নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

বর্তমান ক্রুসেড: মুসলিম বনাম হিন্দু!

১৬ ই জুলাই, ২০১৬ রাত ১:১৬


নির্দিষ্ট কোন ধর্মের প্রতি আমার খেদ কোন কালেই ছিল না,তাই বন্ধুদের তালিকায় অন্যধর্মালম্বীর সংখ্যাই বেশি।স্বাধীন দেশে আমাদের বাদ দিয়ে,আলাদ করে ' হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান ঐক্য পরিষদ' গঠনেও আমি বিরূপ কিছু দেখাই নি।কিন্তু,ইদানিং সামাজিক মিডিয়ায় অসামাজিকভাবে আমার হিন্দু ভাই মুসলিমদের বিরূদ্ধে একধরনের যুদ্ধেই নেমেছেন বলে মনে হয়।এর আগেও মুক্তমনা নাম দিয়ে সুকৌশলে মুসলিম বিদ্বেষি যত লেখালেখি হয়েছে,তার বেশির ভাগই ওনাদের হাতে- কলমে লেখা,তারপরও অন্য মুসলিমের মতই আমি তাদের বিরুদ্ধবাদী কোন কিছু লেখি নি।সাম্প্রতিক কিছু জঙ্গী হামলার পর,মুসলিমদের সাথে তাদের যে আচরণ,তা বেশ হতাশাজনক।অনেকে অনেকভাবে ইসলাম এবং মুসলিমকে হেয় করার চেষ্টায়,মুসলিমদের খোঁচাচ্ছেন;এই খোঁচানিটাই একটা সময় জঙ্গীবাদকে উসকে দিয়েছিল বলে আমি মনে করি।সামাজিক যোগাযোগের কোন সাইটে ডুকলে দেখা যাবে,যদি কোন মুসলিম জঙ্গী হামলার নিন্দা জানায়,তবে কোন হিন্দু ভাই স্বপ্রণোদিত হয়ে সেখানে মন্তব্য করে-" ইসলামে সন্ত্রাসীকাজ হারাম,শুনতে শুনতে কান ভারী হয়ে গেছে"," সন্ত্রাসী কি শুধু মুসলিমদেরই হতে বলছে!?" " আমেরিকা শুধু কি মুসলিমদেরই পায়!" ইত্যাদি মন্তব্যে অবশ্য কিছু মুসলিমও গালি- গালাজ দিয়ে পরিস্থিতি সরগরম করে রাখে!কিন্তু আমার ভাবনায় আসে অন্যকিছু,আমি বলি কি: পৃথিবীতে মুসলিম রাষ্ট্র ছাড়া অন্যকোন রাষ্ট্রের মানুষ কি বিনা কারণে এতটা অত্যাচার সহ্য করছে!?!ঠুনকো অজুহাতে ইরাকের মত রাষ্ট্রব্যবস্থাকে ধ্বংস করে ফেলা হল,হাজারো নারী,শিশু ও অসহায় মানুষ হত্যা করা হলো,এরপর বলা হল:' ইরাক হামলা ভুল ছিল! একইভাবে লিবিয়া,লেবানন,সিরিয়া ধ্বংসের দ্বারপ্রান্তে!এই দেশগুলাতে হামলার আগে আইএসের নামও কেউ শুননি!তারপরও শুরু হল আইএস কাহিনী,কিছু দেশপ্রেমী,কিংবা প্রতিশোধ স্পৃহাধারী মানুষতো থাকবেই,যারা দেশের জন্য লড়বে,নিজের নিজের পরিবারের জন্য লড়বে,তারা কখনো আইএস হতেই পারে না।আর যদি আইএস হয় তবে মুসলিম হতে পারে না।যদি তারা মুসলিম হতো,তবে মসজিদে বোমা হামলা চালাত না,নিরীহ মুসলিম হত্যা করতো না।আর যুদ্ধবিদ্ধস্ত একটি দেশের বাসিন্দা হয়ে যেখানে জীবন বাচাঁনো মুশকিল সেখানে দামী অস্ত্র- গোলাবারুদ আর দামী গাড়ি তারা পায় কোথায়!?