নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অধরায় অধরা

সেরাজুম মুনীরা ১৪১

সেরাজুম মুনীরা ১৪১ › বিস্তারিত পোস্টঃ

এটা গল্প হলেও পারতো...

০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩০

চাপা কান্নার একটা গোঙ্গানীতে ঘুমটা ভেঙে গেলো...চোখ গড়িয়ে তখনো পড়ছে পানি...বুঝলাম ভরদুপুরে দুঃস্বপ্ন দেখছিলাম....মনটা এত্তো বেশী খুশিতে ভরে গেলো....লাফ দিয়ে উঠে ফোন করলাম ওকে...বললাম কোথায় তুমি?...তোমাকে নিয়ে খুব বাজে একটা স্বপ্ন দেখেছি...ও বললো...”কি স্বপ্ন?” মাথা নেড়ে বললাম ” নাহ..ফোনে বলবো না, আজ তোমার সাথে দেখা হোক তখন বলবো”.....

সন্ধ্যায় রবীন্দ্র সরোবরের সেই প্রিয় জায়গায় গাছের নীচে বসে শুরু করলাম স্বপ্নের গল্প....বললাম “জানো আমি স্বপ্নে দেখেছি তুমি তোমার অফিসের এক কলিগকে বিয়ে করেছো...আমার সে কি কান্না...মরেই যাচ্ছিলাম আমি....এত্তোগুলো ঘুমের ঔষধ, ডেটল আর হারপিক খেয়ে তো আমি হাসপাতালে.....যদিও হারপিকের বোতলে খুব বেশী হারপিক ছিলো না...বলেই হাসতে শুরু করলাম...বললাম “শোনো যাবার পথে কিন্তু একটা হারপিক কিনতে হবে”....ও বললো “ আবারো হারপিক..কখনোই আর কিনবো না”....আমি মাথা নেড়ে বললাম, “হুম বুঝেছি দিবাস্বপ্ন সত্যি হয় এই ভেবে বুঝি কিনবে না??? এ কথা শুনে ও আমাকে মারতে হাত ওঠালো....দুজনেই হাসতে হাসতে মরে যাচ্ছি....

প্রচণ্ড এক ঝাঁকুনীতে হঠাৎ চোখ মেললাম...নিজের কানে নিজেই যেনো সেই হাসি শুনতে পেলাম...এবারেও লাফ দিয়ে বিছানায় উঠে বসলাম...পিসিতে গান বাজছে....কিছুই বুঝতে পারছি না....কোনটা স্বপ্ন? এটা না ওটা??? বিছানার পাশে সেল ফোনটা নিয়ে কাছের এক ফ্রেন্ডকে ফোন দিলাম...বললাম “ আচ্ছা শোন এই যে আমি কথা বলছি তোর সাথে, এটা কি স্বপ্ন না বাস্তব”? ও আমার কথা শুনে আকাশ থেকে পড়লো...বললো “ পাগলা গারদে একটা সিট বুকিং দে...রাত তিনটায় ফোন করে এসব কি বলছিস? হুমায়ুন আহমেদ বেঁচে থাকলে ঠিকই এখন তোকে নিয়ে একটা উপন্যাস লিখতেন, যা শুরু করেছিস কটা দিন...আমি বললাম ”উনি তো আমাকে নিয়ে লিখতেই চেয়েছিলেন কথাটা কি মিথ্যে??? ও বললো...”হয়েছে এবার ঘুমা”....রাগে কেটে দিলাম ফোনটা....

ফোনলিস্ট থেকে এবার রাত জেগে থাকা আরো একজনকে ফোন দিলাম....”আচ্ছা বলোতো এই যে আমি তোমার সাথে কথা বলছি এটা কি বাস্তব???”...উনি বললেন...”What's ur problem Odhora"? He is gone and gone....This is reality...you have to understand and accept that".... উনার কথায় দীর্ঘ একটা শ্বাস বেরিয়ে এলো....আবারো ফোনটা কেটে দিলাম....উনি কল দিলেন কয়েকবার...ধরলাম না.....

সত্যিটা বুঝলাম, গান শুনতে শুনেতে চার রাত জেগে থাকার পর অটোমেটিক পাঁচ রাতের রিএকশন....সেই সাথে আরো বুঝলাম, ওটা ছিলো স্বপ্নের ভেতর আর এক স্বপ্ন...বাস্তব এটাই যে দিবাস্বপ্নটাই সত্যি......এলোমেলো পায়ে হাতড়ে অনেক কষ্টে বিছানার সেই জায়গাটায় এসে বসলাম....অজান্তেই গাল ছুঁয়ে গেলো নোনাজল ...আর তখন কানে ভেসে এলো পিসিতে চলা গানের কথা “ এটা গল্প হলেও পারতো,
পাতা একটা আধটা পড়তাম...খুব লুকিয়ে বাঁচিয়ে রাখতাম তাকে”........গানের কথাগুলো মিলে যাওয়ায় অশ্রু আর নীরব থাকলো না.....চিৎকারে বেরিয়ে এলো পাগলের মতো কান্না...সত্যিই তো.....এটা গল্প হলেও পারতো............

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৫

হামিদ আহসান বলেছেন: গল্প হলেও পারত ....ভাল লাগল লেখাটি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.