নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রংধনু প্রকৃতি

শাবা

হাসতে হাসতে বেদনা ভোলা চাই.... আমি হেঁটে বেড়াই সীমাবদ্ধ পৃথিবী ফুরিয়ে যায়। সত্যের ভূবনে সবই সত্য শুধু মিথ্যা আমার অস্তিত্ব। * শামীমুল বারী নামে আমার অন্য একটি ব্লগ রয়েছে।

শাবা › বিস্তারিত পোস্টঃ

মায়াময় শান্তির নীলিমা

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১৯

হ্যালো শ্যামাঙ্গনী

দীর্ঘ তনুমন, পুষ্পিত আঁখিযুগল

গায়ে গায়ে ছায়া দিয়ে আছে

কায়াহীন বৃক্ষরাজি।



যদি বলি ওই মুদ্রিত নেত্রে লুকিয়ে আছে

আলোকিত পৃথিবী, মায়াময় শান্তির নীলিমা

হারিযে যাওয়া ফুলেল সন্ধ্যা-

আমি বলি, ওখানে আছে

সবুজ বৃক্ষরাজি।



বছর গণনা যখন শুরু হলো

হারিয়ে ফেলা যৌবন যখন ধরা গেল

জীবন বসন্ত যখন সৌরভ ছড়ালো

ওই নেত্রযুগল তখনো ছবি এঁকে চললো-

গ্রাম আর গ্রাম, বনানীঘেরা শ্যামলিমা ভেসে ওঠে

যেখানে আমরা লুকিয়ে থাকলেও

কেউ খুঁজে পাবে না কোনদিন

ইট গাথা ওই পাষাণ চুঁড়াগুলো দেবে না অট্টহাসি

হলদে রোদে পুড়বে না আমাদের মায়াভরা কায়া।



শ্যামাঙ্গনী, তোমাকে সেই শৈশবে যখন দেখি

মনে পড়ে যায় লকিয়ে ওঠা বৃক্ষের কথা

আপন মনে যে দাঁড়িয়ে যায়

ফুলে ফলে হৃদয় ভরে যায়

অবিরাম বায়ুমাখা ছায়া দিয়ে যায়

উড়িয়ে নিয়ে যায় ব্যথা-বেদনা, কালিমারেখা।



শ্যামাঙ্গনী, তোমার হৃদোত্তাপ এক সময় শীতল হয়

বৃক্ষরাজি তোমায় কাছে টেনে নেয়-

যেখানে আমরা কখনো পৌঁছি না।



১২.০২.২০০২

মন্তব্য ২৫ টি রেটিং +১/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫০

পাঠক১৯৭১ বলেছেন: হ্যালো, হ্যালো, হ্যালো, সারাদিন কথা বলো!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০০

শাবা বলেছেন: :D :D :D

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৫

উজবুক ইশতি বলেছেন: শ্যামাঙ্গনী, তোমার হৃদোত্তাপ এক সময় শীতল হয়
বৃক্ষরাজি তোমায় কাছে টেনে নেয়-
যেখানে আমরা কখনো পৌঁছি না।

অন্য রকম ভালো লাগা

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৯

শাবা বলেছেন: পড়া এবং মন্তব্যের জন্য ধন্যবাদ, ইশতি।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৬

মেহেরুন বলেছেন: সুন্দর কবিতা। ভালো লাগলো।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২১

শাবা বলেছেন: ধন্যবাদ।
ভাল থাকবেন।

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: যদি বলি ওই মুদ্রিত নেত্রে লুকিয়ে আছে
আলোকিত পৃথিবী, মায়াময় শান্তির নীলিমা
হারিযে যাওয়া ফুলেল সন্ধ্যা-...

অসাধারণ কবিতা। ভাল লাগা রইল।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৬

শাবা বলেছেন: ভাল লাগার জন্য ধন্যবাদ।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর কবিতা।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৮

শাবা বলেছেন: ধন্যবাদ অভি। অনেকদিন পর আপনার মন্তব্য পেলাম।

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৯

অদ্বিতীয়া আমি বলেছেন: সুন্দর !

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৯

শাবা বলেছেন: ধন্যবাদ আপু।

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৪৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
শ্যামাঙ্গিনী কে এই কবিতা পৌছানো হইছে?

চমৎকার।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৬

শাবা বলেছেন: না ভাই, এমন কাউকে এখনো পৌঁছানো হয় নি।
আসলে এটা একটা রূপক কবিতা।

৮| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১০:০৪

মোঃ নুরুল আমিন বলেছেন: সুন্দর কবিতা.।.।।

০২ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:০১

শাবা বলেছেন: ধন্যবাদ নুরুল আমিন।

৯| ১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০৮

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: সুন্দর!!! :)

২১ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪৮

শাবা বলেছেন: ধন্যবাদ মৌ আপু।

১০| ১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৩

জাহাঙ্গীর.আলম বলেছেন: কবিতা ভাল লাগল ৷







আমার কাছে মনে হল প্রতিটি লাইনই এক একটি কবিতা ৷

২১ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫১

শাবা বলেছেন: মন্তব্যে উৎসাহ বোধ করছি।

আন্তরিক শুভেচ্ছা, ভাল থাকুন।

২৫ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫০

শাবা বলেছেন: এখানে আমি নারীত্বের বিশালতা বুঝাতে চেয়েছিলাম। শ্যাম বর্ণের রমণী যেন শ্যামল বাংলার প্রতিচ্ছবি। একজন নারী প্রেয়সী হিসেবে কিংবা মা বা বোন বা কন্যা হিসেবে মানবতার জন্য অনন্য নিদর্শন।

১১| ০৩ রা মে, ২০১৪ বিকাল ৫:২২

কান্ডারি অথর্ব বলেছেন:


মুগ্ধ +++

০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৩:০৮

শাবা বলেছেন: সত্যি মুগ্ধ !

ধন্যবাদ কান্ডারি অথর্ব।

১২| ২৮ শে মে, ২০১৪ রাত ১:০৬

নাহিদ শামস্‌ ইমু বলেছেন: খুব চমৎকার একটি কবিতা!
সত্যিই অসাধারণ!

২৮ শে মে, ২০১৪ সকাল ৯:৪৪

শাবা বলেছেন: ধন্যবাদ নাহিদ শামস্‌ ইমু।

ভাল থাকুন চিরন্তন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.