গনতন্ত্রের নাম করে বিশ্বের প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ দেশগুলোতেই আমেরিকা কিংবা তার কোয়ালিশন যে সন্ত্রাসদের লালন করছে,সেটা আমি না বল্লেও চলে,বিবেক খাটালেই বুঝা যায়।নাহয়,আমেরিকা কেন আইএস ধ্বংসে পদক্ষেপ নিচ্ছে না,ওরা চাইলে এটা দিন কয়েকের ব্যাপার মাত্র!কিন্তু লোভ আর আধিপত্যবাদের নেশা সেটা করা থেকে তাদের বিড়ত রাখছে,রাখবেও।তবুও শান্তিপ্রিয় মুসলিমরা এই সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়িয়ে সৎ সাহস নিয়েই বলছেঃ ইসলামে সন্ত্রাসী কাজ হারাম।এই সত্য কথাটা আমাদের হিন্দু ভাইদের সহ্য হয় না,অথচ সন্ত্রাসী হামলায় ওনাদের চেয়ে মুসলিমরা হতাহত হয় বেশি।মুসলিমরা যেহেতু কুরআন বিশ্বাস করে,তাই তারা সেটার উদ্ধৃতি দেয়,অন্তত সন্ত্রাসী কাজটাকে সাধারন মুসলিমরা যে ঘৃণা করে সেটাই তার প্রমাণ,কিন্তু বিদ্বেষ ছড়ানো হিন্দু ভাইরা কি কেউ বলতে পারেন,আপনাদের কোন ধর্মগুরু আজ পর্যন্ত ভারত কিংবা মায়ানমারে নিরীহ মুসলিম নিধন 'খারাপ কাজ' কথাটি উচ্চারণ করছে!?!?তারমানে কি এই,আপনাদের ধর্ম এই কাজগুলোর বৈধতা দেয়!?সামান্য গরুর মাংসের জন্য আপনারা মুসলিমদের পিটিয়ে মারেন,কই আপনাদের কোন গুরুকেতো এটার বিরুদ্ধে টুঁ শব্দটিও করতে শুনলাম না,অথচ আপনারাই মুসলিমদের সত্যবাণীতে নিন্দা করেন!মাহমুদ আব্বাসকে দেখলাম,ফ্রান্সে শার্লি হেবদোর কারণে সংঘটিত হামলায় ফ্রান্সে গিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে একাত্নতা প্রকাশ করতে,অথচ শার্লি হেবদোই ছিল উসকানিদাতা!কই,মি. ওঁলাদ সাহেবতো একটি বারও বল্লেন না,শার্লি হেবদো কাজটি ঠিক করে নি!কিংবা কখনোই বলতে শুনিনি,ফিলিস্তিনে শত- সহস্র শিশু- কিশোর - নারী হত্যা করে ইসরাইল অপরাধ করছে!তারা কখনো বলেনি,আপনারাও না,বরংচ যারা সত্য বলে,বলতে চায় তাদের রুখে দেয়ার চক্রান্ত করেন: জাকির নায়েকের বিরুদ্ধে অপপ্রচার তারই অংশ!
শুধুমাত্র মুসলিমরাই,বলে,বলার সাহস রাখে যে ইসলামে সন্ত্রাসী কাজ নিষিদ্ধ,সেটা হোক মুসলিম কিংবা অন্যকোন ধর্মালম্বী।যে মানুষ কুরআনের বিরুদ্ধাচরণ করে,সে মুসলিম হতেই পারে না,হোক তার নামের আগে মোহাম্মদ কিংবা আহম্মদ।কারণ সে আল্লাহকেই অস্বীকার করেছে।তারপরও যখন কোন মুসলিম নামধারী,কোন সন্ত্রাসী হামলা চালায়,আমরা মুসলিমরা চুপ করে বসে থাকি না,বলি না' সে আমাদের লোক,তার শাস্তি দিও না' বরং বলি,তার প্রাপ্য শাস্তি দাও,যাতে ভবিষ্যতে কেউ তা আবার না করে।এটাই মুসলিমদের সাথে অন্য ধর্মালম্বীর তফাৎ!

