নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অধরায় অধরা

সেরাজুম মুনীরা ১৪১

সেরাজুম মুনীরা ১৪১ › বিস্তারিত পোস্টঃ

সরকারী বনাম বেসরকারী চাকুরীজীবী

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:০৪

দারুণ খুশী সরকারি চাকুরীজীবীরা বেতন বাড়ার কারণে....এই বাড়া বেতন যে কতভাবে এডজাস্ট হচ্ছে আর হবে তা কেউ ভেবে দেখছে না.....বিদ্যুৎ বিল, গ্যাস বিলের বৃদ্ধি দিয়েই শুরু....আরো বাড়বে নানা বিল...দ্রুত আসন্ন দ্রব্যমূল্য বৃদ্ধি...সামনের বাজেটেও দেখা যাবে কত সব পরিকল্পনা...সব কিছু বেতন বৃদ্ধিকে ঘিরে....হয়তো এবার সরকারী চাকুরীজীবীরা এর সঙ্গে এঁটে উঠতে পারবেন কারণ দিগুন তাদের বেতন...কিন্তু যারা বেসরকারী চাকুরীজীবী...তাদের কি হবে? তাদের কথা কি ভাবা উচিত না সরকারের? এদেশের বাসিন্দা তো তারাও....এমন অসমাঞ্জস্যতা কি সরকারী বনাম বেসরকারী আন্দোলন ডেকে আনবে না??? হাসবে কি শুধু সরকারী কর্মচারীরাই???? বেসরকারী কর্মচারীরা কি এদেশের অভিবাসী?????

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:১২

ভোরের সূর্য বলেছেন: এটা আসলে শুভংকরের ফাঁকি।যেভাবে বলা হচ্ছে আসলে ততটা বেতন বাড়বে না।শুধু যারা একদম নতুন চাকরিতে ঢুকেছেন এবং যারা একদম উপরের পদে আছেন তারাই লাভবান হবেন।উদাহরণ হিসেবে ১৬তম গ্রেডের মূল বেতন আগে ছিল ৪৭০০টাকা এবং নতুন বেতন কাঠামোতে ৯৩০০টাকা।আপাত দৃষ্টিতে মনে হচ্ছে দিগুন বেতন বেড়েছে কিন্তু আমার এক আত্মীয় এই ১৬তম গ্রেডে চাকরি করেন কিন্তু মজার বিষয় হচ্ছে তিনি ৪৭০০টাকায় চাকরি শুরু করে প্রতিবছর কিছু কিছু করে মূল বেতন বেড়ে বেড়ে এখন তার মূল বেতন ১০হাজার টাকা অথচ নতুন বেতন স্কেলে তার বেতন ৯৩০০টাকা।এবার বলুন আমার আত্মীয়ের বেতন কোথায় বাড়লো?আর ১৫লাখ সরকারি চাকরিজীবির মধ্যে যারা লাভবান হবেন মানে একদম নতুন চাকরিজীবি কিংবা উচ্চ পদের উপসচিব কিংবা সচিব ক্যাটাগরির সংখ্যা আর কত।বেশিরভাগই কিন্তু আমার সেই আত্মীয়র মতন চাকরিজীবি।



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.