নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রংধনু প্রকৃতি

শাবা

হাসতে হাসতে বেদনা ভোলা চাই.... আমি হেঁটে বেড়াই সীমাবদ্ধ পৃথিবী ফুরিয়ে যায়। সত্যের ভূবনে সবই সত্য শুধু মিথ্যা আমার অস্তিত্ব। * শামীমুল বারী নামে আমার অন্য একটি ব্লগ রয়েছে।

শাবা › বিস্তারিত পোস্টঃ

শুভ্রতা

২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৮

একদিন কোন এক অবসরে

চিন্তা মগ্নে নিজেকে হারিয়ে

শত শত দৃষ্টি এড়িয়ে

সত্বা তার চলে যায় অনেক দূরে।



শুভ্র ফুলের শুভ্র বাহার- চোখ জুড়ে যায় তার,

শুভ্রতা ঘেরা বিশাল জগতে

মৌনতা ভরা বিপুল আশাতে

হাসি আর ভালবাসার বিরাট আয়োজনে

রঙ্গিন প্রজাপতির চলন্ত আসনে

হৃদয় বীণে বাজে যেন সুখের নূপুর।



ভরা দুপুর- আমেজ তার কত যে মধুর,

দৃষ্টি ঠেকা সূর্য-কিরণে

ভাসমান আলোক সম্ভারে

দুগ্ধবর্ণিল আকাশ তলে

তুষার শুদ্ধ আলোক নলে

পূর্বাপর সুখ-দুখের নেই যে কছুর।



গোধুলী বেলাতে, আলো-আঁধারীর ধ্যানেতে

পাখিদের নিক্কন ঝংকারে

আহ্লাদের শূন্য হুংকারে

কোলাহল-মৌনতায়

বিপুল বিচিত্রায়

শ্বেত আনন্দের ঢেউ জাগে মনেতে।



নিকষ অন্ধকারে ফুটে উঠে আঁধারী শুভ্রতা

প্রাণ প্রাচুর্যে ভরা সত্বা তার

কালিমা-গ্লানি মুছে আবার

ফিরে আনন্দ-বেদনা ভূমিতে,

উচ্ছ্বাসের ঢেউ খেলে মায়াবী নিশিতে

তনুমনে তার জেগে উঠে আবার পবিত্রতা।





১২.১০.১৯৯৯





মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭

ইখতামিন বলেছেন:
গোধুলী বেলাতে, আলো-আঁধারীর ধ্যানেতে
পাখিদের নিক্কন ঝংকারে
আহ্লাদের শূন্য হুংকারে
কোলাহল-মৌনতায়
বিপুল বিচিত্রায়
শ্বেত আনন্দের ঢেউ জাগে মনেতে।

অনেক অনেক সুন্দর লাগলো।

২৫ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৬

শাবা বলেছেন: ধন্যবাদ ইখতামিন। একটা গভীর অর্থ ও ছন্দ এ কবিতায় লুকিয়ে আছে, সবাই তা ধরতে পারে না।

২| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব ভালো লাগলো!

২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৭

শাবা বলেছেন: ধন্যবাদ স্বপ্নবাজ অভি।

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৫

লাবনী আক্তার বলেছেন: নিকষ অন্ধকারে ফুটে উঠে আঁধারী শুভ্রতা
প্রাণ প্রাচুর্যে ভরা সত্বা তার
কালিমা-গ্লানি মুছে আবার
ফিরে আনন্দ-বেদনা ভূমিতে,
উচ্ছ্বাসের ঢেউ খেলে মায়াবী নিশিতে
তনুমনে তার জেগে উঠে আবার পবিত্রতা।




বেশ ভালো লাগল আপু!

২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:১০

শাবা বলেছেন: ধন্যবাদ লাবনী আক্তার।

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৭

অদৃশ্য বলেছেন:





চমৎকার হয়েছে লিখাটা...


শুভকামনা...

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৬

শাবা বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ হে দৃশ্যমান অদৃশ্য মানব বা মনবী।
আপনারও অনন্তর শুভ কামনা।

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫১

সেলিম আনোয়ার বলেছেন: ফুটে ওঠুক শুভ্রতা ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০০

শাবা বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার। হ্যাঁ, শুভ্রতা ফুটে ওঠুক সবার জীবনে।

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২৭

বাকপ্রবাস বলেছেন: কবিতা বুঝিনা তাই যেটুকুন ধরতে পেরেছি সেটাই মিলিয়ে দেখি.....

কবির আজ মনে ভাল
যা দেখছে সবই আলো
নেই তার রূপ কালো
কবির আজ মন ভাল

কবি আজ স্বপ্ন দেখে
দেখবে সে জগৎটাকে
রঙধনুর হরেক রঙ্গে
মাখবে কবি নিজের অঙ্গে

কবির আজ মন উচাটন
উড়ছে শুধু নেই পাটাতন
উড়তে উড়তে ভাবছে কবি
অন্য রকম এক আকছে ছবি

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৬

শাবা বলেছেন: বাহ্ আপনিও তো সুন্দর এক ছড়া লিখে ফেললেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৭| ২১ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৫৯

নীল-দর্পণ বলেছেন: গোধুলী বেলাতে, আলো-আঁধারীর ধ্যানেতে
পাখিদের নিক্কন ঝংকারে


হরিণের ডাক কে নিক্কম বলে জানতাম। পাখিদের ডাককেও কি...

ভাল লাগা+

০১ লা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

শাবা বলেছেন: দু:খিত বোন, অনেক দেরীতে উত্তর দিচ্ছি বলে। আসলে আমি আপনার মন্তব্যটি লক্ষ্য করে নি এতদিন।

নিক্কন আসলে নূপুরের ঝংকারকে বলা হয়। রূপকভাবে বলতে চেয়েছিলাম যে, সন্ধ্যায় পাখিদের কূজনে এক ধরনের সুর, লয়, তাল থাকে, যেন এক ধরনের নৃত্য পরিবেশিত হতে থাকে তখন।

গভীর অধ্যয়নের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.