মন্তব্য ৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১:২২

বিদ্যুৎ চমক বলেছেন: এর আগেও মুক্তমনা নাম দিয়ে সুকৌশলে মুসলিম বিদ্বেষি যত লেখালেখি হয়েছে,তার বেশির ভাগই ওনাদের হাতে- কলমে লেখা, ভাল একটা পয়েন্ট ধরেছেন।

২| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১:৩৪

ইফতেখার ভূইয়া বলেছেন: "মুক্তমনা" বলে কিছু নেই। আর যারা নিজেদের মুক্তমনা বলে দাবী করছেন তারাও কোন না কোন আইডিয়ার সমর্থক। প্রকৃত অর্থে মুক্তমনার কোন অস্তিত্ব নেই। ওটা তথাকথিত মুক্তমনাদের নিজেদের গা বাঁচানোর একটা ফর্মূলা, অনেকটা আইওয়াশের মতো।

৩| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ২:০০

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: #বিদ্যুৎচমক ভাই,ধরার অনেক পয়েন্টই,ভাবতাম এরাতো আমাদেরই লোক,তাই ধরেও ধরতাম না!

৪| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ২:০১

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: সহমত,#ইফতেখার ভূইয়া।

৫| ১৬ ই জুলাই, ২০১৬ সকাল ১১:১৪

অেসন বলেছেন: আমেরিকা আই-এস ধ্বংস করবে সেই আশা না করে, ইসলামি দেশগুলি একত্রিত হয়ে আই-এস ধ্বংস করতে পারে না ? নাকি আই-এস আমেরিকার সৃষ্টি বলেই ইসলামী দেশগুলির দায়িত্ব শেষ ! ইসলামের যারা ক্ষতি করছে, তাদের বিরুদ্ধে ইসলামী দেশগুলি কি করছে ? ইসরাইল ভালো কাজ করছে - তা কে বলল ? "ইসলামে সন্ত্রাসী কাজ হারাম" - এটা আমিও বিশ্বাস করি। কারন কোন ধর্মে খারাপ কোন খারাপ শিক্ষা দেয় বলে মনে হয় না। কিন্তু ধর্মীয় অনুসারী যারা বিপথে যায়, তাদের সঠিক পথে ফিরিয়ে আনাটাও ঐ ধর্মীয় অনুসারীদের একটা কাজ। শুধু মুখের কথায় কাজ হয় না।

