অর্ধ চন্দ্র বলেছেন: মুচকি হাসিতে বুঝেই নিলাম অনেক কিছু!

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০১

সাজ্জাদ হৃদয় বলেছেন: ধন্যবাদ ।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৮

রাজীব নুর বলেছেন: লেখাটা পড়ে আমিও একটু মুচকি হেসে দিলাম।

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০১

সাজ্জাদ হৃদয় বলেছেন: ধন্যবাদ ।

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১০

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: ভালো লাগলো একটি সাক্ষাৎকারের আত্মকথা।

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০২

সাজ্জাদ হৃদয় বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.