নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার খুঁটিনাটি

২১ শে মে, ২০১৭ সকাল ১১:১২


আমি বুকের বামে ভালোবাসা জমিয়েছি,
মস্তিষ্কের বামে জড়ো করেছি ঘৃণা,
তোমার জন্য!
তুমি কোনটি চাও?

ভালোবাসলে হৃদয় তা অনুভব করে,
মস্তিষ্ক তা ল্যাবে পাঠায়,
বঃর্হিপ্রকাশ তো আচরণেই...
মস্তিষ্ক ঘৃণার বিষ ছড়ায়,
প্রতি সেকেন্ডের অবহেলায়,
ঘৃণা বেড়ে যায় জ্যামিতিক হারে,
ভালোবাসা ফুল ফুটায়,
প্রতি মাইক্রো সেকেন্ডের যতনে,
ভালোবাসা বেড়ে যায় গাণিতিক নিয়মে..
তফাৎ বুঝোতো,
ন্যানো আর মাইক্রোর?
ভালোবাসায় প্রতিটা সেকেন্ডই মূল্যবান,
অভিযোগের যত মূহুর্ত..
তা শুধু দূরত্বই বাড়ায়,
অনুরাগের যতটা দীর্ঘক্ষন,
তাতে ভালোবাসা বালি থেকে কাঁচ হয়,
ভরে যায় সুখের প্রতিবিম্বে মস্তিষ্কের বাম-ডান!!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৭ রাত ১০:২৩

ধ্রুবক আলো বলেছেন: চমৎকার কবিতা।

২| ২২ শে মে, ২০১৭ সকাল ৮:৫১

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: ধন্যবাদ,#ধ্রুবক আলো ভাই..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.