নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অধরায় অধরা

সেরাজুম মুনীরা ১৪১

সেরাজুম মুনীরা ১৪১ › বিস্তারিত পোস্টঃ

যেমন কর্ম তেমন ফল

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১১

রাজধানীর এক শপিং কমপ্লেক্সে কিছু জিনিস কেনাকাটার পর সেলসম্যানকে টাকা দিলাম...ভাংতি ফেরত দিতে যেয়ে ভুলে সে আমাকে দিলো অনেকগুলো টাকা...আমি বললাম ”অাপনি ভুল করছেন”...সে ভাবলো আমি আরো টাকা দাবি করছি...আমি বললাম “ভাই, টাকা চাচ্ছি না আপনি আমাকে অনেক বেশি টাকা দিয়ে দিয়েছেন”...টাকাগুলো ফেরত নিতে নিতে সে আমার চেহারার দিকে হা করে কি যেন দেখতে লাগলো....এরপর বললো “আপা আপনার কি লাগবে নেন, টাকা দিতে হবে না”...আমি বোকা বনে গেলাম...বললাম “আরে আপনার টাকা আপনাকে ফেরত দিলাম তাতে জিনিস নেবো কেন?”....একটু আগেই দরদামে যে মানুষটা এক টাকার ছাড়ও দিতে চাইছিলো না, আর এখন সে বিনা টাকায় আমাকে জিনিস দিতে চাইছে....বড়ই বিচিত্র মানুষ...হাসতে হাসতে বেড়িয়ে এলাম দোকান থেকে....

বাসায় ফিরলাম...এই যা আজ শেয়ার মার্কেটটা দেখা হলো না....তাড়াহুড়ো করে ফ্রেস হয়ে পিসি অন করলাম....ক’দিন ধরেই শেয়ার মার্কেটটার অবস্থা এতো বেশি খারাপ যাচ্ছে....ভয়ে ভয়ে আমার কেনা শেয়ারের মূল্য দেখতে ডিএসই’র পেজ ওপেন করলাম....”ইসসস না জানি আজ আবার কতো কমলো”....আরে অবাক কাণ্ড...চোখকে বিশ্বাসই হচ্ছে না....বার বার রিফ্রেশ দিলাম...প্রচণ্ড খুশীতে মনটা ভরে উঠলো...অনেক বেশি বেড়েছে শেয়ারটা....কিন্তু দাম বাড়ার পেছনে সঠিক কোন কারণ খুঁজে পেলাম না...হঠাৎ মনে পড়ে গেলো সেলসম্যানের সেই ভুলের কথা.... হয়তো ফিরিয়ে দেয়া সামান্য কটা টাকাই কয়েকশ গুন হয়ে ফিরে এসেছে আমার কাছে...সীমাহীন শুকরিয়া জানালাম আল্লাহপাকের কাছে...মনে মনে ভাবলাম...সত্যিই মানুষের কর্মই নির্ধারণ করে তার ভাগ্য....আর প্রতিটি যোগ বিয়োগের হিসেব মানুষের কাছে এভাবেই ফিরে আসে কর্মফল হয়ে....মিছেই আমরা ভাগ্যের দোষ দেই....ভাগ্যের চাবিটা কিন্তু পরম করুণাময় আমাদের হাতেই দিয়ে রেখেছেন....শুধুমাত্র প্রয়োগের ব্যাপার...মহান আল্লাহপাক আমাদের সবার সহায় হোন...আমীন...

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪০

সরদার হারুন বলেছেন: আপনার লেখাটা দিয়ে কি বোঝাতে চেয়েছেন ?আপনার সততায় আল্লাহ আপনাকে পুরস্কার দিয়েছেন ?
কিন্ত শেয়ার বাজার ইসলামে বৈধ কিনা তা আগে জেনে নিয়ে দেখুন । ।

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৯

ঢাকাবাসী বলেছেন: পান্তা ভাতে ঘী!

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩১

আজমান আন্দালিব বলেছেন: শেয়ার বাজারে এত লাভ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.