নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুন্দর পৃথিবীর মাঝে বাঁচিবার চাই

শফিক2003

সুন্দর পৃথিবীর মাঝে বাঁচিবার চাই

শফিক2003 › বিস্তারিত পোস্টঃ

রমজান ও ঈদের দুটি ঘটনা

২৬ শে জুন, ২০১৭ দুপুর ১:৫৪

ঘটনা -১: লাইলাতুল কদরে রাত
প্রতিদিনের মত আমিও তারাবী পরার জন্য মসজিদে উপস্থিত হলাম। ইমাম সাহেব লাইলাতুল কদরে রাত সম্পর্কে ওয়াজ করছেন। একটু পর মুসুল্লীদের দান করা টাকার হিসাব নিয়ে বিষদ আলোচনা শুরু হলো। প্রতিদিন হুজুর এশার জামাত শুরুর আগে পাঁচ মিনিট সময় দেন সুন্নাত নামাজের জন্য ,নামাজ শুরু হতো ৯.৪৫ এ। কিন্তু ঐ দিন টাকা পয়সার হিসাব চলতে চলতে সময় হয়ে গেলো রাত ৯.৫০. সবাই বসে আছে চার্ রাকাত সুন্নাত নামাজ পড়বার জন্য আর যেহেতু এই রাতের ইবাদত হাজার মাসের চেয়েও উত্তম তাই সবাই ব্যাকুল মাইক বন্দ হলে ফরজের আগে চার্ রাকাত সুন্নাত নামাজ আদায়ের জন্য । কিন্তু সবাইকে হতবাক করে মুয়াজ্জিন তাকবীর দেয়া শুরু করলো ,সবাই ফরজ নামাজের জন্য উঠে দাড়ালো। কিছু টাকা পয়সার হিসাবের জন্য এতগুলো মানুষের সুন্নাতের নামাজ বিসর্জিত হলো।

ঘটনা -২: ঈদের নামাজ
যথারীতি সবাই ঈদের নামাজ আদায় করলো , একটু পর খুতবা শুরু হল ,শুরু হলো মসজিদের জন্য টাকা উঠানো ও , অবাক হয়ে দেখলাম ইমাম সাহেবের জন্যও টাকা তোলা হচ্ছে। অনেকে বুজে নাবুজে জাকাত-ফিতরার টাকা থেকে ইমাম সাহেবকে দেয়া শুরু করলেন।এভাবেই গরীব-অসহায় মানুষের হকের টাকা চলে গেলো ইমাম সাহেবের পকেটে। বলে রাখি দুদিন আগে খতমে তারাবীর সংগ্রহীত টাকার একটা বিশাল অংশ উনাকে দেয়া হয়েছিল ।

ঘটনা দুটির ব্যাখ্যা কি কেউ দিবে, নাকি ধার্মিক দিক থেকে তা ঠিক আছে !!!! দয়া করে জানাবেন কি ?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৭ দুপুর ২:৪৬

কলিমুদ্দি দফাদার বলেছেন: :)

২| ২৬ শে জুন, ২০১৭ বিকাল ৩:১২

খায়রুল আহসান বলেছেন: দুটো ঘটনার কোনটাই ঠিক হয় নাই।

৩| ২৬ শে জুন, ২০১৭ বিকাল ৪:৩৬

চাঁদগাজী বলেছেন:


ইমামের টাকার দরকার আছে, উনাকে পরিবার চালাতে হবে, ঠিক আপনার মতো; আপনি কি বাবার হোটেলে আছেন এখন?

৪| ২৬ শে জুন, ২০১৭ বিকাল ৫:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: এটাই চলমান সত্য!

মূল সত্য কে খোঁজে?

দুটো ঘটনাই নিন্দনীয়। ঐ ইমাম এবং মূয়াজ্জিন এবং কমিটি গংয়ের যদি আল্লার বিধানের প্রতি নূন্যতম শ্রদ্ধা, জ্ঞান থাকত এমনটি করতে বুক কেঁপে উঠত!

দ্বিতীয়টিতো আরো জঘন্য! ইমাম মানে নেতা!
আমাদের বর্তমান যার যার এলাকার নেতা কে? এমপি সাহেব! তাকে কার সাধ্য /সাহস আছে ১০-২০-৫০ টাকা দান দেয়???
বরং তার কাছে সবাই যায়- সাহায্য আনতে!
ইসলামের টার্ম গুলৌ সব উল্টো হয়ে চলছে!!!! দাতা হয়ে গেছে গ্রহীতা...
কে বদলাবে????

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.