নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অধরায় অধরা

সেরাজুম মুনীরা ১৪১

সেরাজুম মুনীরা ১৪১ › বিস্তারিত পোস্টঃ

তোপধ্বনি

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৯

অফিস থেকে বের হতেই দেখি পরিবেশটা কেমন যেনো থমথমে...দু’চারটা মানুষ এদিক ওদিক ছুটোছুটি করছে...হঠাৎ একজন এসে বললো, পালান জলদি, গোলাগুলি হচ্ছে....তার কথার মানে বুঝতে না বুঝতেই দেখি সামনে রক্তাক্ত একজনের লাশ পড়ে আছে...প্রাণ ভয়ে মানুষ দৌড়ে পালাচ্ছে...কখন কার গায়ে গুলি লাগে ঠিক নেই...আমি কোথায় যাবো কি করবো কিছুই বুঝতে পারছি না...আবারো গুলির শব্দ ধুম ধুম ধুম....খোলা জায়গায় দাঁড়িয়ে আমি...চোখ বন্ধ করলাম এবার বুঝি গুলিটা আমার গায়েই এসে বিধঁবে...মনে মনে ভাবলাম, কত মানুষ যে মারা যাচ্ছে কে জানে???

আবারো চোখ মেললাম...ফের সেই শব্দ ধুম ধুম ধুম...কিছুই বুঝে উঠতে পারছি না...তবে এবার আর রাস্তায় দাঁড়িয়ে না... নিজেকে আবিষ্কার করলাম বিছানায়....হাফ ছেড়ে বাঁচলাম ওটা স্বপ্ন ছিলো...আর বুঝলাম সেই ধুম ধুম ধুম শব্দটা বিজয় দিবসের ধুপ ধুপ ধুপ তোপধ্বনির.......সাথে সাথেই কল্পনায় চলে গেলাম একাত্তরে সেই দিনগুলোতে..সেটা তো স্বপ্ন ছিলো না...সে সময় প্রতিটি মুহুর্ত কতটাই না আতঙ্কে থাকতে হয়েছে মানুষগুলোকে....জীবনও দিতে হয়েছে কতজনকে...কিছুক্ষনের জন্য বিজয় দিবসে সত্যিকার অর্থে স্বাধীনতার সুখ উপভোগ করলাম......মহান আল্লাহপাক অর্জিত এই স্বাধীনতাকে যেনো সত্যিকার অর্থেই আমাদের প্রাপ্তি করে দেন সেই প্রত্যাশায় বিশেষ দিনটা শুরু করলাম.....শুভ বিজয় দিবস ২০১৫....

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.