নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা সঙ্গ চায়!

১৭ ই মে, ২০১৭ বিকাল ৩:৫৭

কোন এক গ্রীষ্মেও রৌদ্রস্নাত হয়েছি দু'জন ভিতর-বাহিরের উত্তাপে!
শহরের অলি-গলি,পিচঢালা পথের ভাষ্পে উড়েছে দু'জনার ঘাম,
শেষ করে ক্লাস,ফাকি দিয়েছি সময়ের চোখ,
তোমার মনে আছে?

কোন এক বর্ষায়-ছাতাহীন দু'জন খুব ভিজেছিলাম,
কর্ণফুলীর ছলছলে জলে ডিঙ্গীতে,পাহাড়ি জুমের টং ঘরে,
কিংবা রিক্সায় জরোসরো তুমি আর আমি!
মনে নেই,তোমার?

কোন এক শরৎ-এ হাত ধরে হেটে ছিলে,
শিরিষতলা,রেল লাইন কিংবা ক্যান্ডিতে ফুচকা হাতে পাশে আমিই ছিলাম:
মনে পড়ে?

হেমন্তের কোন একদিন,তোমার খোঁপায়ও বেলি ফুল ছিল,
আমার ঘ্রাণ ঈন্দ্রীয়ে এর চেয়ে ভাল কোন ঘ্রাণ আর পায়নি!
হেমন্ত কি আর আসেনি?

কোন এক শীতের কুয়াশায়,তোমার চাদরের নিচে আমিও ছিলাম...
রাতের যাত্রা কিংবা ভোরের অতিথি তুমি!
শীতটা তাই,আজও আমার এত প্রিয়,তোমারও কি তাই?


কোন এক বসন্তে তুমি কৃষ্ণচূড়ার লাল আর আমি হলদে পাখির অবয়ব ধার করেছি..
সহস্র কপোত-কপোতির ভিঁড়ে আমরাও ছিলাম।আমি পৌরুষের মতই তোমার হাত ধরেছি,
তোমার চোখে তাকিয়েই আমার প্রথম বসন্ত পালন!


স্মৃতি ফ্রেমে বাঁধা যায়,
সময়ের ফ্রেমে ভালোবাসা বাঁধা যায় না,না যায় প্রেয়সীর মন!
কিছুকাল একা থেকে বুঝেছি,
তোমায় ছাড়া কী কঠিন:
আমার এই জীবন-যাপন!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.