নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

সবুজ ভালোবাসা!

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৩৫



এই হৃদয় একটা 'সুন্দরবন',
আর অভিমান তোমার ' রামপাল'!
চিমনী যতই উচুঁতে হোক... তোমার খেয়ালীপনা
কার্বনের চাইতেও ভারী;
সবুজ এ বুক জলসে যাবে বিষে!
তবু তোমার অশ্রু সওয়া যায়না,
টক্সিনে ভরপুর..কয়লা ধোয়া পানির মত;
আমার ধমনী কিংবা শিরায় সে দূষণ ' শেওলা' কিংবা ' পশুর' এর
চাইতে কিছু কম নয়!
জানি,কিছু কথার প্রতিধ্বনি তুমি ১৬ মিটারে দাঁড়িয়েও শুনবে না,
কিংবা ১০৫ ডিসিবলে!
ভাববে-' দুটোই' শব্দ দূষণ!!
তবুও বলব-
আমি সুন্দরবনের মত একটা সবুজ মন নিয়ে অপেক্ষায় আছি;
তুমি চাইলে চঞ্চলা হরিণী হয়েও আসতে পারো,
নচেত দখিনা বায়ু!
আমার বুকের গহীনে তোমায় ঠাঁই দেব,
আর দেব সবুজ একটা ভালোবাসা!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:২৫

ফরিদ আহমাদ বলেছেন: অসম্ভব রকমের অসাধারণ।

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৫৭

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: ধন্যবাদ ফরিদ আহমাদ ভাই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.