৬| ১৬ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩৯

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: #অেসন,আইএস ধ্বংসে ইসলামি দেশগুলা কাজ করছে না,সেটা আপনাকে কে বল্ল!?ইসলামী দেশগুলা প্রতিকূলতার মধ্যেও যদ্দুর পারছে করছে,সিরিয়ায় কোয়ালিশন করে সৌদিরা বোমা হামলার খবর কি আপনার কানে যায় নি!!ওদের নিজেদের দেশে গনতন্ত্রের নেশাখোরদের ঢুকিয়ে দেয়া হয়েছে,যেটি আগেও অনেক দেশে হয়েছে।কিন্তু সেখানে গনতন্ত্র আমরা দেখিনি: দেখেছি নির্লজ্জভাবে একটি দেশ ধ্বংসের পায়তারা!
আপনি বলেছেন,কোন ধর্মই খারাপ শিক্ষা দেয় না,সেটা আমিও মনে প্রাণে মানি,তাহলে অন্য ধর্মালম্বী ধর্মগুরুরা কেন এই মানবতাহীন কাজের বিরুদ্ধে সহমত পোষণ করছেন না,শুধু মুসলিমদেরই দোষ দিয়ে নিজেদের আঁড়াল করছেন,তাদের কি মানুষ হিসাবে কোনই দায়িত্ব নেই!?!?
আপনার শেষ কথায় আসি,যে ধর্মের অনুসারীরা সন্ত্রাসের পথে যাবে,তাকে ফিরিয়ে আনার দায়িত্ব যদি শুধু মাত্র সে ধর্মের মানুষদেরই হয়,তবে আমি বলব: পৃথিবীতে আলাদা আলাদা ধর্মের রাষ্ট্র গঠন ছাড়া উপায় নেই; কারণ যখন আমরা একটি স্কুলে পড়ি তখন হিন্দু- মুসলিম সব্বাইকে স্যাররা ভালকাজের শিক্ষা দেন,খারাপ কাজ হতে বিরত থাকার কথা বলেন,সেটা রাষ্ট্রীয় ব্যাবস্থায়ও দেখা যায়,সরকার যে ধর্মেরই হোক- সন্ত্রাসীর সাজা দেয়া আর সৎ ব্যক্তির প্রশংসা করাই তার ধর্ম।এখানে সন্ত্রাসী মুসলিম কিংবা হিন্দু বলে তাকে ছেড়ে দেবার বিধান আছে!?!নিজের গা বাঁচিয়ে অন্যের ওপর দায়িত্ব দিয়ে,আবার অন্যকেই দোষারোপ করার নেশাটা আমাদের আদিম!
সন্ত্রাসীদের আমি দেখি ভাইরাসের মত,আর মানুষরা ডাক্তারের মত!ওনারা সব ভাইরাসেরই টিকা দিয়ে রোগ মুক্ত সমাজ তৈরি করেন,যেটা একটু বিপজ্জনক,সেটার জন্য বোর্ডও বসান!
আর হ্যাঁ,মুসলিম ধর্মালম্বীদের কথা যদি বলেন,তারাও বসে নেই,কিছু দিন আগেরই কথা: একজন হিন্দু কলেজ শিক্ষক হামলার শিকার হলে মুসলিমরাই তাকে ধরে পুলিশে দেয়,মুসলিম নামধারী বলে ছেড়ে দেয় নি।এরকম আরো হচ্ছে,সেটা দেখার মত আর বুঝার মত মনন থাকা চাই!

৭| ১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:০২

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অন্যায় যে করে অন্যায় যে সহে দু'জনেই সমান অপরাধী!কারো গাড়ে দোষ চাপিয়ে পার পাবার চিন্তাটাও একধরনের অপরাধ,যদি সেটা বুঝা যায়।

৮| ১৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:০৮

অেসন বলেছেন: সিরিয়ার ব্যাপারে কোয়ালিশন করেছে, ঐ কোয়ালিশনে বাংলাদেশও আছে। তবে কোন হামলার খবর এখনও শুনিনি। আর হামলা হলেও সেটা আইএস এর বিরুদ্ধে না আসাদ উৎখাতের জন্য। আরেকটা কথা, আমার কথায় 'দায়িত্ব যদি শুধু মাত্র সে ধর্মের মানুষদেরই হয়' তা বলিনি। আমি যা বলতে চাচ্ছি তা হল , ইসলাম ধর্মের একজনকে যদি সুপথে আনার জন্য ধর্মীয় জ্ঞান দিতে হয় তার দায়িত্ব নিশ্চয় অন্য ধর্মের লোকের পক্ষে সম্ভব নয়।
মুসলিম ধর্মালম্বীরা যে এগিয়ে আসে তাও ঠিক। তবে সংখ্যাটা যত বেশী হবে ততই ভাল।

৯| ১৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:২৫

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: #অেসন,ভাইরে 'চোরা শুনে না ধর্মের কাহিনী' এই কথাটাতো আজকে সৃষ্টি হয়নি কিংবা বিনা কারণেই সৃষ্টি হয় নি!
শুধু মাত্র ধর্ম এদের ফিরাবে নাই,আর এই বিষয়টাই আমার অন্য ধর্মীয় ভাইরা বুঝতে চায় না,সত্যিকার মুসলিম অন্যের ক্ষতি করে না,সত্যিকার ধর্মধারণকারী কেউ,কাউকে ক্ষতি করতে পারে না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.