নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রংধনু প্রকৃতি

শাবা

হাসতে হাসতে বেদনা ভোলা চাই.... আমি হেঁটে বেড়াই সীমাবদ্ধ পৃথিবী ফুরিয়ে যায়। সত্যের ভূবনে সবই সত্য শুধু মিথ্যা আমার অস্তিত্ব। * শামীমুল বারী নামে আমার অন্য একটি ব্লগ রয়েছে।

শাবা › বিস্তারিত পোস্টঃ

৩টি ছড়া

১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৫

১. আয় আয় সোনামনি



আয় আয় সোনামনি

ভাত মেখেছি কতখানি

একটু খেয়ে যা

বলটা নিয়ে যা।



চাঁদমামা একটু খাবে

ময়নাপাখি একটু নিবে

দাদা-দাদু পেট ভরাবে

বাকীটুকু খোকন খাবে।



আয় বাবা খেয়ে যা

সব কিছু নিয়ে যা।



তেমন কিছু খায় না

অসুখ ব্যারাম যায় না

পেট ভরে না তার

মন ভরে না মার।



২৬.১২.২০১৩



২. ফণা তুলছে সাপ



ফণা তুলছে সাপ

ওরে বাপরে বাপ

সাপ করে হোস ফোস

রেগে তার নেই হুশ।



ছোঁ মারছে যারে তারে

ছুটছে সে দ্বারে দ্বারে

পালায় সবাই দিক-বেদিক

লুকিয়ে যায় এদিক সেদিক।



তাই না দেখে খোকন সোনা

লাঠি নিয়ে দেয় হানা

সাপ তখন দেয় ছুট

হুট হুটা হুট হুট।



০৫.০১.২০১৪





৩. আমি এখন বাবু নই



“এই দেখনা কত খেলনা

নয় তাতো কোন ফেলনা,

ব্লক, বেলুন, গাড়ি, ট্রেন

ট্রাক, রোবট আছে প্লেন।

আর কি চাও?

নাও, তবে নাও।

মজার মজার খেলনা

লাগবে তোমার আর না।”



“আমি এখন বাবু নই,

ইসকুলে পড়ি,

খেলনা আর চাই না

বলতে পারি।

আমায় তুমি এনে দাও

কমপিউটার-

সব কিছু আছে তাতে,

কম কী তার?

আঁকবো, পড়বো, খেলবো

অনেক অনেক শিখবো।

আমি এখন হচ্ছি বড়

আমায় নিয়ে শিখতে চলো।”



১৫.০১.২০১৪

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৯

মোঃ আনারুল ইসলাম বলেছেন: সুন্দর!!!!!!!!!

১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৮

শাবা বলেছেন: ধন্যবাদ।

২| ১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২২

আরজু পনি বলেছেন:

বাহ খুব সুন্দর ছড়া...।
ভালো লাগলো পড়তে ।

অনেক শুভেচ্ছা রইল শাবা ।।

১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৭

শাবা বলেছেন: শুভেচ্ছা জানবেন।
কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।

৩| ১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪০

আমার কোন প্রশ্ন নাই বলেছেন: সুন্দর ছড়া। তিন চাকার জীবন।

১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫০

শাবা বলেছেন: ধন্যবাদ। তিন চাকার জীবনকও সুন্দর হয়েছে।

৪| ১৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৬

স্বপ্নবাজ অভি বলেছেন: বাহ !

১৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৬

শাবা বলেছেন: ধন্যবাদ।

৫| ১৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৬

কোবিদ বলেছেন:
কবির সাথে পরিচিত হয়ে ভালো লাগলো।
শুভেচ্ছা ও শুভকামনা রইলো।

১৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৮

শাবা বলেছেন: ধন্যবাদ কোবিদ।

৬| ১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ছড়া শা বা । :)

১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৪

শাবা বলেছেন: শিশুদের নিয়ে তেমন একটা কাজ করেনি। শিশুতোষ কিছু লেখার চিন্তা থেকেই এসব ছড়ার উদ্ভব। আসলে কেমন হচ্ছে বলতে পারবো না। আপনাদের মন্তব্যে উৎসাহিত হচ্ছি।
ধন্যবাদ আনোয়ার ভাই।

৭| ২১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

ইখতামিন বলেছেন:
ছড়াগুলো অনেক সুন্দর লাগলো

২২ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৩

শাবা বলেছেন: ধন্যবাদ ইখতামিন। অন্য লেখাগুলো পড়ার আমন্ত্রণ।

৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৪

বাকপ্রবাস বলেছেন: সুন্দর

আয় আয় চাঁদ মামা
খোকন খোকন ডাকপাড়ি
বাবুরাম সাপুড়ে

ছোটবেলা পড়ার আমেজটা পাওয়া গেছে

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০০

শাবা বলেছেন: আসলে ছোটদের উপযোগী লেখেলেখি খুব কমই হচ্ছে। আমি এগুলো আমার সন্তানের জন্যই লিখেছিলাম।ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.