নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

আবারও তোকেই চাই!

২০ শে মে, ২০১৭ রাত ২:১৩

আমি ইচ্ছে করেই হাসি ,
ইচ্ছে করেই ভাসি খুশির বানে,
ইচ্ছে করে কেউ না জানুক,
কী ব্যাথা লুকানো মনে!

আমি ইচ্ছে করেই গাই,
ইচ্ছে করে সুর তুলি-হঠাৎ বেসুর ধ্যানে,
ইচ্ছে করে কেউ না শুনুক,
কি সুর পুষি প্রাণে!

আমি ইচ্ছে করে আড়াঁলে যাই,
ইচ্ছে করেই ফিরি কোলাহলে..
ইচ্ছে বড়ই কেউ না দেখুক
চোখের জল আড়াঁলে!

ভীষণ ইচ্ছে;তোর কাছেই কই,
আমি কেমন আছি..
অভিনয় আর ভাল্লাগেনা,
তোরে নিয়াই বাঁচি!

তোর কি ইচ্ছে হয়না কভুই,
`আর একটি বার ফিরি
ভেঙ্গে-চুরে সব অভিমান,
ভালোবাসাই গড়ি!?'


মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৭ রাত ৩:২৩

কানিজ রিনা বলেছেন: ভাল হয়েছে বেশ সুন্দর, ধন্যবাদ।

২| ২০ শে মে, ২০১৭ রাত ৩:২৯

শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর +

৩| ২০ শে মে, ২০১৭ ভোর ৬:৩৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো ইচ্ছে করে করা কাজগুলো। শুভকামনা রইল যাকে নিয়ে এত ইচ্ছে তারও কিছু ইচ্ছে জাগুক।

হ ভাই, ভালোবাসা গড়াই প্রথম উত্তম ভাবনা। ভালো লাগলো কবিতা। +++

৪| ২০ শে মে, ২০১৭ সকাল ১০:৪৫

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: ধন্যবাদ,#কানিজ রিনা,ভাল লাগা রইল ,শাহরিয়ার কবীর ভাই,অনেক ধন্যবাদ,
নাঈম ভাই,যাকে নিয়া লেখা,সে আমার ইচ্ছে গুলা শুনতে চায়না,বড্ড অভিমান আমার ওপর..আশা করি শুনবে কোন একদিন।ধন্যবাদ সবাইকে।

৫| ২০ শে মে, ২০১৭ সকাল ১১:৩৯

ধ্রুবক আলো বলেছেন: যতই ইচ্ছে থাকুক সে আর ফিরে আসে না!

সুন্দর কবিতা ++

৬| ২০ শে মে, ২০১৭ সকাল ১১:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: আসলেই তারও ইচ্ছে জাগতে হবে ।

৭| ২০ শে মে, ২০১৭ দুপুর ২:৪৪

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: ধ্রুবক ভাই,বিশ্বাসটাকে বিশ্বাস করি,সে ফিরবেই!ধন্যবাদ।
সেলিম ভাই,হুমম,তার ইচ্ছেটাই আসল!ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.