নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাজ্জাদ এইচ হৃদয়ের আত্মকথা

সাজ্জাদ হৃদয়

আমি একজন বোকা মানুষ অযথাই হেঁটে যাই

সাজ্জাদ হৃদয় › বিস্তারিত পোস্টঃ

এক খাবলা ভেটকি

০৮ ই মার্চ, ২০১৮ রাত ১১:২৯

এক জীবনে দুঃখ পাবার মতো বহু বিষয় আছে, অহঙ্কার করবার মতো একটিও নেই। তবু আমরা অহংকারী সেজে বসে আছি। সেজে বসে আছি বলছি এই জন্য যে আমরা নিজেরাও মাঝে মাঝেই বুঝতে পারি যে তেমন কিছুই তো হয়নি জীবনে, ঢের এখনও বাকি। এই জন্যেই হয়তো হতাশার সমুদ্রে মাঝে মাঝেই ডুবে যাই, উদ্ধারকারী জাহাজ হিসেবে আমাদেকে উদ্ধার করে খাঁটি কিছু ' motivational speech '। যুদ্ধ আবার শুরু। প্রকৃতি আমাদের মধ্যে অপার সম্ভাবনা দিয়েছে, সম্ভব করবার ক্ষমতা দিয়েছে খুব অল্প। জীবনে প্রাপ্তির মোট পরিমান যদি ১০০ ধরা হয় তবে তা সকলের জন্যই সমান। বিষয় হল যে কে কোন খাত থেকে কত নম্বর তুলে নিতে চায়। কেউ ১০ টি খাত থেকে ১০ করে লুফে নেয় , আবার কেউ ২ টি খাত থেকেই ১০০ লুফে নেওয়ার নেশায় মেতে উঠে। ফলাফল যে খুব একটা প্রীতিকর ব্যাপারটা তা নয়। তবুও তো ছুটতে হবে, ইন্দুর দৌর বলে কথা কিনা ! আজকাল মানুষ হউয়া তেমন কোন বড় পরিচয় নয় যদিনা বিশেষ কোন পদ, পদবি, পুরস্কার কাঁধে না উঠে। আমরা মানুষরা কেন যেন ঘন ঘন নিজেদের বড় করতে গিয়ে বেশ লজ্জায় পড়ে যাই, সে লজ্জা মুছবার মেক আপ ও জোগাড় করি অতি উচ্চ মূল্য দিয়ে। সাথে মুখ জুড়ে রাখি এক খাবলা ভেটকি !

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৮ রাত ১২:৪৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভেটকি না রাখলে লোকে পছন্দ করবে না। ভালো মানুষ সাজার জন্য হলেও ভেটকি রাখা জরুরি!

২| ০৯ ই মার্চ, ২০১৮ রাত ১২:৫৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভেটকি শব্দের অর্থটা বোধগম্য হল না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.