নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অধরায় অধরা

সেরাজুম মুনীরা ১৪১

সেরাজুম মুনীরা ১৪১ › বিস্তারিত পোস্টঃ

সালাম মানে শান্তি, অশান্তি নয়.....

১৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

দৃশ্যপট ১
অফিসে বসের সাথে দেখা রাজীবের...”স্লামালাইকুম স্যার”...স্যারও উত্তর দিলেন “ওয়ালাইকুমস্লাম”...

দৃশ্যপট ২
ক্লাসে ঢুকেই শিক্ষককে দেখে রাজু বলে উঠলো “”স্লামালাইকুম স্যার”..না তাকিয়েই গম্ভীর কন্ঠে শিক্ষক জবাব দিলেন সালামের “ওয়ালাইকুমস্লাম”...


এমনি প্রতিদিন আমরা শত সালাম ও তার জবাব দিয়ে যাচ্ছি...ধর্মের চেয়ে সালামের ব্যাপারটা আমাদের দেশে অনেকটা প্রথা হিসেবেই চালু হয়ে গেছে। আর তাই ভিন্ন ধর্মের ব্যক্তিদেরও দেখা যায় সালাম দিতে।

সালাম মানে শান্তি...কিন্তু এই শান্তি কামনায় প্রতিদিন আমরা একজন আরেকজনের জন্য ডেকে এনে চলেছি চরম অশান্তিকে... আর তাই অশান্তি আমাদের পিছ ছাড়ে না....নিশ্চই প্রশ্ন করবেন কিভাবে??? উত্তরটা সহজ...

”আসসালামু আলাইকুম” এর অর্থ “আল্লাহ আপনাদের ওপর শান্তি বর্ষণ করুন”..উত্তরে ” ওয়া আলাইকুম আসসালাম” অর্থাৎ “ আল্লাহ আপনাদের ওপরও শান্তি বর্ষণ করুন”....দুটোই একে অন্যের শান্তির জন্য দোয়া কামনা করা ...

কিন্তু আমরা সবাই সালামকে বিকৃত করে বলি “স্লামালাইকুম”...জবাবে “ওয়ালাইকুমস্লাম”...তাহলে কি করে শান্তি কামনা করা হয়? ইসলামে “স্লামালাইকুম” বলে কোনো কিছু নেই...এভাবে সালাম দিয়ে সালামকে বিকৃত করে একদিকে আমরা যেমন হচ্ছি গোনাহগার অন্যদিকে, নিজেও অন্যর জন্য অশান্তি কামনা করে, অন্যর কাছ থেকে চেয়ে নিচ্ছি নিজের অশান্তির দোয়া...

তাই একজন মুসলমান হিসেবে বিশেষ অনুরোধ...সালামের ও সালামের জবাব সঠিকভাবে দিন...কেউ ভুল করলে সালামের জবাব না দিয়ে তাকে শুধরে পাল্টা ”আসসালামু আলাইকুম” বলুন...সত্যিকার অর্থে বহুল ব্যবহৃত সালাম যদি অর্থবহ হয়ে ওঠে, তাহলে নিশ্চই পরম করুণাময় আল্লাহ আমাদের প্রকৃত অর্থেই শান্তি ফিরিয়ে দেবেন...জুড়ে থাকা অশান্তির জন্য দায়ী তো আমরা নিজেরাই...আল্লাহ আমাদের সবাইকে সঠিকটা বোঝার তৌফিক দিন....পোস্টটা শেয়ার করুন... সবাইকে ভুল শোধরাতে সহায়তা করুন...

তো এখন থেকেই শুরু হয়ে যাক....সবাইকে “আসসালামু আলাইকুম”...

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ওয়ালাইকুম আস্‌ সালাম
কেউ ভুল করলে সালামের জবাব না দিয়ে তাকে শুধরে পাল্টা ”আসসালামু আলাইকুম” বলুন..............
ভালো আইডিয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.